স্কলারশীপ

সাউথইষ্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০১৮ । South East Bank Scholarship 2018

এইচএসসি পরীক্ষার পর বিভিন্ন ব্যাংক ও সংগঠন শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করে থাকে । তারই ধারাবাহিকতায়  সাউথইষ্ট ব্যাংক এইচএসএসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করছে । চলুন দেখে নেওয়া যাক সাউথইষ্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০১৮ এর আবেদনের বিস্তারিত ।

আবেদনের যোগ্যতা

যাদের পরিবার আর্থিক দিক থেকে অস্বচ্ছল এবং ২০১৮ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম ফলাফল-
বিজ্ঞান শাখায়ঃ জিপিএ ৫.০,
বাণিজ্য শাখায়ঃ জিপিএ ৪.৫
মানবিক শাখায়ঃ জিপিএ ৪.০

বৃত্তির পরিমাণঃ মাসিক ১,৫০০/- টাকা (জুলাই ২০১৮ – জুন ২০২০);
বই পুস্তক বাবদ এককালীন প্রদান করা হবে ৪,০০০/- টাকা

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ নিচের ঠিকানায় ১৬ আগস্ট, ২০১৮

বিশ্ববিদ্যালয় ভর্তির বইগুলো ডাউনলোড করে নিন

আবেদন ফরম পাঠানোর ঠিকানা :

সিএসআর এন্ড এডমিনিস্ট্রেশন
সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন
ইউনুস সেন্টার, ৬ষ্ঠ তলা, ৫২-৫৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

South East Bank Scholarship 2018

নিচের লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিন

[button color=”blue” size=”medium” link=”https://www.southeastbank.com.bd/upload/downloads/SB%20Foundation%20Form.pdf” icon=”” target=”false” nofollow=”false”]ডাউনলোড[/button]

বিভিন্ন শিক্ষাবৃত্তি, সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button