ফায়ার সার্ভিস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ ( পদ সংখ্যা ৬০০)

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস নতুন চাকরি বিজ্ঞপ্তি 2018 টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট www.fireservice.gov.bd এ প্রকাশ করা হয় । রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে ‘ফায়ারম্যান’ পদে ৫৫৫ জন সহ মোট ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে । ফায়ার সার্ভিস নতুন চাকরি বিজ্ঞপ্তি ২০১৮ সম্পর্কে বিস্তারিত জানব ।
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮( পদ সংখ্যা ৬০০)
আবেদনপত্র শুরু : ০৯/১২/১৮ সকাল ১০:০০ টা
আবেদনে শেষ সময় : ১৪/১২/২০১৮, বিকাল ০৫:০০ টা
পদসংখ্যা : ৬০০
আবেদন ফি : ৫৬ টাকা (টেলিটকের মাধ্যমে পরিশোধেযোগ্য)
পদের নাম ও সংখ্যা ও যোগ্যতা
ক্র. নং | পদের নাম | পদসংখ্যা | ন্যূনতম শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা | সকল জেলা |
1. | ফায়ারম্যান (পুরুষ)
৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮) |
৫৫৫ টি | ক)স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড হতে কমপক্ষে মাধ্যমিক স্কুল
সার্টিফিকেট অথবা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) শারীরিক যােগ্যতাঃ উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি ন্যূনতম বুকঃ ৩২ ইঞ্চি গ) শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে |
|
ডুবুরি (পুরুষ)
৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮) |
১১ টি | |||
নার্সিং এ্যাটেনডেন্ট (পুরুষ)
৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮) |
৩৪ টি |
অনলাইনে আবেদন প্রক্রিয়া
ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সবাের্চ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ সবাের্ড ৬০ kb এর মধ্যে হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই প্রদানকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
আবেদনের আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিত ভালভাবে পড়ুন ।
বাংলাদেশ ফায়ার সার্ভিস সার্কুলার ২০১৮
সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের ফেইজবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।