ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
ইসলামি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ (ইবি ভর্তি সার্কুলার ) প্রকাশিত হয়েছে। সার্কুলারটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://iu.ac.bd/Admission এ প্রকাশ করা হয় । আজকে আমরা ইসলামি বিশ্ববিদ্যালয় পরীক্ষা ২০১৯-২০ (Islamic University admission Circular 2019-20) নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
ইবি ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে । সার্কুলারের আলোকে সকল ইউনিট পরিচিতি , আবেদনের যোগ্যতা, আবেদনের নিয়মাবলী নিয়ে আলোচনা করা হল ।
গুরুত্ত্বপূর্ন তথ্য ও তারিখ সমূহ |
---|
প্রতিষ্ঠানের নামঃ ইসলামী বিশ্ববিদ্যালয়
আবেদন শুরু : ২৮শে নভেম্বর ২০২১ আবেদন শেষ: ১২ই ডিসেম্বর ২০২১ আবেদন ফি:
|
ইউনিট পরিচিতি
২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিংফর্ম) শ্রেণিতে ভর্তির জন্য ৮(আট)টি অিনুষদের ৩৪টি বিভাগে ভর্তি পরীক্ষা মােট ৪টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হলে।
A ইউনিট – থিওলজি এন ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমুহ
B ইউনিট- কলা অনুদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, এবং আইন ও শরীয়াহ অনুষদভূক্ত বিভাগসমূহ
(তবে কলা অনুষদের শৱৰ ভাষা ও সাহিত্য বিভাগ এবং আইন ও শদরা কাহ অনুষদের আল-ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগ দুইটি A ৰা B কেন ইউনিটভুক্ত হবে তা এখনাে নির্ধারিত হয়নি),
C ইউনিট- ব্যবসায় প্রশাসন অনুদভুক্ত বিভাগসমূহ
D ইউনিট- বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ এর ইঞ্জিনিয়ালিয় ও টেকনােলজি অনুষদভুক্ত বিভাগসমূহ
পােষ্য কোটা ব্যতীত ২৪৬ (মূল আসন ১৩০৫ + কোটা ১৬২) জন ছাত্র-ছাত্র ভর্তি করা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
নিচে ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২১ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, ভর্তি প্রক্রিয়া ২৮শে নভেম্বর ২০২১ তারিখে শুরু এবং ১২ই ডিসেম্বর ২০২১ তারিখে শেষ হবে।
Requirement
আবেদনের ফি
A ইউনিট |
৬৫০ টাকা |
B ইউনিট |
৮০০ টাকা |
C ইউনিট |
৪০০ টাকা |
- আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ ২৫.০০(পঁচিশ) টাকা করে যােগ করতে হবে
আবেদনের যোগ্যতা
যে সকল ছাত্র-ছাত্রী ২০১৯ বা ২০২০ সনের উচ্চ মাধ্যমিক/সমমানের এবং ২০১৬ সন বা তৎপরবর্তীতে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র তারাই উপরােক্ত ইউনিটসমূহে অতি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবে।
বিভিন্ন ইউনিটে আবেদনের নূন্যতম যোগ্যতা (চতুর্থ বিষয়)
Unit | Group(HSC) | HSC Point | SSC Point | Total Point |
A | বিজ্ঞান | ৩.২৫ | ৩.২৫ | ৭.০০ |
মানবিক | ৩.০০ | ৩.০০ | ৬.৫০ | |
বানিজ্য | ৩.২৫ | ৩.২৫ | ৬.৭৫ | |
B , C | বিজ্ঞান | ৩.২৫ | ৩.২৫ | ৭.০০ |
মানবিক | ৩.০০ | ৩.০০ | ৬.৫০ | |
বানিজ্য | ৩.২৫ | ৩.২৫ | ৬.৭৫ | |
D | বিজ্ঞান | ৩.৫০ | ৩.৫০ | ৭.৫০ |
***তবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য এই রিকোয়ারমেন্ট নির্দিষ্ট আসনের জন্য সামান্য শিথিল হবে।
পরীক্ষা পদ্ধতি ও নাম্বার বন্টন
৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
থাকবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নম্বর কাটা যাবে।
ইউনিট ভিত্তিক মোষ্ট ডিমান্ডেড সাবজেক্ট
ইউনিট |
বিভাগ |
A | ১. আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ ২. দাওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ এবং ৩, আল-হাদীস এণ্ড ইসলামিক স্টাডি। |
B | ১. অর্থনীতি ২, আরবি ভাষা ও সাহিত্য ৩, বাংলা, ৪. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫, ইংরেজি ৬. লােক প্রশাসন ৭. রাষ্ট্রবিজ্ঞান ৮, ফোকলাের স্টাডিজ ৯, ডেভেলপমেন্ট স্টাডিজ ১০, সােস্যাল ওয়েলফেয়ার ১১. আইন ১২.অলি-ফিকহ। এত লিগ্যাল স্টাডিজ এবং ১৩, ল ল্যান্ড ম্যানেজমেন্ট |
C | ১. হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি ২. ব্যবস্থাপনা ৩, ফিন্যান্স এণ্ড ব্যাংকিং ৪, মার্কেটিং ৫. হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট এবং ৬. টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট |
D | ১, ইলেক্ট্রক্যাল এণ্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ২. ফলিত রসায়ন ও কেমিকৌশল ৩, কম্পিউটার সায়েন্স এও | ইঞ্জিনিয়ারিং ৪. ইনফরমেশন এণ্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৫. বায়ােটেকনােলজি এণ্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৬. ফলিত | পুষ্টি ও খাদ্য প্রযুক্তি ৭, গণিত ৮, পরিসংখ্যান ৯. বায়ােমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ১০, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি এবং ১১. ফার্মেসি |
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
- বিশেষ কোটাইয় ভর্তিচ্ছু শিক্ষার্থী দের অতিরিক্ত ৩০০ টাকা পে করা লাগবে
- পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ২ কপি, এইচএসসি/সমমান পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রের প্রত্যেকটির ২ টি ফটোকপি সাথে আনতে হবে
ভর্তি পরীক্ষা কক্ষে যা আনতে হবে:
(ক) ডাউনলােডকৃত প্রবেশপত্রের ২(দুই) কপি। উভয় কপি পরীক্ষা কক্ষে দায়িত্বরত পরিদর্শক সত্যায়িত করবেন।
(খ) উচ্চ মাধ্যমিকসমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে ২ (দুই) কপি ফটোকপি A4 সাইজে অস্টে কাগজে)।
(গ) উপরিউক্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, উচ্চমাণ্যমিকসমমান পত্ৰীক্ষায় প্রবেশপত্রসহ রেজিষ্ট্রশন কাভের এক সেট ইউনিট সংরক্ষণ করবে।
ভর্তি পরীক্ষার নম্বর নির্ধারণ
ভর্তি পরীক্ষার সর্বমোট নম্বর : ৪০+৬০+২০=১২০ (একশত বিশ)। যাতিনটি ভাগে বিভক্ত
(ক) জিপিএ স্কোর ৪০; ম্যাধমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার জিপিএ এর ভিক্তিতে (মাধ্যমিক/সমমান পরীক্ষা মতে জিপিএ ৫.০০ এবং উচ্চ মাণ্যমিকসমমান পরীক্ষার সর্বোচ্চ জিপিএ ৫.০০ মােট ১০ এর 4 গুন) সর্বোচ্চ স্কোর ৪০,০০।
(খ) MCQ নম্বর ৬০; ভতি পরিক্ষায় সাধারণত উচ্চ মাধ্যমিক পাঠক্রম অনুযায়ী ৬০ নম্বরের MCQ প্রশ্ন থাকবে যেগুলাের উত্তর OMR sleet এ সঠিক উত্তর পূরন করতে হবে। MCQ পরীক্ষায় ভুল উত্তরের জন্য ২৫% নম্বর কাটা হবে।
(গ) লিখিত পরীক্ষার নম্বর ২০ : ২০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর লিখিত আকারে প্রদান করতে হবে।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, ভর্তি পরীক্ষার রেজাল্ট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।