
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬। আর্মি মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার তাদের ভর্তি বিষয়ক ওয়েবসাইট afmc.teletalk.com.bd ও afmc.edu.bd তে প্রকাশ করা হবে । আজকে আমরা আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করব ।
আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি প্রতিষ্ঠান। আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ এর দুইটি ক্যাটাগরী, এএমসি (আর্মি মেডিক্যাল কোর) ক্যাডেট ও এএফএমসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বেসরকারি ০৫ (পাঁচ) টি আর্মি মেডিক্যাল কলেজসমূহে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে করতে হবে।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন
| ভর্তি টাইমলাইন |
|---|
| আবেদন শুরুঃ ১২ নভেম্বর, ২০২৫
আবেদন শেষঃ ২৪ নভেম্বর, ২০২৫ ভর্তি পরীক্ষাঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ প্রবেশ পত্র ডাউনলোড: আবেদন ফি : ১০০০/- আবেদন লিংক : afmc.teletalk.com.bd |
আরও পড়ুন: ঢাবি ও মেডিকেল সহ সকল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী প্রশ্নের ব্যখ্যা সহ সমাধান ও প্রশ্ন এনালাইসিস
আবেদনের ন্যূনতম যোগ্যতা
- এসএসসি/সমমান পাশঃ ২০২২ অথবা ২০২৩
- এইচএসসি/সমমান পাশঃ ২০২৪ অথবা ২০২৫
- ভর্তিচ্ছু প্রার্থী কে অবশ্যই এইচএসসি ও এসএসসি দুই পরীক্ষায় মোট জিপিএ ০৮.৫০ পেয়ে পাশ করতে হবে।
- এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০ পয়েন্ট এর কম থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।
- প্রার্থীকে এসএসসি/ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন থাকতে হবে।
- সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮.০০ গ্রহণযোগ্য হবে। জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষার একটিতে গ্রেড পয়েন্ট ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না।
- এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী ০৩ (তিন) বছরের মধ্যে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় পাশ হতে হবে। ২০২২ সালের পূর্বে এসএসসি/ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে না।
- সকলের ক্ষেত্রে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
শারীরিক যোগ্যতা
প্রার্থীকে মেডিক্যাল বোর্ড এর দ্বারা স্বাস্থ্য পরীক্ষায় উন্নীত হতে হবে ।
আর্মি মেডিক্যাল ক্যাটাগরির জন্যঃ
- উচ্চতা – স্বাভাবিক (বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ)।
- ওজন – Body Mass Index(BMI) অনুযায়ী (+২০ পাউন্ড পর্যন্ত শিথিলযোগ্য)।
- ডোপ টেস্টে নেগেটিভ হতে হবে (এএফআইপি হতে সংগ্রহ করতে হবে)।
- দৃষ্টি শক্তি – ৬/৬ (চশমাসহ +৩.৫ ডি এবং সিলিন্ড্রিকেল পাওয়ার +১.৫ ডি এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে)। Colour Blindness অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- Gross Physical Deformity ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রার্থীগণ অযোগ্য হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট প্রার্থী পূর্বে কোনো মানসিক, সংক্রামক/দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল না মর্মে অভিভাবক কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে।
অন্যান্য যোগ্যতা
- প্রার্থীদেরকে বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
- ০১ জুলাই, ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ২০ বৎসরের মধ্যে হতে হবে।
ভর্তি পরীক্ষা পদ্ধতি
লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন
| পরীক্ষার বিষয় | নম্বর |
| পদার্থবিদ্যা | ২০ |
| রসায়নবিদ্যা | ২৫ |
| জীববিজ্ঞান | ৩০ |
| ইংরেজী | ১৫ |
| সাধারন জ্ঞান (বাংলাদেশের ও আন্তর্জাতিক বিষয়াবলি ) | ১০ |
- লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে
- লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে।
- লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন।
- শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভূক্ত করা হবে।
প্রার্থী মূল্যায়ন পদ্ধতি
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে :
| এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১০ গুন | ৫০ নম্বর (সর্বোচ্চ) |
| এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১০ গুন | ৫০ নম্বর (সর্বোচ্চ) |
| MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা | ১০০ নম্বর। |
| মোট | ২০০ নম্বর |
পরীক্ষার্থী যদি পূর্বে মেডিক্যাল/ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষত্রে তার ৫ মার্ক এবং পরীক্ষার্থি যদি মেডিক্যাল / ডেন্টালের ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে
আর্মি মেডিকেল কলেজ ভর্তি সার্কুলার ২০২৫-২৬
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত । আবেদনকারীদের ভর্তি বিষয়ে অধিকতর তথ্য প্রদানের জন্য নোটিশটি যুক্ত করা হল । নতুন নোটিশ বা বিজ্ঞপ্তিটি ছবি আকারে দেয়া হল।


আবেদন প্রক্রিয়া
এএফএমসিতে ভর্তিইচ্ছুরা ভর্তির আবেদনপত্র অনলাইনে ১২ নভেম্বর, ২০২৫ তারিখ (সকাল ১০.০০ টা) হতে ২৪ নভেম্বর, ২০২৫ তারিখ (রাত ১১.৫৯ মি.) পর্যন্ত করতে পারবেন। নিচে আবেদন প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করা হল।
- প্রথমে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে- http://afmc.teletalk.com.bd
- এবার এসএসসি ও এইচএসসি রোল নম্বর, রেজিস্ট্রেশন নং, বোর্ড ও সন টাইপ করে সাবমিট-এ ক্লিক করতে হবে।
- আবেদন পত্র পূরণ করার সময় মেডিকেল কলেজ পছন্দের ক্ষেত্রে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং অবশিষ্ট আর্মি মেডিকেল কলেজগুলোর সবগুলোই পছন্দ করা যাবে।
- এবার সদ্য তোলা ছবি ও স্বাক্ষর ( ছবি: ৩০০×৩০০ পিক্সেল যা ১০০ কিলোবাইটের মধ্যে এবং jpg/jpeg ফরম্যাটের হতে হবে আর স্বাক্ষর: ৩০০x৮০ পিক্সেল যা ৬০ কিলোবাইটের মধ্যে এবং jpg/jpeg ফরম্যাটের হতে হবে) সংযুক্ত করতে হবে।
আবেদন ফি প্রদান প্রক্রিয়া
পরীক্ষা ফির ১০০০ টাকা শুধুমাত্র প্রিপেইড টেলিটক নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। অন্যান্য সকল কার্যক্রম অন্য যেকোন মোবাইল থেকে করা যাবে ।নিচে পরীক্ষা ফি জমা দেয়ার পদ্ধতি আলোচনা করা হল-
টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপসনে গিয়ে AFMC লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।
উদাহরণ : AFMC<Space>ABCDEF
ফিরতি SMS- এ একটি PIN প্রার্থীকে জানানো হবে এবং ফি হিসাবে ১০০০ টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নলিখিত ভাবে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবেঃ
Message অপসনে গিয়ে AFMC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দের ক্রমানুসারে দুইটি সেন্টার কোড কমা (,) দিয়ে লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।
উদাহরনঃ AFMC<Space>YES<Space>PIN<Space> 111,121 লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।
মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি সহ ভর্তির সকল প্রকার গাইডলাইন পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন
Beta feature
Beta feature
Beta feature