বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ । খুব শীঘ্রই জাককানইবি ভর্তি সার্কুলার 2019-20 বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েব সাইট www.jkkniu.edu.bd তে প্রকাশ করা হবে । আজকে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ভর্তি তথ্য ও যোগ্যতা নিয়ে আলোচনা করব ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে  ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে SMS পদ্ধতিতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

জাককানইবি ভর্তি টাইমলাইন
আবেদন শুরু :০১ অক্টোবর ২০১৯

আবেদনের শেষ তারিখ :৩১ অক্টোবর ২০১৯

আবেদন ফি : ৮১০ টাকা

আবেদন লিংক  : jkkniu.admission.online

ভর্তি পরীক্ষার সময়সূচী

ইউনিট তারিখ বার
A ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
B ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
C ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
D ২০ নভেম্বর ২০১৯ বুধবার
E ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

 

ইউনিট পরিচিতি ও আসন সংখ্যা

ইউনিটের নাম ইউনিটভুক্ত বিভাগের নাম ও আসন সংখ্যা মোট আসন সংখ্যা
A ইউনিট (১) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ-৫৫

(২) ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ-৫০

(৩) দর্শন- ৫০

১৫৫

 

B ইউনিট  

(১) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই)-৪০

(২) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই)-৪০

(৩) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইএসই)- ৪০

(৪) পরিসংখ্যান বিভাগ – ৪০

১৬০
C ইউনিট (১) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ-৫০

(২) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ-৫০

(৩) হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগ-৫০

(৪) ব্যবস্থাপনা বিভাগ – ৫০

 

২০০

 

D ইউনিট (১) অর্থনীতি বিভাগ-৫০

(২) লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগ-৫০

(৩) আইন ও বিচার বিভাগ- ৫০

(৪) ফোকলোর বিভাগ-৫০

(৫)নৃবিজ্ঞান বিভাগ-৫০

(৬) পপুলেশন সায়েন্স বিভাগ -৫০

(৭) স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ-৫০

(৮) সমাজবিজ্ঞান বিভাগ-৫০

৪০০
E ইউনিট (১) সংগীত বিভাগ-৫৫

(২) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ-২৫

(৩) চারুকলা বিভাগ-৪০

(৪) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ-২৫

 

 

১৪৫
মোট আসন সংখ্যা ১০৬০

আবেদনের ন্যূনতম যোগ্যতা

যে সকল শিক্ষার্থী ২০১৬ বা ২০১৭ সালে এস.এস.সি/সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালে এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে সকল শিক্ষার্থী কেবলমাত্র নিম্নবর্ণিত যােগ্যতা পূরণ সাপেক্ষে উপরােক্ত ইউনিটসমূহের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। তবে B ইউনিটের ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে এস.এস.সি/সমমান ২০১৪ ও ২০১৫ সালের উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবে।

ইউনিট নাম এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় চর্তুথ বিষয়সহ জিপিএ
A ইউনিট i) মানবিক শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

ii) বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

iii) কারিগরি/মাদ্রাসাসহ অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫০ সহ ৪.০০ থাকতে হবে। সর্বমােট জিপিএ ৮.৫০ থাকতে হবে।

B ইউনিট বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ন্যূনতম ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৭.৫০ থাকতে হবে। ii) ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকটিতে জিপিএ ন্যূনতম ২.৫ সহ (জিপিএ-৪.০০ স্কেলে) সর্বমােট জিপিএ ন্যূনতম ৬.৫০ থাকতে হবে।
C ইউনিট i) ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার জন্য উভয় পরীক্ষায় ন্যূনতম ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৭.০০ থাকতে হবে।

ii) বিজ্ঞান, কারিগরি ও অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় ন্যূনতম ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

D  ইউনিট i) বিজ্ঞান শাখার জন্য উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.০০ সহ সর্বমােট জিপিএ ৮.০০ থাকতে হবে।ii) মানবিক শাখার জন্য উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
অংশের ২৫ নম্বরের মধ্যেiii) ব্যবসায় শিক্ষা শাখার জন্য উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৭৫ সহ সর্বমােট জিপিএ ৮.০০ থাকতে হবে।iv) কারিগরি ও অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.০০ সহ সর্বমােট জিপিএ ৮.০০ থাকতে হবে।
E ইউনিট সকল বিভাগের ক্ষেত্রে উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৭.০০ থাকতে হবে।
** ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেকট্রনিক্স ডিভাইস বহন সম্পূর্ন নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলি

A, B, C, D ও E ইউনিটের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক) MCQ ৭৫ নম্বরের মধ্যে যারা ন্যূনতম ৩০ নম্বর এবং কোটার ক্ষেত্রে ২৫ নম্বর পবে শুধুমাত্র তাদেরই লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে।

খ) সকল ইউনিটের ক্ষেত্রে লিখিত ২৫ নম্বরের মধ্যে ন্যূনতম ১০ নম্বর এবং কোটার ক্ষেত্রে ০৮ নম্বর পেতে হবে। E ইউনিটের ৫০ নম্বর ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ২০ নম্বর এবং কোটার ক্ষেত্রে ১৭ নম্বর পেতে হবে। MCQ ৭৫ নম্বরের পরীক্ষায় প্রতিটি প্রশ্নের নম্বর ১ তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। নম্বর বণ্টন নিম্নরূপ:

ইউনিট MCQ-পরীক্ষার বিষয় ও নম্বর লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর
A ইউনিট বাংলা ৩০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান-১৫ বাংলা-১০, ইংরেজি-১৫
B ইউনিট গণিত- ২৫, পদার্থ-২৫, রসায়ন-১৫, ইংরেজি-১০ পদার্থ বিজ্ঞান-০৫, গণিত-০৫, বাংলা-০৫, ইংরেজি-০৫, রসায়ন-০৫
C ইউনিট ‘ক’ অংশ (আবশ্যিক, সকল গ্রুপের জন্য প্রযােজ্য)

(১) বাংলা-১০ (২) ইংরেজি-২০ (৩) গণিত-১৫

খ অংশ (শুধুমাত্র ব্যবসায় গ্রুপের জন্য প্রযােজ্য)

১) ব্যবসায় নীতি ও প্রয়ােগ-১৫ (২) হিসাববিজ্ঞান-১৫

‘গ’ অংশ (ব্যবসায় ব্যতীত অন্যান্য গ্রুপের জন্য প্রযােজ্য) সাধারণ জ্ঞান-৩০

বাংলা-০৮, ইংরেজি-০৯, গণিত-০৮
D ইউনিট বাংলা-১৫, ইংরেজি-২৫, গণিত-০৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ)-১০, সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)-১০, আই. সি. টি-০৫, বিষয় ভিত্তিক-০৫ ভাষান্তর-১০, অনুচ্ছেদ শুদ্ধিকরণ-১০, সাম্প্রতিক অনুচ্ছেদ-০৫
E ইউনিট বাংলা-২০, ইংরেজি-১৫, বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান-৪০ (সঙ্গীত-১০, চারুকলা-  ,  ১০, নাট্যকলা-১০, ফিল্ম অ্যান্ড মিডিয়া-১০) বাংলা (বর্ণনামূলক)-১৫, ইংরেজি (বর্ণনামূলক)-১০

জাককানইবি  ভর্তি সার্কুলার ২০১৯-২০







সকল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯ দেখুন

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!