
২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি 2025 (HSC Duch-Bangla Bank Scholarship) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । অনলাইলে ডাচ-বাংলা ব্যাংকের মেধাবৃত্তি আবেদন করা যাবে । নিচে ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি (এইচ এস সি) আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হল ।
স্বপ্ন পূরণের সেতুবন্ধন ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৫ সালে এইচ.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে ।
এইচএসসি ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আবেদন শুরুর তারিখঃ
আবেদনের শেষ তারিখঃ
প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশঃ
প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডিবিবিএল এর উপরােক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মােবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ …..
বৃত্তির জন্য আবেদনের যােগ্যতা
| শিক্ষার স্তর | ন্যূনতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য | |
| সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান। | সিটি কর্পোরেশন এলাকার
বাইরের/গ্রামাঞ্চলের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান।
|
|
| এইচ.এস.সি. অথবা সমমান | ৪.৮ | ৪.৫ |
বৃত্তির পরিমাণ ও সময়কাল
| শিক্ষার স্তর | সময়কাল | মাসিক বৃত্তি
|
বার্ষিক অনুদান (টাকা)
|
|
| পাঠ্য উপকরণের জন্য | পােষাক পরিচ্ছদের জন্য | |||
| স্নাতক | ৩-৫ বছর (নবায়নযােগ্য) | ২,৫০০/ | ৫,০০০/ | ১,০০০/ |
বৃত্তির অন্যান্য নীতিমালা
- যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষা বৃত্তির জন্য যােগ্য বলে বিবেচিত হবেন না।
- গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মােট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে ।
নতুন আবেদনকারীদের জন্য
- আবেদনকারীর সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি ।
- পিতা ও মাতার পাসপাের্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
- এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্রের স্ক্যান কপি
- এইচ.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি
এস.এস.সি. পর্যায়ে ডাচ্-বাংলা ব্যাংক-এর বৃত্তি প্রাপ্তদের জন্য
- এইচ.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও – আবেদনকারীর প্রশংসাপত্রের স্ক্যান কপি
গুরুত্বপূর্ন তথ্য
-
- সরাসরি/ডাকযােগে/কুরিয়ারযােগে কোন আবেদন গ্রহণযােগ্য হবে না।
- যে সব ছাত্র-ছাত্রী ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই বর্তমান শিক্ষাবর্ষে যে কোন সরকারী বিশ্ববিদ্যালয়/কলেজে স্নাতক পর্যায়ে ভর্তি হতে হবে ।
এইচএসসি ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২৫
এইচএসসি ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তির ফলাফল
ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তির ফলাফল আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই প্রকাশিত হবে । আমাদের ওয়ের সাইট থেকে ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তির রেজাল্ট দেখতে পারবেন ।
সকল শিক্ষাবৃত্তির খবরাখবর, বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।