স্কলারশীপ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তি ২০১৮ (সকল শ্রেণী)

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তি ২০১৮(FSIBL Scholarship 2018)। প্রতিবছর দেশে অসংখ্য অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে যায় আর্থিক সহযােগিতার অভাবে। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের পাশে দাঁড়াতে শিক্ষাবৃত্তির এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষাবৃত্তির জন্য নির্ধারিত আবেদনপত্র ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ওয়েবসাইট (www.fsiblbd.com) এবং যেকোন শাখা থেকে সংগ্রহ করা যাবে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তি ২০১৮ ।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮। আবেদনপত্র অবশ্যই আবেদনকারীর নিকটস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর যে কোন শাখায় জমা দিতে হবে। এই শিক্ষাবৃত্তি শুধু ৬ষ্ঠ শ্রেণী হতে স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রযােজ্য।

আবেদনের শেষ তারিখ : ১২ সেপ্টেম্বর ২০১৮

বৃত্তির মেয়াদঃ ০১ বছর (প্রতিমাসে প্রদেয়)

ক্রমিক নং শিক্ষা স্তর
৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত
একাদশ শ্রেণী হতে স্নাতক/স্নাতক (সম্মান) পর্যন্ত

আবেদনকারীর যােগ্যতা

০১। আবেদনকারীকে অবশ্যই আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী হতে হবে।

০২। সর্বশেষ বার্ষিক/বাের্ড/সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আবেদনকারীকে শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করা হবে।

০৩। অন্য কোন বেসরকারী উৎস থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না এবং এ সংক্রান্ত তথ্য গােপন করা হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে।

আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে

• সর্বশেষ বার্ষিক ও বাের্ডসংশ্লিষ্ট পরীক্ষার মার্কশীট/ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেট (অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত)।

• ১ কপি পাসপাের্ট সাইজ ছবি (অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত)।

• নিম্নলিখিত যেকোন একটি উত্স থেকে পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয়ের বিবরণীর প্রত্যায়িত কপি সংযুক্ত করতে হবেঃ
ক) বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
খ) চাকুরীরত পিতা/মাতা/অভিভাবকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা/অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান।
(আয়ের বিবরণীতে অবশ্যই পিতা/মাতা/অভিভাবকের পেশা উল্লেখ করতে হবে)

• শিক্ষাবৃত্তির ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত।

Download  FSIBL Scholarship 2018 Application Form


University Admission apply

সকল শিক্ষাবৃত্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!