বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এফ ইউনিট ভর্তির বিস্তারিত তথ্য

আইন অনুষদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন অনুষদ সম্পর্কিত ইউনিট হল ”এফ ইউনিট” । জাবি ই ইউনিট এর অধীনে আইন ও বিচার বিভাগ রয়েছে । নূন্যতম যোগ্যতা থাকলেই এফ ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া যায় তবে প্রতিটি বিভাগে ভর্তির জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন হয় । আজকে আমরা জাবি এফ ইউনিটের বিস্তারিত আলোচনা করব।

গুরুত্বপূর্ণ তথ্যাবলী
মোট আসন সংখ্যা : ৬০ টি

মোট বিভাগ : ১ টি

প্রযোজ্য বিভাগ : বিজ্ঞান , ব্যবসায় ও মানবিক

ভর্তি বিজ্ঞপ্তি লিঙ্ক

আবেদনের নূন্যতম যোগ্যতা

  • ২০১৭ সাল ও এর পরবর্তী সালে এসএসসি ও সমমান পরীক্ষায় এবং ২০১৯ ও ২০২০ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় ‍উত্তীর্ণরা আবদেন করতে পারবেন ।
  • ভর্তি পরীক্ষার আবেদনের জন্য  মাধ্যমিক (এসএসসি)  ও উচ্চমাধ্যমিক (এইচএসসি ) উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার বিষয় ও মানবন্টন

আইন অনুষদ বা এফ ইউনিট ভর্তি পরীক্ষায় সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবেন । ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০ । যার মধ্যে ৮০ নম্বর এমসিকিউ লিখিত পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসির জিপিএর উপর ২০ নম্বর ।

বিষয়ের নাম নম্বর
বাংলা ২৫
ইংরেজী ২৫
সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা ৩০
লিখিত পরীক্ষা নম্বর ৮০
জিপিএ নম্বর  এসএসসি জিপিএ x ১.৫ ২০
এইচএসসি জিপিএ x ২.৫
মোট ১০০
  • ভর্তি পরীক্ষার সময় – ১ ঘন্টা
  • প্রতিটি প্রশ্নের মান- ১ নম্বর
  • প্রতিটা প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২০ করে কেটে নেওয়া হবে এবং পাশ মার্ক ২৭।
  • কোন বিষয়ে আলাদা ভাবে পাশ করতে হবেনা।

বিভাগ ভিত্তিক ভর্তির যোগ্যতা

আইন ও বিচার ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মোট জিপিএ ৮.৫০

খ) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা/মানবিক/সমমানের পরীক্ষা: মোট জিপিএ ৮.০০

বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড

 


সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!