স্টাডি টিপস

শেষ মুহুর্তের প্রস্তুতি কিভাবে নিবে(এইচএসসি-2018)

আর মাত্র কয়টা দিন। তারপরই তোমাদের পরীক্ষা।কেমন চলছে সেই প্রস্তুতি? তোমাদের প্রস্তুতিকে বেগমান করতে আমাদের এই পোস্ট। মনে রেখ ওস্তাদের মার শেষ রাত্রে। তাই পোস্টটা মনোযোগ দিও পড় বা না পড় বইগুলো মন দিয়ে পড়ো।

*সবার আগে দরকার নীল নকশা। না পাকিস্তানিদের মত না। মানে সঠিক পরিকল্পনা। ধরো বাকি আছে ৩ মাস। মানে ৯০ দিন। এই ৯০ দিনকে তুমি ভাগ করো। এমনভাবে ভাগ করো যেন সব সাবজেক্ট সর্বোচ্চ বার ভাল ভাবে রিভাইজ দিতে পারো।

*রুটিন মেনে চলা শুরু করো। অন্য কারো তৈরি করা রুটিন নয়। নিজের তৈরি করা রুটিন বেশি কাজে দিবে। শুধু পড়াশোনার রুটিন নয়। খাওয়া দাওয়া, খেলা ধুলা সব কিছু রুটিনের মধ্যে নিয়ে আসো। রুটিন মাফিক চললে সবকিছু দ্রুত ও ভাল ভাবে শেষ হবে । অগোছালো জীবনকে গোছাও তবেই ভাল রেজাল্ট করতে পারবে।

admissionwarquote

*মন মানসিকতায় পরিবর্তন আনো। আমি পারছি না, আমার দ্বারা সম্ভব না এইসব চিন্তা বাদ দাও। মনে মনে সব সময় বল আমি পারব। আমিই পারব। ৮০ পাওয়ার ইচ্ছা থাকলে ১০০ পাবার প্রস্তুতি নাও। ছোট বেলায় পড়ো নি- “পারিবো না, পারিবো না এ কথাটি বলিও না আর এক বার না পারলে দেখ শত বার” তবে ভয় কিসের? শত বার চেষ্টা করো। কেন তুমি পারবে না। তুমিই পারবে। “যতক্ষণ শ্বাস ততক্ষণ আস” নিজের সবোচ্চ দাও যেন পরে আফসোস করতে না হয় ইস আরেকটু ভাল করে পড়লে রেজাল্টটা আরও অনেক ভাল হত।

*অন্যের সাথে নিজের তুলনা দিও না।ছোট্ট মোমবাতির মত তুমিও বলো “আমার সাধ্য যে টুকু করিব তা আমি”  অমুক এই পড়তেছে সেই পড়তেছে এসব ভাবা বন্ধ করো। এগুলো হতাশা ছাড়া কিছু দিবে না।

*পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়বা। পড়ার টেবিলে যেন ফোন না থাকে আর পড়ার মাঝে ফোন ধরবা না। দরকার পড়লে দরজা বন্ধ রাখবা যাতে বাইরে কান না যায়। পড়া মানে শুধুই পড়া তার মধ্যে এই সময় এসে ফাঁকি দিলে ফেসে যাবা।

*তোমার পুঁজি টুকু ঝালাই করো। যে গুলো পড়ছো বার বার রিভাইজ করো। নতুন জিনিস আর পড়ার দরকার নাই। যে টুকু পড়ছো তাই রিভাইজ করো রিভাইজ না করলে সহজ জিনিসও দ্রুত ভুলে যাবে। *ঠিক মত বিশ্রাম ও একটু বেশি করে খাও। কারণ পড়লে দ্রুত ক্ষুধা লাগে। তাই পড়ার টেবিলের পাশে খাবার জিনিস রাখো। ঘুম পরিমিত হওয়া দরকার। মনে হতে পারে ওটা সময়ের অপচয় কিন্তু ওটা তোমাকে পরবর্তী কাজের শক্তি দিবে।

*নামাজ পড়ো আল্লাহকে ডাক। মন নরম থাকবে। পড়ায় ও গতি বাড়বে। নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে স্মরণ মনে প্রশান্তি সৃষ্টি করে

*আবার বলছি আত্মবিশ্বাস রাখ নিজের উপর। আত্মবিশ্বাস না থাকলে সহজ কাজও কঠিন মনে হবে । যে যাই বলুক তুমি তো জানো তুমি চেষ্টা করলে তোমাকে কেউ আটকাতে পারবে না।

দেখিয়ে দাও দুনিয়াকে তুমিও পারো। সময় এসেছে দেখিয়ে দেয়ার। মনে রেখ “যে কেউ, যে কোনো সময়, যে কোনো অবস্থা থেকে ঘুরে দাড়াতে পারে” তুমিও পারবে। শেষ ভাল যার সব ভাল তারই। এত দিন যা করছো তা ভুলে যাও। নতুন করে শুরু করো জীবন তো একটাই তাই না? তবে ভাবনা কি। মরতে নয়, লড়তে এসেছি। হার মানতে নয় জিততে এসেছি। খুব ভাল করে পড়ো। আমার দোয়া রইল।

লিখেছেনঃঅাহমেদ ইশতিয়াক মৃদুল (বায়োকেমিস্ট্রি,জাবি)

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!