এইচএসসি বাংলা ২য় পত্রের প্রশ্ন ও সমাধান ২০১৯।

এইচএসসি ২০১৯ সালের বাংলা দ্বিতীয় পত্রের সমাধান নিচে দেওয়া হল।
এইচএসসি ২০১৯ সালের বাংলা ১ম পত্রের সমাধান
ঢাকা বোর্ড বাংলা ২য় পত্রের প্রশ্ন ও সমাধান ২০১৯
- ১ নং প্রশ্নের উত্তর(শুদ্ধ উচ্চারণ )
০১| অতীত→ওতি্ত
০২| শ্রম→স্রোম
০৩| স্বাগত→শাগ্ তো
০৪| আবৃত্তি→আবৃত্ তি
০৫| উদ্যোগ→উদ্ জোগ্
০৬| দীনবন্ধু→দিনোবোন্ ধু
০৭| বিজ্ঞান→বিগগ্যাঁন
০৮| ঐশ্বর্যবান→ঐশশোর্ জোবান্
- ২ নং প্রশ্নের উত্তর(শুদ্ধ বানান লেখ:)
০১| অতিথী_____অতিথি
০২| মনোপুত____মনঃপুত
০৩| আবিস্কার___আবিষ্কার
০৪| পৈত্রিক_____পৈতৃক
০৫| আকাংখা___আকাঙ্ক্ষা
০৬| স্বরস্বতী____সরস্বতী
০৭| বিভিষিকা___বিভীষিকা
০৮| বুদ্ধিজিবী___বুদ্ধিজীবী
- ৩ নং প্রশ্নের উত্তর (ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ)
০১| মিটমিট____ক্রিয়াবিশেষণ
০২| ক্ষুদ্র_______বিশেষণ
০৩| নাচিতেছে__ক্রিয়াপদ
০৪| হুঁকা_______বিশেষ্য
০৫| তবে_______যোজক
- ৪ নং প্রশ্নের উত্তর(সমাস নির্ণয়)
০১|চিরসুখী→চিরকাল ব্যাপিয়া সুখি→২য়া তৎপুরুষ
০২|পলান্ন→পল মিশ্রিত অন্ন→মধ্যপদলোপী কর্মধারয়
০৩|বিশালাক্ষী→বিশাল অক্ষী যার→বহুব্রীহি
০৪|দেশান্তর→অন্য দেশ→নিত্য সমাস
০৫|সাত-সতের→সাত ও সতের
০৬|যথাবিধি→বিধিকে অতিক্রম না করে→অব্যয়ীভাব
০৭|সপ্তর্ষি→সপ্ত ঋষির সমাহার→দ্বিগু
০৮|মুখচন্দ্র→চন্দ্র মুখের ন্যায়→উপমিত কর্মধারয়
- ৫ নং প্রশ্নের উত্তর(বাক্যান্তর)
I) জাদুঘর আমাদের আনন্দ দেয়না কি?
ii)ধনীর কন্যা তার অপছন্দ
iii)যে-ই আমরা পৌঁছে খবর পেলাম সে-ই জাহাজ ছেড়ে চলে গেছে।
iv)দেশপ্রেমিকরাই দেশকে ভালোবাসে।
v)এ কথা অস্বীকার করার কিছু নেই/এ কথা স্বীকার না করে পারে না।
vi)ইশ্/হায়/ওহ্! সর্বদা তার মনে কি কষ্ট।
বা সর্বদা তার মনে কী কষ্ট!
vii)জীবে দয়া করো।
viii)সূর্য উঠে এবং অন্ধকার দূর হয়।
→সমাধানে রমজান স্যার
- ৬ নং প্রশ্নের উত্তর ( অপপ্রয়োগ শুদ্ধ করা)
I) মেয়েটি বেশ বুদ্ধিমতী
ii) সব পাখি উড়ে গেল বা পাখিরা উড়ে গেল।
iii)”গীতাঞ্জলি”রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
iv)তার দুচোখ “”অশ্রুতে” ভেসে গেল।
v)অধ্যক্ষ সাহেব “সপরিবারে” কক্সবাজারের বেড়াতে গেছেন।
vi)”বিদ্বানকে” সকলে শ্রদ্ধা করে।
vii)”তারা” মাঠে খেলা করছে
viii)দরিদ্রতা/দীনতা আমাদের অভিশাপ।
- ৭ নং প্রশ্নের উত্তর (পারিভাষিক রূপ)
০১|Audio____শ্রুতি
০২|Bulletin___জ্ঞানপত্র বা বুলেটিন
০৩|Dialect____উপভাষা
০৪|Urban_____পৌরসভা
০৫|Eye-witness___প্রত্যক্ষদর্শী
০৬|Fiction_____কথা সাহিত্যিক
০৭|Skull______করোটি
০৮|Leap-year_____অধিবর্ষ
০৯|Para_________অনুচ্ছেদ
১০|Custom______শুল্ক
১১|Interpreter_____অনুবাদক/দুভাষী
১২| Republic_____প্রজাতন্ত্র
১৩|Principle_____নীতি
১৪|Nursery______শিশুসালা
১৫|Vision_______লক্ষ্য