বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
Trending

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ ভর্তি বিজ্ঞপ্তি বা কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ প্রকাশিত হয় “kuet.ac.bd” ওয়েবসাইটে। “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯-২০”  প্রকাশিত হয়েছে । “কুয়েট ভর্তি ফলাফল  ২০১৯-২০” সহ  এখানে সকল আপডেট পেয়ে যাবেন। চলুন দেখে নেয়া যাক “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০”।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ ভর্তি বিজ্ঞপ্তি

গুরুত্বপূর্ন সময় এবং বিষয় সমূহ
  • আবেদন শুরু: ০৪ সেপ্টেম্বর ২০১৯ সকাল ১০ঃ০০ টা
  • আবেদন শেষ: ১৭ সেপ্টেম্বর ২০১৯ রাত ১১ঃ৫৯ টা
  • এ, টি, পি চিহ্নিত আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০১৯ বিকাল ০৩ঃ৩০ টা
  • অর্থ প্রদানের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০১৯ সন্ধ্যা ০৫ঃ০০ টা
  • যোগ্য তালিকা প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯ এ
  • ভর্তি পরীক্ষার তারিখ: 18 অক্টোবর 2019 সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত
  • ভর্তির ফলাফল: ০৬ নভেম্বর ২০১৯

কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ পিডিএফ ডাউনলোড করুন

 

কুয়েটে আবেদনের জন্য প্রয়োজনীয়তা

আপনাকে অবশ্যই জিপিএ 4.00 সহ 2019 এ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। এবং পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি পয়েন্ট যুক্ত করে আপনার মোট 18 পয়েন্টও অর্জন করতে হবে । মোট আবেদনকারীদের মধ্যে কেবল 12000 (বারো হাজার) শিক্ষার্থী কুয়েট ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন ।

কুয়েট ভর্তি পরীক্ষার পরীক্ষার ব্যবস্থা ও মার্ক বিতরণ

পরীক্ষা 3 ঘন্টা সময়কাল ধরে অনুষ্ঠিত হবে এবং 4 টি বিষয় থেকে প্রশ্ন সেট করা হবে এগুলি পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এবং ইংরেজি। পরীক্ষার জন্য মোট নম্বর ৫০০। পরীক্ষার ধরণটি লিখিত।

  1. পদার্থবিজ্ঞান – 15 টি প্রশ্ন – 150 নম্বর
  2. রসায়ন – 15 টি প্রশ্ন – 150 নম্বর
  3. গণিত – 15 টি প্রশ্ন – 150 নম্বর
  4. ইংরেজি – 10 টি প্রশ্ন – 50 নম্বর

কুয়েট ভর্তি পরীক্ষার মোট আসন সংখ্যা।

২০১৯-২০ তে ভর্তি পরীক্ষার জন্য ১০৬৫ টি আসনের সমন্বয়ে ৩ টি অনুষদের অধীনে ১৬ টি বিভাগ/বিষয় রয়েছে। তাদের আসন সংখ্যা গুলো নিম্নরূপ,

সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ
  1. সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) -120
  2. নগর ও আঞ্চলিক পরিকল্পনা (ইউআরপি) – 60
  3. বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) – 60
  4. আর্কিটেকচার (এআরএইচ) – 40
বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন প্রকৌশল অনুষদ
  1. বৈদ্যুতিক ও বৈদ্যুতিন ইঞ্জিনিয়ারিং (EEE) – 120
  2. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) – 120
  3. ইলেকট্রনিক্স এবং যোগাযোগ ইঞ্জিনিয়ারিং (ECE) – 60
  4. বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং (BME) – 30
  5. উপাদান বিজ্ঞান এবং প্রকৌশল (এমএসই) – 60
মেকানিকাল ইঞ্জিনিয়ারিং অনুষদ
  1. মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (এমই) – 120
  2. শিল্প ও উত্পাদন প্রকৌশল (আইপিই) – 60
  3. চামড়া প্রকৌশল (এলই) – 60
  4. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) – 60
  5. শক্তি বিজ্ঞান ও প্রকৌশল (ইএসই) – 30
  6. রাসায়নিক প্রকৌশল (সিই) – 30
  7. মেচাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) – 30

কুয়েট 2019-20 ভর্তি পরীক্ষার সহায়তা লাইন

কুয়েট ভর্তি পরীক্ষার যে কোন সমস্যায় আপনি কুয়েট ভর্তি পরীক্ষা হেল্পলাইনে সাহায্যের জন্য কল করতে পারেন। আপনি আপনার সমস্যার সমাধান পাবেন। আপনাকে কেবল 01799273655 (সকাল 9.00 টা থেকে 05:00 pm) এ কল করতে হবে বা আপনি admission@kuet.ac.bd এ মেইল ​​করতে পারেন ..

কুয়েট ভর্তি পরীক্ষার নোটিশ 2019-20 দেখুন

কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি

 

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button