ফলাফল

আলিম রেজাল্ট ২০২৪ মার্কশীটসহ | educationboardresults.gov.bd

মাদ্রাসা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ । আলিম রেজাল্ট ২০২৪ মার্কশীটসহ প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd -এ। আলিম ফলাফল প্রকাশিত হলে মার্কশীট সহ কিভাবে মাদ্রাসা বোর্ড ফলাফল দেখবেন তা এই পোস্টের মাধ্যমে আলোচনা করা হল ।

আলিম রেজাল্ট ২০২৪

আপনি ৫ টি মাধ্যমে আপনার আলিম ফলাফল ২০২৪ পেতে পারেন। তবে প্রচুর পরিমান ওয়েব ট্র্যাফিক থাকার কারনে আপনি কিছুটা বিড়ম্বনার শিকার হতে পারেন মাদ্রাসা বোর্ড ফলাফল ২০২৪ পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে রেজাল্ট পাবার সকল কার্যকরী মাধ্যম জেনে রাখা অতীব জরূরী।

তাহলে চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক মাদ্রাসা বোর্ড রেজাল্ট ২০২৪, আলিম মার্কশীট  সহ পাওয়ার ৫টি ভিন্ন উপায়।

এক নজরে গুরুত্বপূর্ণ সমূহ
  • ফলাফল প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর ২০২৪
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ www.educationboardresults.gov.bd

আলিম ফলাফল ২০২৪ মার্কশীট সহ (educationboardresults.gov.bd)

মাদ্রাসা বোর্ডর আলিম ফলাফল মার্কশীট সহ দেখার সরকারী ওয়েবসাইটের ঠিকানা হল educationboardresults.gov.bd । এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে নিচের নির্দেশাবলী অনুসরণ করুন।

  • প্রথমে এই www.educationboardresults.gov.bd লিঙ্কে প্রবেশ করুন।
  • প্রথম বক্সঃ HSC/ALIM নির্বাচন করুন।
  • দ্বিতীয় বক্সঃ বছর হিসেবে ২০২৪ নির্বাচন করুন।
  • তৃতিয় বক্সঃ বোর্ড হিসেবে Madrasah নির্বাচন করন।
  • চতুর্থ বক্সঃ আপনার Roll লিখুন।
  • পঞ্চম বক্সঃ আপনার Registration No লিখুন।
  • ষষ্ঠ বক্সঃ ২ সংখ্যার যোগফল লিখুন।
  • সব শেষে “Submit” বাটনে ক্লিক করুন

আপনার কাঙ্খিত ফলাফলটি দেখতে পাবেন।

 আলিম ২০২৪ পরীক্ষার রেজাল্ট (eboardresults.com)

অন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট eboardresults.com থেকে আলিম ২০২৪ পরীক্ষার রেজাল্ট দেখতে নিচের নির্দেশাবলি অনুসরণ করুন।

    • প্রথমে এই eboardresults.com লিঙ্কে প্রবেশ করুন।
    • প্রথম বক্সঃ HSC/Alim/Equivalent নির্বাচন করুন।
    • দ্বিতীয় বক্সঃ বছর হিসেবে ২০২৪ নির্বাচন করুন।
    • তৃতীয় বক্সঃ বোর্ড হিসেবে Madrasah নির্বাচন করন।
    • চতুর্থ বক্সঃ Individual Result নির্বাচন করুন।
    • পঞ্চম বক্সঃ আপনার Roll লিখুন।
    • ষষ্ঠ বক্সঃ আপনার Registration No লিখুন (না লিখলেও হবে)।
    • সপ্তম বক্সঃ ৪ ডিজিটের সিকিউরিটি কী লিখুন।
    • সব শেষে “Get Result” বাটনে ক্লিক করুন।

স্ক্রিনে আপনার ফলাফল দেখতে পাবেন।

অফিশিয়াল এপ “BD Results” থেকে মাদ্রাসা বোর্ড রেজাল্ট ২০২৪ দেখুন

অফিশিয়াল এপ “BD Results” থেকে মাদরাসা শিক্ষাবোর্ডের ফলাফল দেখতে নিচের নির্দেশাবলি অনুসরণ করুন।

  • প্রথমে আপনার স্মার্ট মোবাইল ফোনের ডাটা কানেকশন অন করুন।
  • আপনার স্মার্ট ফোনের “Play Store” এপ থেকে “BD Results” লিখে সার্চ দিয়ে এপটি ডাউনলোড করুন।
  • এপটি ওপেন করুন এবং “VIEW RESULT” বাটনে ক্লিক করুন।
  • প্রথম বক্সঃ HSC/Alim/Equivalent নির্বাচন করুন।
  • দ্বিতীয় বক্সঃ বোর্ড হিসেবে Madrasah নির্বাচন করন।
  • তৃতীয় বক্সঃ বছর হিসেবে ২০২৪ নির্বাচন করুন।
  • চতুর্থ বক্সঃ আপনার Roll লিখুন।
  • এবং শেষে “SUBMIT” বাটনে ক্লিক করুন।

আপনার ডিভাইসের স্ক্রিনে আপনার রেজাল্ট দেখতে পাবেন।

এসএমএস (SMS) এর মাধ্যেম মাদ্রাসা বোর্ড ফলাফল ২০২৪ দেখার উপায়

যদি আপনার কোন কারণে স্মার্ট ফোন না থাকে অথবা ইন্টারনেট কানেকশন না থাকে আপনি SMS এর মাধ্যমেও চাইলে আলিম মার্কশীট ২০২৪ দেখতে পারেন। SMS এর মাধ্যমে ফলাফল দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুন। SMS প্রতি ২.৫৫/- টাকা কাটবে।

  • প্রথমে আপনার মোবাইল ফোনের Message অপশনে যান।
  • তারপর লিখুন, Alim<space>MAD<space>HSC Roll<space>2020
  • এবং সব শেষে 16222 নাম্বারে SMSটি পাঠান।

ফিরতি ম্যাসেজে আপনার ফলাফল পেয়ে যাবেন।

আরও পড়ুন : এইচএসসি ফলাফল এসএমএস পদ্ধতি 

অন্যান্য বোর্ডের ফলাফল দেখার পদ্ধতিঃ

অন্যান্য বোর্ডের ফলাফল SMS মাধ্যমে দেখার পদ্ধতিও জেনে রাখা ভাল। চলুন দেখে নেই অন্যান্য বোর্ডের ফলাফল কিভাবে SMS এর মাধ্যমে দেখতে হয়।

জেনারেল বোর্ডের ফলাফল দেখার উপায়ঃ

প্রথমে আপনার ফোনের Message অপশনে গিয়ে নিচের মত লিখুন,

HSC<space>আপনার বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর<space>HSC ROLL<space>2024

তারপর SMS-টি পাঠান 16222 নম্বরে।

উধাহারণঃ HSC DHA 123456 2024
পাঠান 16222 নম্বরে।

টেকনিক্যাল বোর্ডের ফলাফল দেখার উপায়ঃ

প্রথমে আপনার ফোনের Message অপশনে গিয়ে নিচের মত লিখুন,

HSC<space>TEC<space>HSC ROLL<space>2024

তারপর SMS পাঠান 16222 নম্বরে।

উদাহরণঃ HSC TEC 123456 2024
পাঠান 16222 নম্বরে।

বাংলাদেশের সব শিক্ষার বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর

শিক্ষা বোর্ডের নাম প্রথম ৩ অক্ষর
বড়িশাল শিক্ষা বোর্ড BAR
কুমিল্লা শিক্ষা বোর্ড COM
চট্টগ্রাম শিক্ষা বোর্ড CHI
ঢাকা শিক্ষা বোর্ড DHA
দিনাজপুর শিক্ষা বোর্ড DIN
যশোর শিক্ষা বোর্ড JES
রাজশাহী শিক্ষা বোর্ড RAJ
সিলেট শিক্ষা বোর্ড SYL
মাদ্রাসা শিক্ষা বোর্ড MAD
টেকনিক্যাল শিক্ষা বোর্ড TEC

আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সবার ফলাফল একসাথে দেখার উপায়

HSC ফলাফল বের হলে অফিসিয়াল সাইটে ঢুকতে অনেক শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে যখন ইন্টারনেট কানেকশন দুর্বল থাকে। এই ক্ষেত্রে আমরা নিচের পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই ফলাফল দেখতে পারি।

  • প্রথমে এই লিঙ্কে mail.educationboard.gov.bd/web প্রবেশ করুন।
  • প্রথম বক্সঃ আপনার বোর্ড হিসেবে Madrasah নির্বাচন করুন।
  • দ্বিতীয় বক্সঃ আপনার প্রতিষ্ঠানের EIIN নম্বর লিখুন।
  • তৃতীয় বক্সঃ রেজাল্ট টাইপ নির্বাচন করুন।
  • এবং তারপর “Get Institution Result” বাটনে ক্লিক করুন।

অন্যান্য পরীক্ষার ফলাফল দেখুন এখান থেকে

আমি আমার শিক্ষার প্রতিষ্ঠানের EIIN নম্বর জানি না। কিভাবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর পেতে পারি?

আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর জানতে আপনার শিক্ষকের কাছে জিজ্ঞাসা করতে পারেন অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কাউকে জিজ্ঞাসা করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর জেনে নিতে পারবেন। আর এটাও সম্ভব না হলে আপনি গুগল সার্চের মাধ্যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর জানতে পারবেন।

বাংলাদেশের সব স্তরের পরীক্ষার ফলাফল সবার আগে দেখতে নিয়মিত ভিজিট করুন www.admissionwar.com

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের (admin@admissionwar.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!