ফলাফল

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৪ পিডিএফ

৪৬ তম বিসিএস রেজাল্ট ২০২৪ । ২০২৪ সালে অনুষ্ঠিত ৪৬ বিসিএস প্রিলিমিনারি ফলাফল  বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd নোটিশ আকারে প্রকাশ করা হয় । আজকে ৪৬ তম বিসিএস প্রিলি রেজাল্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।

৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৪

৪৬ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০২৩ সালের ৩০ নভেম্বর ।  বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে (ক্যাডার ও নন ক্যাডার) ৩১৪০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছিল ১০ ডিসেম্বর ২০২৩ যা প্রায় ২১ দিনের মত স্থায়ী হয়ে ৩১ ডিসেম্বর ২০২৩ শেষ হয়ে গিয়েছিল। পিএসসির একাধিক সদস্যর তথ্য মতে, বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর  প্রায় ৩ লাখ ২৫ হাজার ৬০৮টি আবেদন জমা পড়েছিল। যাইহোক ৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৪ প্রকাশিত হওয়ার কথা ৯ জুন ২০২৪ তারিখে যদি এই দিনে রেজাল্ট প্রকাশিত হয় তাহলে এটি হবে পিএসসির ফল প্রকাশের নতুন রেকর্ড। কেননা  ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ২৬ এপ্রিল ২০২৪ সকাল ১০টায় শুরু হয়ে  শেষ হয় বেলা ১২টায়। হিসেব করলে দেখা যায় তের দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হচ্ছে।

যদিও আবেদন জমা পড়েছিল  ৩ লাখ ৩৮ হাজার কিন্তু প্রিলিমিনারিতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করার পর এসব প্রার্থী এখন MCQ বা এমসিকিউ রেজাল্ট হাতে পাওয়ার আশা করছে।

৪৬ বিসিএস  রেজাল্ট ২০২৪

৪৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয় ।  বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট আজ ০৯ মে ২০২৪ (বৃহস্পতিবার)  বেলা ২ ঘটিকায় বিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন সহজেই বা দ্রুত সময়ের মধ্যে কোন প্রকারের সার্ভার লোড ছাড়া ৪৬ বিসিএস  রেজাল্ট ২০২৪ টি দেখতে পারেন তাই আমাদের এ আয়োজন।
৪৬তম বিসিএস রেজাল্ট ২০২৪ ও bpsc.teletalk.com.bd bcs result 2024 প্রকাশিত হওয়ার সাথে সাথে নিচে আমাদের দেখানো পন্থায় খুব সহজেই একজন প্রার্থী ফলাফল বের করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। নিচে অনলাইন ও এসএমএস উভয় প্রক্রিয়াই দেখানো হল।
bpsc-f

অনলাইনে ফলাফল দেখার নিয়ম

বিসিএস ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর ওয়েবসাইটে প্রকাশ করা হলেও অনেক সময় সাইটের ডিজাইনের কারনে বা অতিরিক্ত লোডের কারণে রেজাল্ট দেখতে সমস্যা হয় । তাই নিচের পদ্ধতিটি ভালভোবে খেয়াল করুন ।

  • প্রথমেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর ওয়েবসাইট www.bpsc.gov.bd এ প্রবেশ করুন ।
  • হোমপেজের নিচের দিকে “পরীক্ষাসমূহের নোটিশ ও ফলাফল” এই অংশটি খুজে বের করুন ।
  • এখান থেকে “বিসিএস পরীক্ষা” তে ক্লিক করুন ।
  • এই পেজে আপনি বিসিএস পরীক্ষা সম্পর্কিত সকল ফলাফল দেখতে পারবেন ।
  • এই পেজ থেকে “৪৪ তম বিসিএস এর প্রিলিমিনারি ফলাফল “ ফাইলটি ডাউনলোড করুন ।
  • পিডিএফ ফাইলটি ওপেন করে আপনার রোল নাম্বারটি খুজে বের করুন ।

Final-Press-realise-preli-46-BCS-page-0001
Final-Press-realise-preli-46-BCS-page-0002


Final-Press-realise-preli-46-BCS-page-0003
Final-Press-realise-preli-46-BCS-page-0004
Final-Press-realise-preli-46-BCS-page-0005
Final-Press-realise-preli-46-BCS-page-0006
Final-Press-realise-preli-46-BCS-page-0007

Final-Press-realise-preli-46-BCS-page-0008
Final-Press-realise-preli-46-BCS-page-0009
Final-Press-realise-preli-46-BCS-page-0010
Final-Press-realise-preli-46-BCS-page-0011
Final-Press-realise-preli-46-BCS-page-0012

Final-Press-realise-preli-46-BCS-page-0013
Final-Press-realise-preli-46-BCS-page-0014
Final-Press-realise-preli-46-BCS-page-0015
Final-Press-realise-preli-46-BCS-page-0016

Final-Press-realise-preli-46-BCS-page-0017
Final-Press-realise-preli-46-BCS-page-0018
Final-Press-realise-preli-46-BCS-page-0019

এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার নিয়ম

৪৬ বিসিএস ফলাফল এসএমএসের মাধ্যমে জানতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন PSC <স্পেস> 46 <স্পেস>Registration number  এবং বার্তাটি  পাঠিয়ে দিন 16222 নাম্বারে ।
উদাহরণ : PSC 46 654132

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষা সম্পর্কে ধারণা নেওয়া উচিত । নিচে বিসিএস লিখিত পরীক্ষার কিছু সাধারণ বিষয় নিয়ে আলাচনা করা হল –

 লিখিত পরীক্ষার তারিখ

বিসিএস লিখিত পরীক্ষার তারিখ খুব শীঘ্রই পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে । আশা করা যায় যে, লিখিত পরীক্ষার ৩ মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে ।

 লিখিত পরীক্ষার সিলেবাস 

বিসিএস-এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট-এ পাওয়া যাবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণ কমিশনের ওয়েবসাইট থেকে তাদের
আবশ্যিক এবং পদ-সংশ্লিষ্ট (post related) বিষয়ের লিখিত পরীক্ষার সিলেবাস ডাউনলােড করে সংগ্রহ করতে পারবেন।

লিখিত পরীক্ষার সময়, মানবণ্টন এবং মৌখিক পরীক্ষার নম্বর

  • ২০০ (দুইশত) নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় হবে ৪ (চার) ঘণ্টা এবং ১০০ (একশত) নম্বরের প্রতিটি
    বিষয়ের লিখিত পরীক্ষার সময় হবে ৩ (তিন) ঘন্টা।
  • প্রার্থীদের জন্য সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা আবশ্যিক ।
  • লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর হবে ৫০% । লিখিত পরীক্ষায় কোনাে প্রার্থী কোনাে বিষয়ে ৩০% নম্বরের কম পেলে তিনি উক্ত বিষয়ে কোনাে নম্বর পাননি বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে BCS Application Form (applicant’s copy) জমাদানকারীদের মধ্যে substantive ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল
    হয়নি এমন প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যােগ্য হবেন।
  • মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ২০০ এবং পাস নম্বর ১০০। লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে পাস করতে হবে।
  • সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের সঙ্গে কারিগরি ক্যাডার এবং শুধু কারিগরি ক্যাডারের জন্য পছন্দ দানকারী প্রার্থীর বেলায় সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়ে ২০০ নম্বরের ৪ ঘন্টা সময়ের একটি একক বিষয়ের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
  • প্রিলিমিনারি টেস্ট এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনােরূপ কাটাকাটি করলে অথবা ভুল বৃত্তে দাগ দিলে বা ফ্লুইড ব্যবহার করলে প্রার্থিতা বাতিল হবে।

বিসিএস সম্পর্কে আরো অন্যান্য আপডেট পেতে আমাদের ফেজবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!