জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি । ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি । জাবি ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদনকারীদের অনলাইনে তাদের আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি আবেদন সম্পর্কে বিস্তারিত জেনে নিই ।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি (পাস) ভর্তি বিজ্ঞপ্তি 08 নভেম্বর 2021 প্রকাশিত হয়েছে। আপনি যদি ডিগ্রি ভর্তি তথ্য সন্ধানকারী হন তবে এই পোস্টটি আপনার জন্য ।
ডিগ্রি ভর্তি গুরুত্বপূর্ণ তথ্য |
---|
অনলাইন আবেদন শুরু: 14 নভেম্বর 2021 অনলাইন আবেদনের শেষ তারিখ: 30 নভেম্বর 2021 আবেদনের ফি: 250 টাকা ওরিয়েন্টেশন ক্লাস: 20 ডিসেম্বর 2021 |
ডিগ্রির আবেদনের করার ন্যূনতম যোগ্যতা
* SSC পাশের সাল ২০১৬/১৭/১৮
* HSC পাশের সাল ২০১৮/১৯/২০
*ন্যুনতম জিপিএ ২.০০ পয়েন্ট পাওয়া লাগবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতে
*কোন ধরনের ভর্তি পরিক্ষা অংশগ্রহন করতে হবে না।
*শুধুমাত্র SSC ও HSC রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
*HSC পরীক্ষার রেজাল্টে উপর ৬০% এবং SSC পরীক্ষার রেজাল্টে উপর এর ৪০% মার্ক ধার্য করা হবে।
*দুইটি মেধাতালিকা প্রকাশ করা হবে , এরপর দুইটা রিলিজ স্লিপ প্রকাশিত হবে..
ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- * ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
- * আবেদনকারীর ফোন নম্বর
- * SSC ও HSC পরীক্ষার রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর
- * অনলাইনে মাধ্যমে আবেদন করার পর একটি ফরম দিবে সেটা প্রিন্ট করতে হবে..
ভর্তিচ্ছু কলেজে যেসকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে
- আবেদন ফরম (অবশ্যই স্বাক্ষর করে দিতে হবে)
- ২৫০ টাকা
- পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত)
- SSC ও HSC মার্কশীট এর ফটোকপি (সত্যায়িত)
- SSC ও HSC রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি (সত্যায়িত)
- কলেজ আবেদন গ্রহণ করার পর আবেদন ফরমের নিচের অংশ আবেদনকারীকে দিয়ে দেওয়া হবে..
ভর্তি বিষয়ক আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- *http://www.admissions.nu.edu.bd/ এই লিংক থেকে আবেদন করতে হবে ।
- *আবেদনের সময় ছবিটি আপনার কিনা সেটা পরীক্ষা করে নিন । নতুবা এটার জন্য আপনার আবেদন বাতিল হতে পারে।
- * আবেদনকারী একবারই আবেদন বাতিল ও ছবি পরিবর্তনের সুযাগ পাবে ।
- *অনলাইনে আবেদন না করলে কোনভাবেই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না ।
- *আবেদনকারী তার ফোনে SMS না পেলে বুঝতে হবে আপনার ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়নি। সেক্ষেত্রে আপনাকে কলেজে যোগাযোগ করতে হবে।
- *SMS এর মাধ্যমে ফলাফল দেখতে (nu<space>atdg<space>rollno টাইপ করে 16222 নাম্বারে Send করতে হবে অথবা কলেজ থেকে ফলাফল দেখেতে পারবেন ।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ফলাফল সংক্রান্ত সকল তথ্য আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরির আবেদন বিজ্ঞপ্তি সম্পর্কিত নোটিশ আমরা প্রতিনিয়ত প্রকাশ করে থাকি। নতুন সকল তথ্যের সাথে আপডেট থাকতে আমাদের Admissionwar ওয়েবসাইটে প্রতিনিয়ত চোখ রাখুন।