নার্সিং

নার্সিং ভর্তি বিষয়ক কিছু সাধারন প্রশ্ন ও উত্তর ।

নার্সিং ও মিডওয়াইফারি তে চান্স প্রাপ্তদের অভিন্দন । যারা চান্স পেয়েছেন তাদের মনে হাজারো প্রশ্ন ঘূর্ণিপাক খাচ্ছে । ইন্টারনেট ঘেটে উত্তর না পেয়ে  ফেজবুকের বিভিন্ন পেজে আপনার প্রশ্ন লিখে পাঠাচ্ছেন । কিন্ত কোন উত্তর আসছে না । তাই আজকে আমরা নিয়ে এসেছি এমন কিছু প্রশ্নের উত্তর যা কিনা আপনি মনে মনে খুজছেন । তাহলে আর দেরি কেন দেখে নেওয়া যাক প্রশ্ন ও উত্তরগুলো ।

প্রশ্ন: আমার নার্সিংয়ে মেরিট লিস্টে নাম এসেছে, আমি কবে ভর্তি হতে পারব?

উত্তর: মেধা তালিকায় চান্স প্রাপ্তরা আগামী  ……. ইং থেকে ৩…….ইং তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম  সম্পন্ন করতে পারবেন ।

প্রশ্ন: ভর্তির সময় কি কি কাগজ পত্র সাথে আনতে হবে ?

→ এসএসসি ও এইচএসসির মূল সনদপত্র ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট)
→ ৬ কপি সত্যায়িত ছবি (পাসপোর্ট সাইজ)
→ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
→ মূল নাগরিক সনদপত্র

প্রত্যেকটি সনদপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) এর চার কপি করে সত্যায়িত কপি।


প্রশ্ন: এসব ছাড়াও কি আরো কোন কাগজপত্র লাগবে ?

উত্তর: হ্যাঁ লাগবে , নাগরিক সনদপত্র, জন্মসনদপত্রের  চার কপি করে সত্যায়িত কপি। সাথে অবশ্যই অভিভাবকের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি রাখবেন । কারন কোন কোন প্রতিষ্ঠান চেয়ে বসতে পারে।

প্রশ্ন: ভর্তির হতে কত টাকা লাগতে পারে ?

উত্তর: সব প্রতিষ্ঠানের ভর্তি ফি সমান নয় । তবে সর্বোচ্চ ১৫ থেকে ১৬ হাজার টাকার মত লাগবে । কারণ কিছু প্রতিষ্ঠান ভর্তির সময় পুরো কোর্স ফি নিয়ে নেয় আবার কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পরপর কোর্স ফি নেয় ।

প্রশ্ন: ভর্তির জন্য কোথায় এবং কিভাবে  স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে?

উত্তর:  যেদিন ভর্তি হতে আসবেন  সেদিনই  স্বাস্থ্য পরীক্ষা করানো হবে । স্বাস্থ্য পরীক্ষা করাতে কিছু সময় লাগে । তাই আগে থেকে যথেষ্ঠ সময় নিয়ে আসবেন ।


স্বাস্থ্য পরীক্ষা যেসব টেস্ট গুলো করানো হয় –

→ X-ray Chest P/A view

→ HBs (Ag)

→ Hb%

→ Blood grouping

→  Urine R/M/E


প্রশ্ন: যারা ২০১৮ সালে এইচএসসি পাস করেছে, তাদের কাছে তো এইচএসসির মূল সনদপত্র নাই তাহলে তারা কি করবে ?

উত্তর: আপনি আপনার সংশ্লিষ্ট বোর্ড থেকে সাময়িক সনদপত্র তুলতে পারবেন  এবং ভর্তির সময় তা দিয়ে কাজ চালাতে পারবেন ।

প্রশ্ন: যারা ওয়েটিং লিষ্ট এ আছে   তারা কি ভর্তি হতে পারবে?

উত্তর: যদি ভর্তি সম্পন্ন হওয়ার পরও আসন শূন্য থাকে তাহলে আনুমানিক ৫/৬ জানুয়ারির দিকে ওয়েটিং লিষ্ট  রেজাল্ট  প্রকাশ করা হবে ।

বাংলাদেশের নার্সিং ইনস্টিটিউট/ কলেজ ও মিডওয়াইফারি ইনস্টিটিউটের তালিকা ডাউনলোড করুন

নার্সিং ভর্তি বিষয়ে আরো কোন প্রশ্ন থাকলে আমদের ফেজবুক পেজ এবং  গ্রুপে যোগ দিন । আমাদরে এডমিনগন আপনার প্রশ্নে উত্তর দিতে যথাযথ চেষ্ঠা করবে ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!