
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ প্রকাশিত হয়েছে । কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার 2024-25 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.cou.ac.bd তে সর্বপ্রথম প্রকাশিত হয় । চলুন দেখে নেয়া যাক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৫ বিস্তারিত ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তির জন্য নোটিশ ২০২৫ প্রকাশ করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পাররেন ।
কুবি ভর্তি টাইমলাইন |
---|
আবেদন শুরু : ০২ ফেব্রুয়ারী ২০২৫ আবেদন শেষ : ২২ ফেব্রুয়ারী ২০২৫ আবেদন ফি : ১০০০ আবেদনের লিংক: www.cou.ac.bd |
কুবি ভর্তি পরীক্ষার সময়সূচী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি নিধারণ করা হয়েছে।
ই্উনিটের নাম |
তারিখ |
সময় |
এ’ ইউনিট | ১৯ এপ্রিল ২০২৫ | দুপুর ০৩.০০ থেকে দুপুর ০৪.০০ |
বি’ ইউনিট | ২৫ এপ্রিল ২০২৫ | দুপুর ০৪.০০ থেকে দুপুর ০৫.০০ |
সি’ ইউনিট | ১৯ এপ্রিল ২০২৫ | সকাল ১০.০০ থেকে সকাল ১১.০০ |
ইউনিট পরিচিতি ও আবেদনের ন্যূনতম যোগ্যতা
এসএসসি/সমমান পাশের সালঃ ২০২০/ ২০২১/২০২২
এইচএসসি/সমমান পাশের সালঃ ২০২৩/২০২৪
ইউনিটের নাম | অনুষদের নাম | আবেদনের ন্যূনতম যোগ্যতা |
A ইউনিট | বিজ্ঞান ও প্রকৌশল অনুষদA-ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) | বিজ্ঞান শাখা হতে SSC/ সমমান ও HSC/ সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে। A-ইউনিট এর বিষয়সমূহের মধ্যে গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য HSC/সমমান পর্যায়ে গণিতে জিপি ৩.০০ থাকতে হবে এবং গণিত, সিএসই ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে উত্তর দিতে হবে। রসায়ন বিভাগে ভর্তিচ্ছুদের HSC/সমমান পরীক্ষায় রসায়নে জিপি ৩.৫০ ও গণিতে জিপি ২.৫০ থাকতে হবে। ফার্মেসী বিভাগে ভর্তিচ্ছুদের HSC/সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপি ৩.৫০ ও গণিতে জিপি ২.৫০ থাকতে হবে। |
B ইউনিট | কলা ও মানবিক ,সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ | B-ইউনিটে আবেদনকারীর SSC/ সমমান ও HSC/ সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) মানবিক শাখায় ৬.০০, বিজ্ঞান শাখায় ৭.০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫০ থাকতে হবে। তবে সকল শাখার ক্ষেত্রে SSC/ সমমান ও HSC/ সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। B-ইউনিট এর বিষয়সমূহের মধ্যে ইংরেজিতে ভর্তিচ্ছুদের HSC/ সমমান পরীক্ষায় ইংরেজিতে লেটার গ্রেড (A-) এবং অর্থনীতিতে ভর্তিচ্ছুদের HSC/ সমমান পর্যায়ে অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান বিষয়ের যে কোন একটি থাকতে হবে। আইন বিভাগে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কমপক্ষে ৪০% নম্বর থাকতে হবে। |
C ইউনিট | বিজনেস স্টাডিস অনুষদ | C-ইউনিটে আবেদনকারীর SSC/ সমমান ও HSC/ সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) বিজ্ঞান শাখায় ৭.০০ থাকতে হবে তন্মধ্যে SSC/ সমমান ও HSC/ সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে, ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫০ থাকতে হবে তন্মধ্যে SSC / সমমান ও HSC/ সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে এবং মানবিক শাখায় ৬.০০ থাকতে হবে তন্মধ্যে SSC/ সমমান ও HSC/ সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। |
বিশ্ববিদ্যালয় ভর্তির সহায়ক বইগুলো ডাউনলোড করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৫
আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। সংগ্রহ করতে চাইলে নিচের ছবি ডাউনলোড করে নিতে পারবেন। ভর্তি সংক্রান্ত নতুন কোনো তথ্য আমাদের হাতে পৌঁছালে এই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের নিয়মাবলী


পেমেন্ট পদ্ধতি









কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলােড
প্রবেশপত্র ডাউনলোড করার জন্য http://col.teletalk.com.bd এ ব্রাউজ করতে হবে। COU এডমিশন অপশনে ক্লিক করে স্ব স্ব User ID ও Password দিয়ে লগ ইন করলে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং ছবি ও স্বাক্ষর আপলােড এর অপশন পাওয়া যাবে। Photo (দৈর্ঘ্য xপ্রস্থ) 300 x 300 pixel এবং Signature (দৈর্ঘ্যxপ্রস্থ) 300 x 80 pixel (সর্বোচ্চ 60KB ) আপেলোড করলে সয়ংক্রিয়ভাবে প্রবেশপত্র তৈরি হয়ে যাবে । আপনি তখন প্রবেশপত্রটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন ।
- সাদাকালাে ছবি গ্রহণযােগ্য নয়।
- প্রবেশপত্রের এক কপি পরীক্ষার হলে নিজের কাছে রাখতে হবে এবং অন্য কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিতে হবে।
- ছবি ও স্বাক্ষর একবার আপলােড হয়ে গেলে পরিবর্তনের কোন সুযােগ নেই।
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার দেখুন
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।