
সকল বোর্ড এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৫ । এইচএসসি ফলাফল ২০২৫ শিক্ষা মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd এ প্রকাশ করা হবে । এই অনুচ্ছেদে HSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ও ফলাফল দেখার অনলাইন ও এসএমএস পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
এইচএসসি ফলাফল ২০২৫
বাংলাদেশের মোট এগারটি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা ২০২৫ গত ২৬ জুন থেকে শুরু হয়। ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন । ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন এর মধ্যে ছাত্র ৪ লাখ ৯১ হাজার ২৮৪ জন ছাত্র, ৫ লাখ ৬৪ হাজার ১১৪ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে। চলতি বছর সকল বিষয়ের উপর পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা গ্রহন করা হয় । এইচএসসি ফলাফল ১৬ অক্টোবর ২০২৫মাসে প্রকাশ করা হবে ।
টাইমলাইন |
---|
ফলাফল প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫
মোট পরীক্ষার্থী : ১২ লাখ ৫১ হাজার ১১১ জন রেজাল্ট লিংক: educationboardresults.gov.bd |
এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০২৫
এইচ এস সি ফলাফল ২০২৫ মার্কশীটসহ দেখার সরকারী ওয়েবসাইটের ঠিকানা হল educationboardresults.gov.bd । এই ওয়েবসাইট থেকে এইচএসসি রেজাল্ট মার্কশীট দেখতে নিচের নির্দেশাবলী অনুসরণ করুন।
educationboardresults.gov.bd
- প্রথমে এই www.educationboardresults.gov.bd লিঙ্কে প্রবেশ করুন।
- প্রথম বক্সঃ HSC/ALIM নির্বাচন করুন।
- দ্বিতীয় বক্সঃ বছর হিসেবে ২০২৫ নির্বাচন করুন।
- তৃতীয় বক্সঃ আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
- চতুর্থ বক্সঃ আপনার Roll নম্বর লিখুন।
- পঞ্চম বক্সঃ আপনার Registration No লিখুন।
- ষষ্ঠ বক্সঃ ২ সংখ্যার যোগফল লিখুন।
- সব শেষে “Submit” বাটনে ক্লিক করুন
সকল ধাপ সফলভাবে সম্পন্ন করার পর ফলাফল দেখা যাবে ।
এইচএসসি রেজাল্ট ২০২৫ (eboardresults.com)
এইচ এস সি রেজাল্ট দেখার বিকল্প আরেকটি ওয়েবসাইট হল eboardresults.com । উক্ত ওয়েবসাইট থেকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ।
-
- প্রথমে এই eboardresults.com লিঙ্কে প্রবেশ করুন।
- প্রথম বক্সঃ HSC/Alim/Equivalent নির্বাচন করুন।
- দ্বিতীয় বক্সঃ বছর হিসেবে ২০২৫ নির্বাচন করুন।
- তৃতীয় বক্সঃ আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
- চতুর্থ বক্সঃ Individual Result নির্বাচন করুন।
- পঞ্চম বক্সঃ আপনার Roll লিখুন।
- ষষ্ঠ বক্সঃ আপনার Registration No লিখুন (না লিখলেও হবে)।
- সপ্তম বক্সঃ ৪ ডিজিটের সিকিউরিটি কী লিখুন।
- সব শেষে “Get Result” বাটনে ক্লিক করুন।
এসএমএস (SMS) এর মাধ্যেম এইচএসসি রেজাল্ট দেখার উপায়
আপনার যদি স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগ না থাকে তবে আপনি SMS এর মাধ্যমেও এইচ এস সি ফলাফল দেখতে পারবেন। SMS প্রতি ২.৫৫/- টাকা খরচ করে নিচের পদ্ধতি অনুসরণ করুন ফলাফল দেখতে পারবেন ।
আরও পড়ুন : এইচএসসি ফলাফল এসএমএস পদ্ধতি
সাধারণ শিক্ষা বোর্ড
প্রথমে আপনার ফোনের Message অপশনে গিয়ে নিচের মত লিখুন,
HSC<space>আপনার শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর<space>HSC ROLL<space>2025
তারপর SMS-টি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উধাহারণঃ HSC DHA 123456 2025
কারিগরি শিক্ষা বোর্ড
প্রথমে আপনার ফোনের Message অপশনে গিয়ে নিচের মত লিখুন,
HSC<space>TEC<space>HSC ROLL<space>2025
তারপর SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ HSC TEC 123456 2025
মাদ্রাসা শিক্ষা বোর্ড
প্রথমে আপনার ফোনের Message অপশনে গিয়ে নিচের মত লিখুন,
HSC<space>MAD<space>HSC ROLL<space>2025
তারপর SMS-টি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উধাহারণঃ HSC MAD 123456 2025
বাংলাদেশের সব শিক্ষার বোর্ডের শর্টকোড
শিক্ষা বোর্ডের নাম | প্রথম ৩ অক্ষর |
বরিশাল শিক্ষা বোর্ড | BAR |
কুমিল্লা শিক্ষা বোর্ড | COM |
চট্টগ্রাম শিক্ষা বোর্ড | CHI |
ঢাকা শিক্ষা বোর্ড | DHA |
দিনাজপুর শিক্ষা বোর্ড | DIN |
যশোর শিক্ষা বোর্ড | JES |
রাজশাহী শিক্ষা বোর্ড | RAJ |
সিলেট শিক্ষা বোর্ড | SYL |
মাদ্রাসা শিক্ষা বোর্ড | MAD |
টেকনিক্যাল শিক্ষা বোর্ড | TEC |
প্রতিষ্ঠানভিত্তিক এইচ.এস.সি ফলাফল দেখার পদ্ধতি
বিভিন্ন সময় আমাদের নিজ জেলার বা যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল দেখার প্রয়োজন হয় । সেক্ষেত্রে আমরা শিক্ষা মন্ত্রনালয়ের একটি নির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক এইচএসসি ফলাফল দেখতে পারি । তবে এক্ষেত্রে শুধুমাত্র শিক্ষার্থীদের জিপিএ দেখা যাবে , মার্কশীট নয় ।
- প্রথমে এই লিঙ্কে mail.educationboard.gov.bd/web প্রবেশ করুন।
- প্রথম বক্সঃ আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
- দ্বিতীয় বক্সঃ আপনার প্রতিষ্ঠানের EIIN নম্বর লিখুন।
- তৃতীয় বক্সঃ রেজাল্ট টাইপ নির্বাচন করুন।
- এবং তারপর “Get Institution Result” বাটনে ক্লিক করুন।
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বরের তালিকা দেখুন এখান থেকে ।
অন্যান্য পরীক্ষার ফলাফল দেখুন এখান থেকে
বাংলাদেশের সকলস্তরের পরীক্ষার ফলাফল সবার আগে দেখতে নিয়মিত ভিজিট করুন www.admissionwar.com