বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
Trending

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ । cou.ac.bd

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশিত হয়েছে । কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার  2020-21  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.cou.ac.bd তে সর্বপ্রথম প্রকাশিত হয় । চলুন দেখে নেয়া যাক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা  বিস্তারিত ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তির জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেবন ।

কুবি ভর্তি টাইমলাইন
আবেদন শুরু : ২০ নভেম্বর ২০২১
আবেদন শেষ : ৩০ নভেম্বর ২০২১
প্রবেশপত্র ডাউনলোড : GST প্রবেশপত্র 
আবেদনের লিংক:  www.cou.ac.bd

কুবি ভর্তি পরীক্ষার সময়সূচী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি নিধারণ করা হয়েছে।

ই্‌উনিটের নাম

তারিখ

সময়

এ’ ইউনিট ১৭ই অক্টোবর ২০২১ দুপুর ১২টা-১টা
‘বি’ ইউনিট ২৪শে অক্টোবর ২০২১  দুপুর ১২টা-১টা
সি’ ইউনিট ০১লা নভেম্বর ২০২১  দুপুর ১২টা-১টা

 গুচ্ছ ইউনিট পরিচিতি ও আবেদনের ন্যূনতম যোগ্যতা

এসএসসি/সমমান পাশের সালঃ ২০১৭/২০১৮
এইচএসসি/সমমান পাশের সালঃ ২০১৯/২০২০ 
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ ভর্তি  পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে তিনটি ইউনিটে।

ইউনিটের নাম অনুষদের নাম আবেদনের ন্যূনতম যোগ্যতা
A ইউনিট  ‍বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ বিজ্ঞান শাখা থেকে আবেদনকারীর SSC ও HSC/ সমমান সর্বমোট জিপিএ 8র্থ বিষয়সহ মোট ৮.০০ থাকতে হবে ।
B ইউনিট কলা ও মানবিক ,সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা থেকে আগত আবেদনকারীর SSC ও HSC/ সমমান সর্বমোট জিপিএ 8র্থ বিষয়সহ মোট ৭.০০ থাকতে হবে ।
C ইউনিট বিজনেস স্টাডিস অনুষদ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা থেকে আগত আবেদনকারীর SSC ও HSC/ সমমান সর্বমোট জিপিএ 8র্থ বিষয়সহ মোট ৭.৫০ থাকতে হবে ।
সকল ইউনিটের আবদেনকারীকে SSC ও HSC উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 8র্থ বিষয়সহ মোট ৩.৫০ থাকতে হবে

বিশ্ববিদ্যালয় ভর্তির সহায়ক বইগুলো ডাউনলোড করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২১

আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। সংগ্রহ করতে চাইলে নিচের ছবি ডাউনলোড করে নিতে পারবেন। ভর্তি সংক্রান্ত নতুন কোনো তথ্য আমাদের হাতে পৌঁছালে এই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

image
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ  আবেদনের নিয়মাবলীঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য একটি প্রিপেইড টেলিটক মােবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে SMS করতে হবে। আবেদনকারীর টেলিটক প্রিপেইড মােবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি SMS এর মাধ্যমে সাথে সাথেই একটি User ID ও একটি Password
জানিয়ে দেয়া হবে। এই User ID ও Password সযত্নে সংরক্ষণ করতে হবে। একবার SMS করে আবেদন করলে তা আর প্রত্যাহার করা যাবে না।
মেসেজ পাঠানাের নিয়ম 

COU <space> FIRST THREE LETTERS OF HSC BOARD NAME<space>HSC ROLL<space>HSC YEAR<space> FIRST THREE LETTERS OF SSC BOARD NAME<space>SSC ROLL<space>SSC YEAR <space>UNIT NAME।

উদাহরণ: মনে করুন কোন শিক্ষার্থী কুমিল্লা শিক্ষাবাের্ড হতে ২০১৬ ও ২০১৮ সালে যথাক্রমে SSC ও HSC পাশকৃত করেছে এবং তার  SSC রােল নম্বর 654987 ও HSC রােল নম্বর 147852 এবং সে  A ইউনিটে আবেদন করতে চাইলে তাকে নিচের মত করে মেসেজ পাঠাতে হবে। COU<space>COM<space>789123<space>2018<space>COM<space>123456<space>2016<space>A

বাের্ডের শর্টকোড –  কুমিল্লা (COM), সিলেট (SYL), বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশাের (JES), রাজশাহী (RAJ), মাদরাসা (MAD), কারিগরী শিক্ষা বাের্ড (TEC) লিখতে হবে।

উপরের SMS টি পাঠানাের পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, কাক্ষিত ইউনিট, ভর্তির ফি ও একটি PIN জানিয়ে সম্মতি
চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানাের জন্য প্রথম COU, তারপর স্পেস দিয়ে YES, স্পেস দিয়ে PIN, স্পেস দিয়ে আবেদনকারীর যােগাযােগের জন্য যে কোন একটি মােবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।
উদাহরণ – COU<space>YES<space>পিন নাম্বার<space>01XXXXXXXXX।


উল্লেখ্য যে, সম্মতি জানিয়ে SMS পাঠাগেই কেবল আবেদনকারীর মােবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নেয়া হবে, অন্যথায় কোন ফি কাটা হবে না।

আবেদনকারীর টেলিটক মােবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্রের জন্য একটি User ID ও Password দেয়া হবে। একবার এসএমএস করে আবেদন করলে তা প্রত্যাহার করা যাবে না।

*A” Level  ও কোটার আবেদনের জন্য আলাদা নির্দেশিকা রয়েছে । বিস্তারিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার এ দেখুন ।

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলােডঃ

প্রবেশপত্র ডাউনলোড করার  জন্য http://col.teletalk.com.bd এ ব্রাউজ করতে হবে। COU এডমিশন অপশনে ক্লিক করে স্ব স্ব User ID ও Password দিয়ে লগ ইন করলে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং ছবি ও স্বাক্ষর আপলােড এর অপশন পাওয়া যাবে। Photo (দৈর্ঘ্য xপ্রস্থ) 300 x 300 pixel এবং Signature  (দৈর্ঘ্যxপ্রস্থ) 300 x 80 pixel (সর্বোচ্চ 60KB ) আপেলোড করলে সয়ংক্রিয়ভাবে প্রবেশপত্র তৈরি হয়ে যাবে । আপনি তখন প্রবেশপত্রটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন ।

  • সাদাকালাে ছবি গ্রহণযােগ্য নয়।
  • প্রবেশপত্রের এক কপি পরীক্ষার হলে নিজের কাছে রাখতে হবে এবং অন্য কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিতে হবে।
  • ছবি ও স্বাক্ষর একবার আপলােড হয়ে গেলে পরিবর্তনের কোন সুযােগ নেই।

সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২১ দেখুন

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!