কলেজ ভর্তি

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ । ndc.edu.bd

এনডিসি এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ । নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ তাদের অফিসিয়াল ওয়েবসাইট ndc.edu.bd ও  এ প্রকাশ করা হবে । সকল কলেজে ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এরপর সকল কলেজ তাদের নিজ নিজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে । তবে ভর্তির জন্য অবশ্যই সকল শিক্ষার্থীদের xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে । এই পোষ্টে নটরডেম কলেজে ভর্তির ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও ভর্তি সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হল ।

নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

১৯৪৯ সালের নভেম্বর মাসে ঢাকার লক্ষ্মীবাজারে নটরডেম কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে, এটি সেন্ট গ্রেগরি কলেজ নামে পরিচিত ছিল এবং পরীবর্তীতে ১৯৫৪ সালে মতিঝিলের বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এবং নটরডেম কলেজে নামকরণ করা হয়। বর্তমানে শিক্ষার্থীদের ফলাফল ও অন্যান্য মানদন্ডের ভিত্তিতে এটি দেশের প্রথম সারির কলেজে পরিণত হয়েছে । গত কয়েক বছর এইচএসসি ফলাফলের কৃতিত্বের জন্য সেরা কলেজ নির্বাচিত হয়েছে । নটরডেম কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করার পূর্বে গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখে নেওয়া যাক ।

আরও পড়ুন: ঢাকার শীর্ষ কলেজসমুহের আসন সংখ্যা সহ ভর্তির বিস্তারিত তথ্য 

টাইমলাইন
  • আবেদন শুরুঃ ২৯ জুলাই, ২০২৫ (রাত ১২.০১ থেকে)
  • আবেদন শেষঃ ৭ আগষ্ট, ২০২৫ ( দুপুর ১২.০০ পর্যন্ত)
  • আবেদন ফিঃ ৪০০
  • ভর্তি পরীক্ষার তারিখঃ এডমিট কার্ডে দেওয়া থাকবে।
  • আবেদনের লিংকঃ ndc.edu.bd
  • কলেজের নাম: নটর ডেম কলেজ
  • অধ্যক্ষ: ফাদার হেমন্ত পিউস রোজারিও,সিএসসি
  • অবস্থান:মতিঝিল, আরামবাগ,ঢাকা-১০০০
  • প্রতিষ্ঠাকাল: ২রা নভেম্বর ১৯৪৯
  • মোট শিক্ষার্থী: ৬০০০+( ১ম ও ২য় বর্ষ )

সকল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি


আবেদনের নূন্যতম যোগ্যতা

ভর্তিচ্ছু আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে এবং নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।

বিভাগ জিপিএ বিভাগ পরিবর্তন
বিজ্ঞান ৫.০০ বিজ্ঞান থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে হলে কমপক্ষে জিপিএ ৪.৫০ থাকতে হবে ।
মানবিক ৩.০০ প্রযোজ্য নয়।
ব্যবসায় শিক্ষা ৪.০০ বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে ভর্তি হতে হলে কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে।

আসনসংখ্যা

নটরডেম কলেজ এর প্রতিটি একাডেমিক সেশনে সাধারণত বিজ্ঞানে ২১৩০ শিক্ষার্থী (বাংলা মাধ্যম – ১৮১০ এবং ইংরেজি মাধ্যম – ৩২০), মানবিক বিভাগের প্রায় ৪১০ শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

বিভাগ আসন সংখ্যা
বিজ্ঞান ১৮১০ (বাংলা ভার্সন) + ৩২০ (ইংরেজি ভার্সন) = ২১৩০
ব্যবসায় শিক্ষা ৭৫০
মানবিক ৪১০

আরও পড়ুন: একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বই ডাউনলোড করুন]

নটরডেম ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

ndc-page-0001

বিঃদ্রঃ অতিরিক্ত লোডের কারনে অফিসিয়াল সার্ভার ডাউন থাকতে পারে। ধৈর্য ধরে বার বার চেষ্টা করুন ।

নটরডেম কলেজ আবেদন পদ্ধতি

ভর্তির আবেদন প্রক্রিয়াটি এসএমএস এ উল্লিখিত তারিখে শুরু হবে। আবেদন করতে নটরডেম কলেজ ওয়েবসাইট ndc.edu.bd এ যান, ভর্তির জন্য আবেদনের নিয়ম কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। ভর্তির আবেদন ফি (ফেরতযোগ্য নয়) ৪০০ টাকা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনকারীরা উপরের এনডিসি ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবে। আপনি যদি পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করেন এবং ভর্তির আবেদনের যোগ্যতা অর্জন করেন, উদ্ধার প্রক্রিয়া ফলাফল পাওয়ার সাথে সাথে আপনাকে কলেজের সাথে যোগাযোগ করতে হবে।

কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হবে নাকি হাফ সিলেবাসে হবে?

উত্তরঃ ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রশ্নঃ ভর্তির আবেদন কখন? কিভাবে করবো?

উত্তরঃ ২৯ জুলাই, ২০২৫ দিবাগত রাত ১২.০১ মিনিট থেকে ৭ আগষ্ট, ২০২৫ ( দুপুর ১২.০০ পর্যন্ত) অনলাইনে ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পূর্ণ করতে হবে।

প্রশ্নঃ পেমেন্ট কিভাবে করতে হবে

উত্তরঃ ভর্তির আবেদন ফি বাবদ ৪০০ টাকা বিকাশে পেমেন্ট করতে হবে ।

প্রশ্নঃ ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক বিভাগে সীট সংখ্যা কত?

উত্তরঃ ৭৫০, ২১৩০ ও ৪১০ টি।

প্রশ্নঃ নূন্যতম কত পয়েন্ট পেলে মানবিক বিভাগে ভর্তির আবেদন করতে পারবো?

উত্তরঃ জিপিএ ৩.০০ । বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে আবেদন করতে চাইলে নূন্যতম ৩.৫০ লাগবে।


প্রশ্নঃ মানবিক বিভাগে বেতন কত ? খরচ কি খুব বেশি?

উত্তরঃ ঢাকার অন্যান্য প্রাইভেট কলেজ গুলোর তুলনামূলক নটরডেম কলেজে খরচ কম হয়! মানবিক বিভাগের ক্ষেত্রে মাসিক বেতন ১০০০ টাকা।

প্রশ্নঃ ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন কিরকম হয়?

উত্তরঃ MCQ & SHORT QUESTIONS

প্রশ্নঃ ভাইবা কখন? কিভাবে হয়? কি কি জিজ্ঞেস করে?

উত্তরঃ

প্রশ্নঃ মানবিক বিভাগে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে?

উত্তরঃ বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ।

প্রশ্নঃ বাণিজ্য বিভাগে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে?

উত্তরঃ বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, হিসাব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ।

প্রশ্নঃ বিজ্ঞান বিভাগে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে?

উত্তরঃ বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থ , রসায়ন ও জীববিজ্ঞান।

প্রশ্নঃ মানবিক বিভাগেও কি গণিত থেকে প্রশ্ন হয়?

উত্তরঃ হ্যা, হয়।

প্রশ্নঃ  দিনে কতো ঘন্টা করে পড়লে চান্স পাবো?

উত্তরঃ কতো ঘন্টা পড়তেছো ওইটা কোনো ফেক্ট না। কি পড়তেছো ওইটাই ফেক্ট। এখন টার্গেট রেখে পড়াশোনা চালিয়ে যেতে পারো। বইয়ের একদম বেসিক জিনিস গুলো ক্লিয়ার রাখো।

নটর ডেম কলেজের বেতন ও খরচ সংক্রান্ত

  • এখানে মাসিক বেতন সাধরণত তিন মাস অন্তর নেওয়া হয়
  • সাইন্স বাংলা ভার্সন মাসিক ১৩০০টাকা
  • সাইন্স ইংরেজি ভার্সন মাসিক:২৬০০ টাকা
  • কমার্স ও আর্টস মাসিক:১০০০ টাকা

নটরডেম কলেজ ভর্তি ফলাফল

অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কর্তৃপক্ষ ভর্তির ফলাফল ২০২৫-২০২৬ ঘোষণা করবে।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের (admin@admissionwar.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

১টি মতামত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!