
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৫-২০২৬। খুবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ku.ac.bd এ প্রকাশ করা হয়েছে। তাই আমরা আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদন পদ্ধতি সহ সকল ধরণের জরুরী তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
২০২৫-২৬ শিক্ষাবর্ষও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সহ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে । যদি সব ঠিক থাকে তাহলে খুব শ্রীঘ্রই খুলনা বিশ্ববিদ্যালয় তাদের খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2025-2026 প্রকাশ করতে পারে।খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তির জন্য আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে আমাদের পোষ্টটি মনযোগ দিয়ে পড়ুন ।
গুরুত্ত্বপূর্ন তারিখ ও সময় |
---|
আবেদন শুরুর তারিখ :
আবেদনের শেষ তারিখঃ আবেদন ফি : A, B ও C ইউনিটের আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর D ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা। আবেদনের লিংক : ku.ac.bd |
খুবি ভর্তি পরীক্ষার তারিখ
Unit ইউনিট | তারিখ | দিন |
এ ইউনিট | ১৮ ডিসেম্বর, ২০২৫ | বৃহস্পতিবার |
বি ইউনিট | ১৮ ডিসেম্বর, ২০২৫ | বৃহস্পতিবার |
সি ইউনিট | ১৯ ডিসেম্বর, ২০২৫ | শুক্রবার |
ডি ইউনিট | ১৯ ডিসেম্বর, ২০২৫ | শুক্রবার |
আবেদনের যোগ্যতা
নিচে ইউনিট ভিত্তিক খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা তুলে ধরা হল। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়-এর এ ইউনিটে ৪/৫ বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে। নিচে আবেদন যোগ্যতা তুলে ধরা হল।
এ ইউনিট
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ২০২২ অথবা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- (গ) প্রার্থীকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ (৪র্থ বিষয়সহ) পেতে হবে।
GCE O-Level এবং A-Level এ উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে:
- O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে ।
- A-Level পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে।
বি ইউনিট
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- প্রার্থীকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে সর্বমোট জিপিএ ৮.০০ পেতে হবে ।
- ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।
- প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে পৃথক ভাবে ন্যুনতম জিপিএ ৩.৫০ এবং ইংরেজীতে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
- GCE O-Level এবং A -Level এ উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে গড়ে B গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং A -Level পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে পৃথক ভাবে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে।
সি ইউনিট
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ভর্তিচ্ছু প্রার্থীকে যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। তবে চারুকলা স্কুলের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৭.০০ পেতে হবে।
- ২০২২ বা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৪ বা ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- IGCSE/O Level এবং IAI/GCE A Level প্রার্থীর ক্ষেত্রে ২০২৪ ও ২০২৫ সালে উত্তীর্ণ IAI/GCE A Level পরীক্ষায় অন্তত ০২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থী এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত IGCSE/O Level পরীক্ষায় অন্তত ০৫ (পাঁচ) টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের IGCSE/O Level এবং IAI/GCE A Level মোট ০৭ (সাত) টি বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম C Grade থাকতে হবে।
ডি ইউনিট
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ২০২২ বা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৪ বা ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- সকল বিভাগের প্রার্থী আবেদন করতে পারবে। প্রার্থীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং এসএসসি/সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকতে হবে ।
- প্রার্থীর GCE/O-Level পরীক্ষায় ৩টি বিষয়ে এবং GCE/A-Level লেভেল পরীক্ষায় ২টি বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে
- প্রার্থীর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকতে হতে হবে ।
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
খুবি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ এখনো এখনো প্রকাশিত হয়নি। ডাউনলোড করার জন্য নিম্নে ‘ভর্তি বিজ্ঞপ্তি’ বাটনে ক্লিক করুন অথবা নিচের প্রদত্ত ছবি থেকে তথ্য সংগ্রহ করুন।
ইউনিট ভিত্তিক ভর্তি বিজ্ঞপ্তি | ডাউনলোড লিংক |
A Unit (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) | Download |
B Unit (জীব বিজ্ঞান স্কুল) | Download |
C Unit (আইন স্কুল, কলা ও মানবিক স্কুল, সমাজ বিজ্ঞান স্কুল, শিক্ষা ও গবেষণা স্কুল এবং চারুকলা স্কুল ) | Download |
D Unit ( ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল ) | Download |
আবেদন করার নিয়মাবলী
অনলাইনে kuadmission.online-এ ক্লিক করুন এবং আবেদন ফরম পূরনের জন্য Apply বাটনে ক্লিক করে ধারাবাহিকভাবে Step-1, Step-2, Step-3 এবং Step-4 পূরণ করে Submit Your Application বাটনে ক্লিক করুন এবং আবেদনকারীর মােবাইলে প্রেরিত এসএমএস হতে User Name ও Password টি সংরক্ষণ করুন।
- প্রাপ্ত User Name ও Password ব্যবহার করে Dashboard এ প্রবেশ করুন এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন, প্রবেশপত্র এবং ফলাফল পেতে নিম্নোক্ত কাজগুলাে করুন।
- Profile মেনু থেকে আবেদনকারীকে সঠিকভাবে চিহ্নিত করা যায় এমন সমুথ অবয়বের কমপক্ষে ৩০০ X ৩০০ পিক্সেল এর সাম্প্রতিক রঙিন ছবি আপলােড করুন।
- Application মেনু থেকে আপনার আবেদনকৃত ইউনিটসমূহ যাচাই, বর্জন ও নতুন কোন ইউনিটে আবেদন করুন ।
- Payment মেনু থেকে আপনার আবেদনকৃত ইউনিটের ফিস পরিশােধ করুন।
রকেটের মাধ্যমে আবেদন ফি প্রদান
ধাপ ১ : আপনার মােবাইল থেকে *৩২২# ডায়াল করুন
ধাপ ২: মেনু থেকে ১ সিলেক্ট করে পেমেন্ট অপশন অনুসরণ করুন
ধাপ 3 :আবার ১ সিলেক্ট করে বিল পেমেন্ট অপশনে যান
ধাপ ৪ : খুলনা বিশ্ববিদ্যালয়ের বিলার আইডি হিসেবে ২১১ টাইপ করুন
ধাপ ৫ । আপনি যে ইউনিটের বিল পরিশােধ করতে চান তার জন্য অনলাইনে প্রাপ্ত নির্ধারিত Bill No, টি টাইপ করুন
ধাপ ৬ । নির্দিষ্ট ইউনিটের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি (টাকার অংক) টাইপ করান।
ধাপ ৭ । আপনার রকেট একাউন্টের নির্ধারিত পিন প্রদান করে আবেদন ফি পরিশােধ করুন
**পেমেন্ট স্ট্যাটাস চেক করতে ‘অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে fিাবিত ইউনিটের Check Rocket Payment বাটনে ক্লিক করুন। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে Payment Slip মেনুর নির্দিষ্ট ইউনিটের জন্য Print বাটনে ক্লিক করুন এবং পিটি সংরক্ষণ করুন।
বিকাশ-এর মাধ্যমে আবেদন ফি প্রদান
ধাপ ১ | আপনার মােবাইল থেকে *২৪৭# ডায়াল করুন
ধাপ ২ মেনু থেকে ৩ সিলেক্ট করে পেমেন্ট অপশন অনুসরণ করুন
ধাপ ৩ খুলনা বিশ্ববিদ্যালয়ের মার্চেন্ট একাউন্ট নম্বর ০১৭১১৪৮২৬৫৬ টাইপ করুন ধাপ ৪ । নির্দিষ্ট ইউনিটের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি (টাকার অংক) টাইপ করুন
ধাপ ৫ : যেকোন একটি Reference No. টাইপ করুন
ধাপ ৬ : Counter No হিসেবে ১ দিন
ধাপ ৭ : আপনার বিকাশ একাউন্টের নির্ধারিত পিন প্রদান করে আবেদন ফি পরিশােধ করুন
*আপনি বিকাশ থেকে একটি Payment Confirmation Message পাবেন, Payment Confirmation Message হতে TrxID টি সংরক্ষণ করুন। নির্দিষ্ট ইউনিটের আবেদন ফি পরিশােধ করতে অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে পেমেন্ট মেনু থেকে Input bKash Transaction ID বাটনে ক্লিক করে প্রাপ্ত TrxID টি ইনপুট দিন ও Submit বাটনে ক্লিক করুন।
সতর্কীকরণ : আবদেন ফি জমা দেওয়ার ক্ষেত্রে ভর্তি সার্কুলারটি ভালভাবে পড়ে নিন ।
যোগাযোগের ঠিকানা (বিশেষ প্রয়োজনে)
মোবাইল : 01703611109
01712359608
01556327406
***ফোন করার সময়: সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।
Beta feature