
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
hstu.ac.bd
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ । হাবিপ্রবি ভর্তি সার্কুলার বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট www.hstu.ac.bd -এ প্রকাশ করা হয় । হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৫ প্রকাশিত হয়েছে। আজকে আমরা হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগের প্রথম “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” । তেভাগা আন্দোলন এর জনক ও এ অঞ্চলের জনদরদী কৃষকনেতা “হাজী মোহাম্মদ দানেশ” এর নামানুসারে এর নামকরণ করা হয়। যদিও আগে এটি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত ছিল কিন্তু ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষ থেকে নিজেদের তত্ত্ববধানে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিচে আবেদন প্রক্রিয়া, প্রবেশ পত্র ডাউনলোড পদ্ধতি ও ভর্তি পরীক্ষার তারিখ সহ বিস্তারিত তুলে ধরা হল।
হাবিপ্রবি ভর্তি টাইমলাইন |
---|
প্রতিষ্ঠানঃ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
আবেদন শুরু : ৯ ফেব্রুয়ারী ২০২৫ আবেদনের শেষ : ৬ মার্চ ২০২৫ আবেদন ফি: ১০০০ টাকা (আর্কিটেকচার বিভাগের জন্য ২০০ টাকা) প্রবেশপত্র ডাউনলোড: ১৩ এপ্রিল ২০২৫ ভর্তি পরীক্ষার তারিখ: ২১ এপ্রিল ২০২৫ থেকে ২৪ এপ্রিল ২০২৫ মোট আসন সংখ্যা: ১৭৯৫ ওয়েবসাইটঃ https://hstu.ac.bd/ |
হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু ৯ ফেব্রুয়ারী ২০২৫ থেকে শেষ হবে ৬ মার্চ ২০২৫। আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের জন্য ১০০০ টাকা খরচ করতে হবে তবে আর্কিটেকচার বিভাগের জন্য ২০০ অতিরিক্ত টাকা দিতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের তারিখ হল ১৩ এপ্রিল ২০২৫ আর ভর্তি পরীক্ষার তারিখ হল ২১ এপ্রিল ২০২৫ থেকে ২৫ এপ্রিল ২০২৫। আরো বিস্তারিত জানার জন্য নিচের হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ টি দেখুন।
আবেদনের যোগ্যতা
- A’ ও ‘B’ ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরী শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৮.০ থাকতে হবে।
- এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যুনতম ‘B’ গ্রেড থাকতে হবে।
- ‘C’ ও ‘D’ ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরী শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে।
- ‘0’ এবং ‘A’ লেভেল পাশকৃতদের জন্য ‘O’ লেভেলে পাঁচটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে ‘B’ গ্রেড এবং ‘A’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে ‘B’ গ্রেড পেতে হবে।
ইউনিট পরিচিতি
শিক্ষার্থীরা এবছর সর্বমোট ৪টি ইউনিট- এ আবেদন করতে পারবে। প্রতিটি ইউনিটে আবেদন করার ন্যূনতম যোগ্যতা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। এবার সকল আবেদনযোগ্য অনুষদসমূহ তুলে ধরা হলো।
ইউনিট |
অনুষদ |
এ | এগ্রিকালচার, ফিসারিজ, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স |
বি | কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং (আর্কিটেকচার) ও বিজ্ঞান |
সি | বিজনেস স্টাডিজ |
ডি | সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস |
হাবিপ্রবি ভর্তি সার্কুলার ২০২৪-২৫

আবেদনের নিয়মাবলী
- সর্বপ্রথম আগ্রহী প্রার্থীদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে hstu.ac.bd/admission/index এ প্রবেশ করতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
- অনলাইনে আবেদন ফরম ভালভাবে দেখেশুনে পূরণ করতে হবে। পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড
- আগামী ১৩/০৪/২০২৫ তারিখ থেকে শুরু করে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://hstu.ac.bd/admission/index) থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
- প্রবেশপত্র ডাউনলোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির সফটকপি (JPEG Format, ফাইল সাইজ ৫০ কিলো বাইটের মধ্যে) আপলোড করতে হবে।
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই (০২) কপি ছবি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।
- প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজ অফসেট পেপারে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোন আবেদনকারীকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না ।
ভর্তি পরীক্ষার নম্বর ও মূল্যায়ন
- ১৫০ নম্বরের (শুধুমাত্র ব্যাচেলর অব্ আর্কিটেকচার এর জন্য ২০০ নম্বর) উপর মেধাস্কোর করে প্রার্থী নির্বাচন করা হবে।
- ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর (MCQ) এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত গ্রেড (চতুর্থ বিষয়সহ) অনুসারে যথাক্রমে ৪০% ও ৬০% = ৫০ নম্বর (মোট ১৫০ নম্বর) থাকবে।
- ব্যাচেলর অব্ আর্কিটেকচারের জন্য অতিরিক্ত ৫০ নম্বরের মুক্ত হস্তে Drawing সহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাস্কোর করা হবে। ড্রইং পরীক্ষায় পাশ- নম্বর হিসাবে কমপক্ষে ১৫ পেতে হবে।
ইউনিট ভিত্তিক লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন
ভর্তি পরীক্ষা বহু নির্বাচনী পদ্ধতিতে (MCQ) অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। উত্তরপত্র শীটে বিশেষ কোটার জন্য নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে।
এ ইউনিট
পরীক্ষার বিষয় | নম্বর |
পদার্থ | ২৫ |
রসায়ন | ২৫ |
জীব বিজ্ঞান | ২৫ |
ইংরেজী | ২৫ |
বি ইউনিট
পরীক্ষার বিষয় | নম্বর |
পদার্থ | ২৫ |
রসায়ন | ২৫ |
জীব বিজ্ঞান | ২৫ |
ইংরেজী | ২৫ |
আর্কিটেকচার বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত ৫০ নম্বরের ড্রয়িং পরীক্ষা থাকবে। |
সি ইউনিট
ব্যাবসায় শিক্ষা
পরীক্ষার বিষয় | নম্বর |
বিজনেস পলিসি এন্ড ম্যানেজমেন্ট | ২৫ |
একাউন্টিং | ২৫ |
ইংরেজী | ২৫ |
সাধারন জ্ঞান | ২৫ |
বিজ্ঞান ও মানবিক
পরীক্ষার বিষয় | নম্বর |
বাংলা | ৪০ |
ইংরেজী | ৪০ |
সাধারন জ্ঞান | ২০ |
ডি ইউনিট
পরীক্ষার বিষয় | নম্বর |
বাংলা | ২৫ |
ইংরেজী | ৫০ |
সাধারন জ্ঞান | ২৫ |
ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য কোন তথ্য জানতে চাইলে 01729266246, 01822026222, 01515256810 হটলাইনে এবং admission@hstu.ac.bd তে যোগাযোগ করা যাবে।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন । সকলকে ধন্যবাদ।