JU(E Unit) – Jahangirnagar University Admission 2018-19

http://www.juniv.edu/

JU(E Unit) – Jahangirnagar University Admission 2018-19

জাবি ভর্তি বিজ্ঞপ্তি – E  Unit (বিজনেস ও স্ট্যাডিজ অনুষদ) ভর্তী পরীক্ষা ২০১৮-১৯

 

JU Admission 2018-19 / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯/ জাবি-২০১৮-১৯  ভর্তি  ভিজ্ঞপ্তি  প্রকাশিত হয়েছে।  এটি http://www.juniv.edu/ ওয়েব সাইটে প্রকাশিত হয় গত ১৬/০৮/১৮ তারিখে। চলুন দেখে নেয়া যাক জাবি ২০১৮-১৯ ভর্তি বিজ্ঞপ্তি টি । বিজ্ঞান + মানবিক + ব্যবসায় শিক্ষা বিভাগের শীক্ষার্থীরা E  Unit (বিজনেস ও স্ট্যাডিজ অনুষদ) পরীক্ষার মাধ্যমে সমাজবিজ্ঞান অনুষদের ৪  টি ডিপার্ট্মেন্টে ভর্তি হতে পারবে।

আরো দেখে নিতে পারেনঃ

  1. Jahangirnagar University – A  Unit
  2. Jahangirnagar University – B Unit
  3. Jahangirnagar University – C Unit
  4. Jahangirnagar University – D Unit
  5. Jahangirnagar University – F Unit
  6. Jahangirnagar University – G Unit
  7. Jahangirnagar University – H Unit
  8. Jahangirnagar University – I Unit

 

গুরূত্বপূর্ন সময় ও তারিখঃ

আবেদন শুরু :  ১৬ আগষ্ট ২০১৮ (সকাল ১০ থেকে)

আবেদনের শেষ তারিখ :  ১৫ সেপ্টেম্বর ২০১৮ (রাত ১১.৫৯ পর্যন্ত)

প্রবেশপত্র ডাউনলোডের তারিখ :

ভর্তি পরীক্ষার তারিখ : ৩০  সেপ্টেম্বর  থেকে ১১ অক্টোবর পর্যন্ত (চূড়ান্ত সময় সূচী পরবর্তিতে জানিয়ে দেয়া হবে)

 ভর্তী পরীক্ষার্থীর ন্যূনতম  যোগ্যতাঃ

এস.এস.সি/সমমান পাশের সালঃ ২০১৫ বা তার পরে
এইচ.এস.সি/সমমান পাশের সালঃ২০১৭ বা ২০১৮

শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার্থীকে অবশ্যই চতুর্থ বিষয় সহ এস.এস.সি/সমমান পরীক্ষায় কমপক্ষে ৩.৫ এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় কমপক্ষে ৩.৫ পেতে হবে।

 

 পরীক্ষা পদ্ধতি ও মানবন্টনঃ

পরীক্ষার বিষয় সমূহঃ
বাংলা-১৫,ইংরেজী-৩০,গনিত-১৫,হিসাববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন – ২০  মোট ৮০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

টোটাল মার্ক ১০০ । ভর্তী পরীক্ষা – ৮০ ও জিপিএ – ২০

ভর্তী পরীক্ষা – ৮০
ভর্তী পরীক্ষায় ৮০ টি এম.সি.কিউ প্রশ্ন থাকবে যার প্রতিটির মান ১ । অর্থাৎ ৮০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট সময় ৫৫ মিনিট। *** এক্সট্রা ৫ মিনিট দেয়া হবে উত্তরপত্রের রোল ও অন্যান্য তথ্য পূরনের জন্য।

জিপিএ – ২০
(এইচ.এস.সি GPA x ২.৫ ) + ( এসএসসি GPA x ১.৫ ) = .২০

প্রতিটা প্রশ্নের ভূল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার হতে ০.২০ করে কেটে নেওয়া হবে এবং পাশ মার্ক ২৭। কেউ ২৭ এর কম পেলে তার সিরিয়াল আসবেনা। এবং কোন বিষয়ে আলাদা ভাবে পাশ করতে হবেনা।

মোষ্ট ডিমান্ডেড সাব্জেক্টের ক্রাইটেরিয়াঃ

ফিন্যান্স এন্ড ব্যাংকিংঃ
বিজ্ঞান শাখাঃমোট জিপিএ ৭.৫০ এবং ইংরেজী এবং গনিতে/অর্থনীতি/হিসাববিজ্ঞান/ব্যবসায় নীতি ও প্রয়োগ এ এইচএসসি তে কমপক্ষে বি গ্রেড(৩.০০ পয়েন্ট) পেতে হবে।

মানবিক/ব্যবসায় শিক্ষা শাখাঃমোট জিপিএ ৭.০০ এবং ইংরেজী এবং গনিতে/অর্থনীতি/হিসাববিজ্ঞান/ব্যবসায় নীতি ও প্রয়োগ এ এইচএসসি তে কমপক্ষে বি গ্রেড(৩.০০ পয়েন্ট) পেতে হবে।

মার্কেটিংঃ
বিজ্ঞান শাখাঃমোট জিপিএ ৭.৫০ এবং ইংরেজী এবং গনিতে/অর্থনীতি/হিসাববিজ্ঞান/ব্যবসায় নীতি ও প্রয়োগ এ এইচএসসি তে কমপক্ষে বি গ্রেড(৩.০০ পয়েন্ট) পেতে হবে।

মানবিক/ব্যবসায় শিক্ষা শাখাঃমোট জিপিএ ৭.০০ এবং ইংরেজী এবং গনিতে/অর্থনীতি/হিসাববিজ্ঞান/ব্যবসায় নীতি ও প্রয়োগ এ এইচএসসি তে কমপক্ষে বি গ্রেড(৩.০০ পয়েন্ট) পেতে হবে।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমঃ
বিজ্ঞান শাখাঃমোট জিপিএ ৭.৫০ এবং ইংরেজী এবং গনিতে/অর্থনীতি/হিসাববিজ্ঞান/ব্যবসায় নীতি ও প্রয়োগ এ এইচএসসি তে কমপক্ষে বি গ্রেড(৩.০০ পয়েন্ট) পেতে হবে।

মানবিক/ব্যবসায় শিক্ষা শাখাঃমোট জিপিএ ৭.০০ এবং ইংরেজী এবং গনিতে/অর্থনীতি/হিসাববিজ্ঞান/ব্যবসায় নীতি ও প্রয়োগ এ এইচএসসি তে কমপক্ষে বি গ্রেড(৩.০০ পয়েন্ট) পেতে হবে।

ম্যানেজমেন্ট স্ট্যাডিজঃ
বিজ্ঞান শাখাঃমোট জিপিএ ৭.৫০ এবং ইংরেজী এবং গনিতে/অর্থনীতি/হিসাববিজ্ঞান/ব্যবসায় নীতি ও প্রয়োগ এ এইচএসসি তে কমপক্ষে বি গ্রেড(৩.০০ পয়েন্ট) পেতে হবে।

মানবিক/ব্যবসায় শিক্ষা শাখাঃমোট জিপিএ ৭.০০ এবং ইংরেজী এবং গনিতে/অর্থনীতি/হিসাববিজ্ঞান/ব্যবসায় নীতি ও প্রয়োগ এ এইচএসসি তে কমপক্ষে বি গ্রেড(৩.০০ পয়েন্ট) পেতে হবে।

 

 আবেদন প্রক্রিয়াঃ

যে কোন সমস্যায় যোগাযোগঃ

সকাল-৯.০০ – রাত ১০.০০ টার ভিতর

বিল নম্বর ও ট্র্যাঞ্জেকশন নম্বর সংক্রান্তঃ ০১৭৫৫৬০০৭৭০,০১৭৫৫৬০০৭৭১
ছবি ও স্বাক্ষর সংক্রান্তঃ
০১৭৫৫৬০০৭৭২,০১৭৫৫৬০০৭৭৩
প্রবেশপত্র ও সিটপ্ল্যান সংক্রান্তঃ
০১৭০৮৩২৭৩২৩
অন্যান্য বিষয়ঃ
০১৭০৮৫২৭৩৩০

 

জাবি ভর্তি পরীক্ষা আবেদন করার ওয়েব সাইটঃ   

  https://ju-admission.org/

Related Articles

Back to top button
Close