খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ । কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আর তাদের ওয়েবসাইটটি হল kuet.ac.bd। নিচে ভর্তি সার্কুলার, যোগ্যতা,ভর্তি পরীক্ষার নম্বর বন্টন, প্রবেশ পত্র বা এডমিট ডাউনলোড ও ভর্তি পরীক্ষার ফলাফল সহ এখানে সকল আপডেট পেয়ে যাবেন। চলুন দেখে নেয়া যাক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ ২০২৪-২০২৫।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় কুয়েট আর থাকবে না । এবার আলাদাভাবে ভর্তি পরীক্ষা গ্রহণসহ সকল কিছু তারা নিজেরা পরিচালনা করবে। এ লক্ষেই অল্প কিছুদিনের মধ্যে তারা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ প্রকাশ করবে। যারা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তারা এখানে আবেদন করার নিয়ম সহ সকল তথ্য সহজেই জানতে পারবেন।
গুরুত্বপূর্ন সময় এবং বিষয় সমূহ |
---|
০৪ ডিসেম্বর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আবেদন শুরু হয়েছে । নিচের লিংক থেকে আবেদন করুন। |
কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য তাদের ভর্তি পরীক্ষা নিবে মোট ৫০০ নম্বরের উপর। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি কাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আর এ তিন ঘণ্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে যারা বি.আর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদের লিখিত পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আরো দেখুন: কুয়েট প্রশ্ন ব্যাংক দেখে নিন
কুয়েটে আবেদনের যোগ্যতা
কুয়েটে আবেদন করার জন্য একজন আবেদনকারীর যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন নিম্নে তা তুলে ধরা হল। ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এ ছাড়াও ২০২১ বা ২০২২ সালে এসএসসি বা সমমান ও ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
- প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ হতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে ।
- আবেদন কারীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী এ চার বিষয়ে কমপক্ষে মোট জিপি ১৮.০০ পেয়ে পাশ হতে হবে । আর বিদেশী শিক্ষা বোর্ড থেকে উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে ।
- বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীব বিজ্ঞানে কমপক্ষে জিপি ৪.০০ পেতে হবে ।
- আবেদন কারী যদি GCE ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল থেকে পাশ করে তাহলে GCE ‘O’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘B” গ্রেড পেয়ে পাশ করতে হবে আর GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে। তবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE ‘A’ লেভেল পরীক্ষায় জীব বিজ্ঞানে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ করতে হবে।
কুয়েট ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
পরীক্ষা ৩ ঘন্টা সময়কাল ধরে অনুষ্ঠিত হবে এবং ৪ টি বিষয় থেকে প্রশ্ন সেট করা হবে এগুলি পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এবং ইংরেজি। পরীক্ষার জন্য মোট নম্বর ৫০০। পরীক্ষার ধরণটি লিখিত।
বিষয় | প্রশ্ন সংখ্যা | মোট নম্বর | সর্বমোট নম্বর
|
গণিত | ১৫ | ১৫০ | ৫০০ |
পদার্থবিদ্যা | ১৫ | ১৫০ | |
রসায়ন | ১৫ | ১৫০ | |
ইংরেজী | ১০ | ৫০ | |
মুক্তহস্ত অংকন (বি. আর্ক) | ৪ | ১০০ | ১০০ |
কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ পিডিএফ
এবার কুয়েটে ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জনকে ভর্তি করা হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট সর্বোচ্চ ২০০০০ পরীক্ষার্থীকে সুযোগ দেয়া হবে। আগে কুয়েট ইঞ্জিনিয়ারিং গুচ্ছভুক্ত থাকলেও এবার এককভাবে কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করে এককভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করবে। যেহেতু জানুয়ারীতেই ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করে দিবে তাই আশা করা যায় খুব শীঘ্রই কুয়েট এডমিশন নোটিশ প্রকাশিত হবে।
আবেদন ফি
গ্রুপ
|
বিভাগ
|
ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি (সার্ভিস চার্জ ব্যতীত)
|
ক
|
ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি
|
১১০০/- |
খ | ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচার
|
১২০০/- |
কুয়েট আবেদন প্রদ্ধতি
আজ ০৪ ডিসেম্বর ২০২৪ হতে কুয়েটের আবেদন শুরু হবে নিচে আমরা আবেদন পদ্ধতি তুলে ধরেছি।
- প্রথমে কুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আর ওয়েবসাইটি হল-adm.kuet.ac.bd
- এবার সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আদেন ফরম ফিলাপ করতে হবে।
- এখন Submit বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করুন।
কুয়েট ভর্তি পরীক্ষার মোট আসন সংখ্যা
২০২৪-২৫ তে ভর্তি পরীক্ষার জন্য ১০৬৫ টি আসনের সমন্বয়ে ৩ টি অনুষদের অধীনে ১৬ টি বিভাগ/বিষয় রয়েছে। তাদের আসন সংখ্যা গুলো নিম্নরূপ,
সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ
- সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) -১২০
- আরবান এন্ড রিজিওনাল প্লানিং (URP) – ৬০
- বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) – ৬০
- আর্কিটেকচার (Arch) – ৪০
বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন প্রকৌশল অনুষদ
- ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) – ১২০
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) – ১২০
- ইলেকট্রনিক্স এবং যোগাযোগ ইঞ্জিনিয়ারিং (ECE) – ৬০
- বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং (BME) – ৩০
- ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (MSE)-৬০
মেকানিকাল ইঞ্জিনিয়ারিং অনুষদ
- মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (ME) – ১২০
- শিল্প ও উত্পাদন প্রকৌশল (IPE) – ৬০
- চামড়া প্রকৌশল (LE) – ৬০
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (TE) – ৬০
- শক্তি বিজ্ঞান ও প্রকৌশল (ESE) -৩০
- রাসায়নিক প্রকৌশল (ChE) – ৩০
- মেচাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) – ৩০
ভর্তি পরীক্ষার সহায়তা লাইন
কুয়েট ভর্তি পরীক্ষার যে কোন সমস্যায় আপনি কুয়েট ভর্তি পরীক্ষা হেল্পলাইনে সাহায্যের জন্য কল করতে পারেন। আপনি আপনার সমস্যার সমাধান পাবেন। আপনাকে কেবল 01799273655 (সকাল 9.00 টা থেকে 05:00 pm) এ কল করতে হবে বা আপনি [email protected] এ মেইল করতে পারেন ..
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন । আমরা আপনাদের জন্য নতুন কোন কিছু নিয়ে আবার হাজির হব।