এসএসসিস্কলারশীপ

এসএসসি ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন ২০২২

এসএসসি ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন ২০২২। ডিবিবিএল এস এস সি বৃত্তির সার্কুলার dutchbanglabank.com/DBBLScholarship/ এই ঠিকানায় প্রকাশ করা হয়। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা নিন্মে ‍উল্লেখিত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন । ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল । ইংরেজীতে দেখুন

এসএসসি ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন ২০২২

২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের ডাচ্-বাংলা ব্যাংক বৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২২ সালে এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে ।

টাইমলাইন
আবেদন শুরুর তারিখ : ৩০ নভেম্বর ২০২২

আবেদনের শেষ তারিখ : ২৫ ডিসেম্বর ২০২২

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২

কাগজপত্রের সত্যতা যাচাই * : ০১ থেকে ১৯ জানুয়ারী ২০২৩

প্রাথমিক ফলাফল প্রকাশ : পরে জানানো হবে

[adinserter name=”Rectangular ad”]

* প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডিবিবিএল এর ওয়েবসাইট থেকে Primary Selection Letter এবং প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত থাকতে হবে ।

ডাচ্-বাংলা ব্যাংক বৃত্তি জন্য আবেদনের যোগ্যতা

২০২২ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় নিন্মোক্ত ফলাফলধারীরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ।

শিক্ষার স্তর ন্যূনতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য
শিক্ষার স্তর সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামীণ/অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান
এস.এস.সি. অথবা সমমান ৫.০০ ৫.০০ ৪.৮৩

ডাচ্-বাংলা ব্যাংক বৃত্তির পরিমাণ ও সময়কাল

ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা পাঠ্য উপকরণের ও পোষাক পরিচ্ছদের জন্য বার্ষিক অনুদান পাবেন ।

শিক্ষার স্তর সময়কাল

মাসিক বৃত্তি

(টাকা)

বার্ষিক অনুদান (টাকা)
পাঠ্য উপকরণের জন্য পোষাক পরিচ্ছদের জন্য
এইচ.এস.সি. ২ বছর ২,০০০/- ২,৫০০/- ১,০০০/-

[adinserter name=”article ad”]

ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি নোটিশ

DBBL Scholarship SSC-2022

আরও পড়ুন: একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বই ডাউনলোড করুন

বৃত্তির অন্যান্য নীতিমালা:

    • যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
    • গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত | থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে ।
    • 2022 সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে app.dutchbanglabank.com/DBBLscholarship -এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে:

– আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি

– আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি

– এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি

  • চূড়ান্ত ফলাফল প্রকাশ: পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে ।।
  • সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোন আবেদন গ্রহনযোগ্য হবে না।।

প্রাথমিক ফলাফল

এসএসসি ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির প্রাথমিক ফলাফল দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে ।

[adinserter name=”responsive”]


এসএসসি ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি কোন প্রশ্ন থাকলে আমাদের ফেজবুক পেজ বা গ্রুপের মাধ্যমে তা আমাদের জানাতে পারেন ।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button