এসএসসিফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল ২০২১ । সকল বোর্ড মার্কশীট রেজাল্ট

সকল বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২১ মার্কশীট সহ । এসএসসি ফলাফল ২০২১ শিক্ষা মন্ত্রনালয়ের SSC রেজাল্ট বিষয়ক ওয়েবসাইট educationboardresults.gov.bd ও eboardresults.com এ প্রকাশিত হবে । এই পোস্টে ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার মার্কশীট ফলাফল দেখার প্রক্রিয়া ও ফলাফল প্রকাশের তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।

এসএসসি পরীক্ষার ফলাফল ২০২১ মার্কশীটসহ

করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বহু মাস যাবত বন্ধ ছিল। এমতাবস্থায়, শিক্ষাক্ষেত্রে পরীক্ষা, মোটামুটি সকল শিক্ষাব্যবস্থা বেশ অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে সাধারণ জনগণ এবং সকল শিক্ষার্থীদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করে আবারও আগের মত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং পুণরায় শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। ফলে বিগত সকল পাবলিক পরীক্ষাগুলোর কার্যক্রমও শুরু হয়ে গিয়েছে।

এস এস সি রেজাল্ট প্রকাশের তারিখ

সম্প্রতি বিভিন্ন গনমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২১ ও সমমান পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর ২০২১ দুপুর ১২টার পর প্রকাশ করা হবে ।

এসএসসি ফলাফল ২০২১

পূর্বের ন্যায় স্কুলে থেকে এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারার জন্য অপেক্ষার প্রয়োজন নেই, এটা তোমরা সকলেই প্রায় জানো। বর্তমানের প্রযুক্তির উন্নয়নের কারণে দেশের সকল পাবলিক পরীক্ষা তথা এসএসসি পরীক্ষা ২০২১ ও সমমানের সকল পরীক্ষার (ভোকেশনাল, দাখিল) রেজাল্ট অনলাইনে ওয়েবসাইট কিংবা মোবাইলে মেসেজের মাধ্যমে জানা যাবে।

অনলাইনে এসএসসি মার্কশীট রেজাল্ট

যেকোনো বোর্ডের শিক্ষার্থী নিচে উল্লিখিত নিয়মে তাদের স্ব-স্ব এসএসসি ২০২১ বা সমমান পরীক্ষার ফলাফল মার্কশীট সহ জানতে পারবে।

১। প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

২। এরপর পরীক্ষা হিসেবে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করতে হবে।

৩। সাল 2021 সিলেক্ট করতে হবে।

৪। তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছ, সেই বোর্ডের নাম সিলেক্ট করতে হবে।

৫। রেজাল্ট টাইপের বক্সে “Individual Result” সিলেক্ট করতে হবে।

এরপর তোমার কাঙ্ক্ষিত এসএসসি ২০২১ পরীক্ষার ফলাফল দেখতে পারবে।

এছাড়া তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছ, সে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও ফলাফল খুঁজে পাবে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের প্রক্রিয়া

মেসেজে এস এস সি রেজাল্ট

যদি কোনো কারণে তোমার ইন্টারনেট সংযোগ না থাকে, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। খুব সহজেই যেকোনো মোবাইল থেকে মেসেজের মাধ্যমে তোমার এস এস সি ২০২১ বা সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবে।

মোবাইলের এসএমএ-এর মাধ্যমে SSC ‍ফলাফল জানার পদ্ধতি:-

SSC <space> তোমার বোর্ডের নামের বানানের প্রথম ৩ অক্ষর <space> তোমার এসএসসি ২০২১ রোল নম্বর <space> পাশের বছর (২০২১) এবং এরপর মেসেজ পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ হিসেবে যদি লিখি,

SSC DHA 9876543 2021 এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল জানার উপায় একটু ভিন্ন। লিখতে হবে:-

Dakhil <space> তোমার বোর্ডের নামের বানানের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> পাশের বছর এবং SMS পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

এসএসসি ভোকেশনালের যারা শিক্ষার্থী তাদের এসএসসি ২০২১ পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি নিম্নরূপ:-

SSC <space> তোমার বোর্ডের নামের বানানের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> পাশের বছর এবং মেসেজ পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

এস.এস.সি ২০২১ ও সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান

এস.এস.সি ২০২১ ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর আমরা চেষ্টা করবো বিস্তারিত পরিসংখ্যানের ব্যাপারে লেখার জন্য। মোট ৮টি সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের ফলাফল মিলিতভাবে প্রকাশিত হবে একই দিনে। প্রতিবছর কয়েক লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

এসএসসি মার্কশিট ফলাফল ২০২১

সাধারণত পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার এক থেকে তিন মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর অফিসিয়াল মার্কশিট কপি নির্ধারিত বোর্ড থেকে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী এই মার্কশট কলেজে ভর্তির জন্য প্রয়োজন হয়। এবারের এসএসসি ২০২১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর আশা করা যাচ্ছে একই ভাবে অফিসিয়াল মার্কশিট সবাই নির্ধারিত সময়ের মাঝে পেয়ে যাবে।

ফলাফল যেমনই হোক, হতাশ হওয়া যাবে না। এসএসসি পরীক্ষা ২০২১ এ তুমি তোমার সর্বোচ্চটি দিয়েছ এ বিশ্বাসে এগিয়ে যাবে। অনেক শিক্ষার্থী খারাপ ফলাফলের কারণে এসএসসি পরীক্ষার পরে ঝরে পড়ে অর্থাৎ পড়ালেখা বন্ধ করে দেয় যেটা উচিৎ নয়। আশানুরূপ ফল না এলে পরবর্তী পরীক্ষাগুলোতে আরো ভালো করার প্রত্যাশা নিয়ে চেষ্টা করে যাওয়াই একজন সফল শিক্ষার্থীর গূন।

 

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button