
ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২০২৫। (সকল ইউনিট এডমিট কার্ড)
ঢাক বিশ্ববিদ্যালয়ের ক,খ,গ,ঘ ও চ ইউনিট ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ২০২৪-২০২৫ পিডিএফ ডাউনলোড । ঢাবি প্রবেশপত্র ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.eis.du.ac.bd এ প্রকাশ করা হয়েছে । এই আর্টিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী আলোচনা করা হল।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২০২৫
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনলাইন ভর্তি আবেদন গত ২৫ নভেম্বর ২০২৪ (রাত ১১.৫৯) তারিখে শেষ হয় । এবছর পাচটি পাঁচটি ইউনিটে তিন লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন এবার আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ৫৫টি। ঢাবি ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারী, ২০২৫ শুরু হবে । ইতোমধ্যেই সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা এডমিট কার্ড পিডিএফ ডাউনলোড করা প্রক্রিয়া শুরু হয়েছে , শিক্ষার্থীরা নিজ নিজ ইউনিটের ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে প্রিন্ট করে নিতে হবে ।
ভর্তি পরীক্ষার সময়সূচী
ইউনিট | তারিখ | সময় |
কলা, আইন ও সামাজিক ইউনিট | ২৫ জানুয়ারী, ২০২৫ | সকাল ১১.০০ থেকে ১২.৩০ |
বিজ্ঞান ইউনিট | ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ | সকাল ১১.০০ থেকে ১২.৩০ |
ব্যবসায় শিক্ষা ইউনিট | ৮ ফেব্রুয়ারী, ২০২৫ | সকাল ১১.০০ থেকে ১২.৩০ |
চারুকলা ইউনিট | ৪ জানুয়ারী, ২০২৫ | সকাল ১১.০০ থেকে ১২.৩০ |
আরও পড়ুন: ঢাবি সকল ইউনিটের প্রশ্নব্যাংক পি্ডিএফ
ঢাবিতে কোন ইউনিটে কত আবেদন পড়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে তিন লাখ ২৯ হাজার ৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে এবার আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ৫৫টি। নিচে সকল ইউনিটের আলাদা আলাদা আবেদন সংখ্যা তুলে ধরছি। এবার বিজ্ঞান ইউনিটে মোট আবেদন পড়েছে ১৪৬৬৯৪ যেখানে মোট আসন ছিল ১৮৯৬ সুতরাং আসন প্রতি লড়বে ৭৭ জন। কলা, সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আবেদন পড়েছে ১২৫৪১৮ যেখানে মোট আসন ছিল ২৯৩৮ সুতরাং আসন প্রতি লড়বে ৪৩ জন। ব্যবসায় প্রশাসন ইউনিটে মোট আবেদন পড়েছে ৪০৯৭৩ যেখানে মোট আসন ছিল ১০৫০ সুতরাং আসন প্রতি লড়বে ৩৯ জন। চারুকলা ইউনিটে মোট আবেদন পড়েছে ৬০৮৩ যেখানে মোট আসন ছিল ১৩০ সুতরাং আসন প্রতি লড়বে ৪৭ জন। IBA ইউনিটে মোট আবেদন পড়েছে ১০২৭০ যেখানে মোট আসন ছিল ১২০ সুতরাং আসন প্রতি লড়বে ৮৬ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ এর কেন্দ্র তালিকা সম্পর্কিত একটি ছক নিচে প্রকাশ করা হলো। এসকল কেন্দ্রের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আসন বিন্যাস তালিকা প্রকাশ করা হবে।
স্থান | কেন্দ্রের নাম |
ঢাকা | ঢাকা বিশ্ববিদ্যালয় |
রাজশাহী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
সিলেট | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
বরিশাল | বরিশাল বিশ্ববিদ্যালয় |
খুলনা | খুলনা বিশ্ববিদ্যালয় |
রংপুর | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় |
ময়মনসিংহ | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
ঢাবি প্রবেশপত্র ২০২৫ পিডিএফ
এডমিট কার্ড / প্রবেশপত্র ব্যতীত কেউ ভর্তি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না । প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার ৩০ মিনিট আগ পর্যন্ত ঢাবি প্রবেশপত্র ২০২৫ ডাউনলোড করা যাবে ।
ঢাবি সকল ইউনিট এডমিট কার্ড ডাউনলোড
সকল ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে অবশ্যই আবেদনকারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.eis.du.ac.bd ব্যবহার করতে হবে ।
- admission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করার পর আবেদনকারীকে একটি নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে ।
- আবেদনকারী ভর্তি আবেদন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত আইডি এবং পিন নম্বর দিয়ে লগ ইন করবেন।
- লগইন করার পর স্ব স্ব ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন পাবেন ।
- “ডাউনলোড” বাটনে ক্লিক করে ঢাবি প্রবেশপত্র ২০২৫ সংগ্রহ করার পর তা কালার প্রিন্ট করে সংরক্ষন করতে হবে ।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে-
1. এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড
2. ঢাবি প্রবেশপত্র ( কালার প্রিন্ট)
3. বলপয়েন্ট কলম
পরীক্ষার হলে যা আনা যাবে না –
- যেকোনো ধরনের ঘড়ি, ক্যালকুলেটর ।
- যেকোনো ধরনের পেন্সিল, কাগজ ।
- যেকোনো ধরনের হার্ডবোর্ড
মোবাইল ফোন বা ব্যাগ বহন পরীক্ষা কেন্দ্রের উপর নির্ভর করে। যেহেতু অনেক কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ, তাদের কেউ কেউ পরীক্ষার হলে আপনার মোবাইল নিরাপদ স্থানে রাখার অনুমতি দিতে পারে। আপনাকে পরিস্থিতি বুঝতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
- অনাকাঙ্খিত বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের নিজে ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। অবস্থার প্রেক্ষিতে নিজে সম্ভব না হলে তার পক্ষে অন্য কেউ আবেদন করার সময় পাশে দাঁড়িয়ে খেয়াল রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নি।
- আবেদনের ক্ষণের সাথে পরীক্ষার আসনের অবস্থানের কোন যোগসূত্র নেই। আবেদনগ্রহণের শুরু ও শেষ তারিখে আবেদন করা দুইজন শিক্ষার্থীর একই কেন্দ্রে একই কক্ষে আসনের বন্টন হতে পারে।
- আবেদনকারী শিক্ষার্থী ব্যাংকে অথবা অনলাইনে টাকা জমা দেওয়ার পর শিক্ষার্থী তার ড্যাশবোর্ডের সংলিস্ট ইউনিটে ক্লিক করে Pay Slip অথবা ফি প্রাপ্তি রশিদ ডাউনলোড করার পর আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।
- কোন বিভাগীয় শহরে আসন সংখ্যার কোন সীমা নেই। একটি বিভাগীয় শহরে আবেদন করা সকলের পরীক্ষাই সেই বিভাগে গ্রহণ করা হবে ( চারুকলা ইউনিট ব্যতীত)।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্যাবলী কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে (যেমন, ফেসবুক,টুইটার, হোয়াট্সঅ্যাপ বা লিঙ্কডইন) প্রচার করে না। ভর্তি সংক্রান্ত সকল তথ্য শুধুমাত্র https://admission.eis.du.ac.bd সাইটে দেয়া হয়। তাই সঠিক তথ্যের জন্য কোন সামাজিক মাধ্যমে অনুসরণ না করে উপরোক্ত ওয়েবসাইটে দেয়া তথ্য ও নির্দেশাবলি দেখার পরামর্শ দেয়া যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে সিট পড়বে কিভাবে বুঝব? কিভাবে নিজের সিট খুঁজে পাবো? কিছুই বুঝতেছি না। এডমিট কার্ডে শুধু ঢাকা বিভাগ লেখা আর কিছুই লেখা নেই