পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশিত হয়েছে। সার্কুলারটি পাবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইট pust.ac.bd এ প্রকাশ করা হয়। চলুন পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ এর সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
যে সকল শিক্ষার্থী জিএসটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, শুধু তারাই আবেদন করতে পারবেন এবং যারা জিএসটি ভর্তি পরীক্ষায় ২০২১ এর কম পেয়েছে তারা আবেদন করতে পারবে না !
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ০৪(চার) বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান), বিবিএ প্রােগ্রাম এবং ০৫(পাঁচ) বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি.ফার্ম, (প্রফেশনাল) কোর্সে মােট ২১(একুশ)টি বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে (অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে ।
পাবিপ্রবি ভর্তি টাইমলাইন |
---|
আবেদন শুরুঃ ২০ নভেম্বর ২০২১
আবেদন শেষঃ ০৫ ডিসেম্বর ২০২১ |
আবেদনের ন্যূনতম যোগ্যতা
শুধুমাত্র ২০১৭ ও ২০১৮ সালের এসএসসি/ সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে।
ইউনিট ভিত্তিক যোগ্যতাঃ
ইউনিট | আবেদনের ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) ও বিষয়ভিত্তিক ন্যূনতম জিপিএ |
ইউনিট A
|
এসএসসি+এইচএসসি ৮.০, এসএসসিতে কমপক্ষে ৩.৫, এইচএসসিতে কমপক্ষে ৩.৫
এইচএসসিতে পদার্থবিজ্ঞান ৩.৫, রসায়ন ৩.৫, গণিত/জীববিজ্ঞান ৩.৫ |
ইউনিট B | বিজ্ঞান শাখা: এসএসসি+এইচএসসি ৮.০, এসএসসিতে কমপক্ষে ৩.৫ এবং এইচএসসিতে কমপক্ষে ৩.৫
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা: এসএসসি+এইচএসসি ৭.৫, এসএসসিতে কমপক্ষে ৩.০ এবং এইচএসসিতে কমপক্ষে ৩.০, |
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯-২০ দেখুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২১
পরীক্ষা পদ্ধতি ও মান বন্টন
ইউনিট | নম্বর বন্টন | মোট নম্বর |
ইউনিট A | MCQ পরীক্ষা : পদার্থবিজ্ঞান ১৫; রসায়ন ১৫; এবং গণিত/জীববিজ্ঞান ১৫
লিখিত পরীক্ষা : ৩৫নম্বর |
৮০ |
স্থাপত্য বিভাগে ভর্তিচ্ছুশিক্ষার্থীদের অতিরিক্ত ড্রইং ৩০ | ৮০+৩০=১১০
|
|
ইউনিট B | MCQ পরীক্ষা : বিজ্ঞান ও মানবিক শাখা: বাংলা ১৫; ইংরেজি ১৫; সাধারণ জ্ঞান ১৫
লিখিত পরীক্ষা : ৩৫নম্বর |
৮০ |
MCQ পরীক্ষা : ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ১৫; ইংরেজি ১৫; একাউন্টিং, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১৫
লিখিত পরীক্ষা : ৩৫নম্বর |
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- MCQ পরীক্ষার ৮০ নম্বরের মধ্যে পাস নম্বর ৩৬।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ এর সাথে যথাক্রমে ০.৮ ও ১.২ দ্বারা গুণ করে প্রাপ্ত স্কোর যোগ করে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে পুনরায় যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে।
- প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি (প্রযোজ্য ক্ষেত্রে) ভার্সনে হবে। যে সকল প্রার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের আবেদনের সময় নির্ধারিত অপশন সিলেক্ট করতে হবে।
- ভর্তি পরীক্ষায় প্রতিটি MCQ প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়
(ক) ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.pust.ac.bd) মাধ্যমে জানানো হবে।
(খ) ভর্তি পরীক্ষার সময় সকল পরীক্ষার্থীকে অবশ্যই ওয়েবসাইট admission1819.pust.ac.bd থেকে Application ID এর মাধ্যমে সংগ্রহকৃত প্রবেশপত্রের (A4 80gm কাগজে প্রিন্টকৃত রঙিন) দুইকপি নির্ধারিত জায়গায় স্বাক্ষর করে সঙ্গে আনতে হবে।
(গ) ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ/ইনভিজিলেটর পরীক্ষার হলে পরীক্ষার্থী কর্তৃক আনিত দুইটি প্রবেশপত্রের একটি সংগ্রহ করবে।
(ঘ) পরীক্ষার হলে প্রার্থীর সঙ্গে ক্যালকুলেটর,মোবাইল ফোন, হেডফোন, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ যেকোন প্রকার ডিভাইস রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার
হলে কোনো প্রার্থীর কাছে এরূপ কোনো প্রকার ডিভাইস পাওয়া গেলে, সে ব্যবহার করুক বা না করুক তাকে বহিষ্কার করা হবে।
(ঙ) পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার ২০(বিশ) মিনিট পূর্বে সিট প্ল্যান অনুযায়ী নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত আসন ব্যতিত পরীক্ষায় অংশগ্রহণ করলে
উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।