চাকরির নিয়োগ

ফায়ার সার্ভিস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ ( পদ সংখ্যা ৬০০)

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮  প্রকাশিত হয়েছে।  বাংলাদেশ ফায়ার সার্ভিস নতুন চাকরি বিজ্ঞপ্তি 2018 টি  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট  www.fireservice.gov.bd এ প্রকাশ করা হয় ।  রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে ‘ফায়ারম্যান’ পদে ৫৫৫ জন সহ মোট ৬০০ জনকে  নিয়োগ দেওয়া হবে । ফায়ার সার্ভিস নতুন চাকরি বিজ্ঞপ্তি ২০১৮ সম্পর্কে বিস্তারিত জানব ।

 ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮( পদ সংখ্যা ৬০০)

আবেদনপত্র  শুরু : ০৯/১২/১৮ সকাল ১০:০০ টা

আবেদনে শেষ সময় : ১৪/১২/২০১৮, বিকাল ০৫:০০ টা

পদসংখ্যা : ৬০০

আবেদন ফি : ৫৬ টাকা (টেলিটকের মাধ্যমে পরিশোধেযোগ্য)

পদের নাম ও সংখ্যা ও যোগ্যতা

ক্র. নং পদের নাম পদসংখ্যা ন্যূনতম শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সকল জেলা
1. ফায়ারম্যান (পুরুষ)

৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)

৫৫৫ টি ক)স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড হতে কমপক্ষে মাধ্যমিক স্কুল

সার্টিফিকেট অথবা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

খ) শারীরিক যােগ্যতাঃ

উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি ন্যূনতম

বুকঃ ৩২ ইঞ্চি

গ) শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে

ডুবুরি (পুরুষ)

৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)

১১ টি
নার্সিং এ্যাটেনডেন্ট (পুরুষ)

৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)

৩৪ টি

 

অনলাইনে  আবেদন প্রক্রিয়া

ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

খ.  Online আবেদনপত্রে প্রার্থী তীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সবাের্চ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ সবাের্ড ৬০ kb এর মধ্যে হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই প্রদানকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

আবেদনের আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিত ভালভাবে পড়ুন ।

বাংলাদেশ ফায়ার সার্ভিস সার্কুলার ২০১৮


 

 

সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের ফেইজবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।

admissionwar-fb-page

aw-fb-group

 

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button