এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ২০২১ বা ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি ।

এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ২০২১ (পরীক্ষা ২০২০) বা ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি । এইচএসসি রেজাল্ট ২০২০ হওয়ার পর পরই বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফর রিভিউ এর আবেদন শুরু হয়। রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ২০২১
এইচএসসি ফলাফল ৩০ জানুয়ারী ২০২১ তারিখে প্রকাশিত হয় । এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ১০০ % এবং জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১,৬১,৮০৭ জন ।
গুরুত্বপূর্ণ সময় ও তারিখ |
---|
আবেদন শুরু : ৩১ জানুয়ারী ২০২১ আবেদন শেষ : ০৬ ফেব্রুয়ারী ২০২১ আবেদন ফি : ১২৫ টাকা |
ফলাফল পুনঃনিরীক্ষণ কি?
পিএসসি,জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় যারা আশানুরুপ ফলাফল করতে পারেন নি । অর্থ্যাৎ ভাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের পরীক্ষার খাতা আবার মূল্যায়ন করাকেই ফলাফল পুনঃমূল্যায়ন বা রেজাল্ট বোর্ড চ্যালেন্জ বলে । এ প্রক্রিয়ায় প্রার্থীর খাতায় সব উত্তরের নাম্বার সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা বা যোগ ফল ঠিক আছে কিনা তা চেক করা হয় । উল্লেখ্য যে, ফলাফল পুনঃমূল্যায়ন করার ক্ষেত্রে কারো নম্বর যদি বাড়ে তবে বাড়িয়ে দেওয়া হয়, কখনও প্রাপ্ত নম্বর কমানো হয় না ।
এইচ এস সি রেজাল্ট চ্যালেঞ্জ আবেদনের নিয়ম ২০২১
সকল বোর্ডের এইচ এস সি রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আপনি এইচএসসি ফলাফল ২০২১ পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেন্জ করতে পারবেন । সাধারনত এইচএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার চার- পাচ দিনের মধ্যেই এইচএসসি রেজাল্ট বোর্ড চ্যালেন্জ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । বিজ্ঞপ্তিতে উল্লেখ্য সময়ের মধ্যেই আবেদন করতে হবে । আপনি টেলিটক সিমের মাধ্যমে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন ।
এইচ এস সি বোর্ড ফলাফল রিভিউ
নির্ধারিত সময়সীমার মধ্যে যেকোন সিমের মাধ্যমে এইচ এস সি রেজাল্ট বোর্ড চ্যালেন্জ করতে পারবেন ।এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ
আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করন
REV<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর
পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে.
উদাহরণঃআাপনার শিক্ষাবোর্ড যদি ঢাকা হয় আর আপনার এইচএসসি রোল যদি 520149 হয় তাহলে আপনি যেভাবে আবেদন করবেন- RSC<স্পেস>DHA<স্পেস>520149
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
প্রথম এসএমএসটি সফলভাবে প্রেরণের পর ফিরতি SMS এ একটি PIN Number প্রদান করা হবে। তারপর Message অপশনে গিয়ে REV লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number লিখে <Space> দিয়ে Contact Number (যেকোন অপারেটরের নম্বর) দিয়ে SMS করুন 16222 নম্বরে।
উপরের সবগুলোধাপ যদি আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারেন তাহলে আপনাকে একটা কনফার্মেশন এসএমএস দেওয়া হবে । আপনার বোর্ড চ্যালেন্জ সঠিকভাবে সম্পন্ন হলে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট এর জন্য অপেক্ষা করুন।
বি:দ্র: ২০২০ সালের এইচএসসি ফলাফল রিভিউ এর জন্য প্রতি বিষয়ের জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই ।
ক্রমিক নং | বিষয়ের নাম | বিষয় কোড |
১ | বাংলা | 101-102 |
২ | ইংরেজি | 107-108 |
৩ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | 275 |
৪ | অর্থনীতি | 109-110 |
৫ | পৌরনীতি ও সুশাসন | 269-270 |
৬ | সমাজকর্ম | 271-272 |
৭ | যুক্তিবিদ্যা | 121-122 |
৮ | মনোবিজ্ঞান | 123-124 |
৯ | ভূগোল | 125-126 |
১০ | উচ্চতর গণিত | 265-266 |
১১ | পরিসংখ্যান | 129-130 |
১২ | পদার্থবিজ্ঞান | 174-175 |
১৩ | রসায়ন | 176-177 |
১৪ | জীববিজ্ঞান | 178-179 |
১৫ | ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ও সার্ভে | 180-182 |
১৬ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | 267-268 |
১৭ | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | 277-278 |
১৮ | উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন | 286-287 |
১৯ | সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা | 235-236 |
২০ | হিসাববিজ্ঞান | 253-254 |
২১ | ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা | 292-293 |
২২ | কৃষিশিক্ষা | 239-240 |
এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২০
এইচএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল উচ্চ ম্যাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে । অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকেও এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২০ দেখতে পারবেন । নিচে সকল বোর্ডের খাতা চ্যালেঞ্জ পিডিএফ ফাইল দেওয়া আছে আপনার পছন্দমত বোর্ডের ফলাফল ডাউনলোড করে নিতে পারবেন ।
বোর্ডের নাম | ফলাফল লিংক |
ঢাকা বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
কুমিল্লা বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
রাজশাহী বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
চট্টগ্রাম বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
সিলেট বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
বরিশাল বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
যশোর বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
দিনাজপুর বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
ময়মনসিংহ বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
মাদ্রাসা বোর্ড আলিম পুনঃনিরীক্ষণ রেজাল্ট | পিডিএফ ডাউনলোড |
টেকনিক্যাল বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট | পিডিএফ ডাউনলোড |
DIBS বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট | পিডিএফ ডাউনলোড |
DCOM বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট | পিডিএফ ডাউনলোড |
সকল প্রকার ফলাফলের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।