
এইচএসসি অর্থনীতি ২য় পত্র সাজেশন
সামনে এইচএসসি পরীক্ষা 2018 । আশা করি সবাই পরীক্ষার জন্য জন্য পুরোদমে প্রস্তুতি গ্রহন করেছ । হাতে যে কয়দিন সময় আছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা কর । যে বিষয়ে এখনও সমস্যা রয়ে গেছে সেগুলো সমাধার করে ফেল এখনই কারন পরীক্ষা শুরু হলে তা আর সম্ভব না ।
তোমাদের হয়ত সবাই প্রায় শেষ । এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও একবার ঝালাই করে নিলে আরও ভাল হয় । তাই আমরা তৈরি করেছি এইচএসসি অর্থনীতি ২য় পত্র সাজেশন । আশা করি এখান থেকেই কমন পাবে । কিন্তু কোনভাবেই এটার উপর পুরোপুরি নির্ভর করবে না । কারণ সাজেশন কোন সময়ই ভাল প্রস্তুতির সহায়ক নয় । এটা তোমাকে সাময়িক সহযোগিতা করবে । তুমি শুধু তোমর মূল প্রস্তুতির সাথে সাজেশনটাকে একটা সাপোর্ট মনে করতে পার । তাহলে দেখে নাও এইচএসসি অর্থনীতি ২য় পত্র সাজেশন সাজেশনটি ।
যারা এইচএসসি অর্থনীতি ১ম পত্র সাজেশনটি মিস করেছ তারা দেখে নাও।
এইচএসসি অর্থনীতি ১ম পত্রের সাজেশন
এইচ.এস.সি প্রস্তুতি-২০১৮ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন)
এইচ.এস.সি বাংলা প্রথম পত্র সাজেশন
সুত্র: শিশির আসাদ
2018 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি রইল শুভ কামনা ।
আমাদের সকল সাজেশন ও সাইটের আপডেট পেতে আমাদের ফেইজবুক পেইজে চোখ রাখুন।
[button color=”blue” size=”medium” link=”https://www.facebook.com/admission17/” ]Facebook Page[/button]