বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪। admission-agri.org

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ৯ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ ও আবেদন যোগ্যতা  । কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪  acas.edu.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে । সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার তারিখ, মানবন্টন ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে  গ্রহণের করা হবে। ভর্তিচ্ছু আবেদনকারীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন ।

গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী
  • আবেদন শুরু: ২২ এপ্রিল ২০২৪
  • আবেদন শেষ: ৩০ মে ২০২৪
  • প্রবেশপত্র ডাউনলোড : ০২ জুলাই ২০২৪ থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত
  • আসন বিন্যাস প্রকাশ : ০২ জুলাই ২০২৪
  • ভর্তি পরীক্ষার তারিখ: ২০ জুলাই ২০২৪
  • আবেদন ফিঃ ১২০০/- টাকা

প্রাথমিক ফলাফল লিংক

বিশ্ববিদ্যালয় ও আসনসংখ্যা

সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৭১৮ টি আসন রয়েছে । 

ক্র. নং বিশ্ববিদ্যালয়ের নাম  আসন সংখ্যা
১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ১১১৬
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ৪৩৫
৩. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ৬৯৮
৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ৪৩১
৫. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪৪৮
৬. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ২৭০
৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ১৫০
৮. হবিগঞ্জ  কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ ৯০
৯. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম ৮০
সর্বমোট ৩৭১৮

আবেদনের ন্যূনতম যােগ্যতা

  • ২০১৯/২০২০/২০২১ সালে এসএসসি/ সমমান এবং ২০২২/২০২৩ সালে এইচএসসি/ সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমােট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।

বি:দ্র:  জিসিই O এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।

লিখিত নির্বাচনী পরীক্ষা

  • উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্বশেষ পাঠ্যক্রম অনুসরণে ইংরেজি, জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে Multiple Choice Question (MCQ) পদ্ধতিতে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ও ইংরেজিতে প্রণীত হবে।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (শূন্য দশমিক দুই পাচ) নম্বর কর্তন করা হবে।

পরীক্ষার বিষয় ও মানবন্টন

ভর্তি পরীক্ষা হবে MCQ (Multiple Question Choice) পদ্ধতিতে ।মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয় নম্বর
ইংরেজি ১০
প্রাণীবিজ্ঞান ১৫
উদ্ভিদবিজ্ঞান ১৫
পদার্থবিজ্ঞান ২০
রসায়ন ২০
গণিত ২০

মেধা স্কোর নির্ধারণ

লিখিত পরীক্ষার জন্য ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ এর এসএসসি/ সমমান হতে ২৫ নম্বর এবং এইচএসসি/ সমমান হতে ২৫ নম্বর যােগ করে সর্বমােট ১৫০ নম্বরের মধ্যে মেধা স্কোর নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়মাবলী

১) আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য acas.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী Online-এ আবেদন ফরম পূরণ করতে হবে।

২) Googly Play Store থেকে ACAS App Download করে এর মাধ্যমেও আবেদন ফরম পূরণ করা যাবে।

৩) মোবাইল নম্বর হিসেবে নিজের মোবাইল নম্বর প্রদান করতে হবে। SMS এর মাধ্যমে পিন/লগইন পাসওয়ার্ড ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য উক্ত নাম্বারে দেওয়া হবে।

৪) আবেদনকারীকে  পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙ্গিন ছবির সফটকপি (৫০ কিলোবাইটের মধ্যে jpg ফরমেটে) লগইন করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। পাসপোর্ট আকারের সঠিক ছবি আপলোড না করলে প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে না ।

৫) O এবং A লেভেল আবেদনকারীদেরকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান-কপি অনলাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ১২০০/- (ট্রানজেকশন চার্জ ব্যতীত) টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইন ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড-এর যেকোনো একটির মাধ্যমে জমা দিতে হবে।

 ভর্তি জমাদানের প্রক্রিয়া

১/ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পেমেন্ট পদ্ধতি হিসেবে নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড-এর যে কোন একটির মাধ্যমে ১০,০০০.০০ (দশ হাজার টাকা) মাত্র (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি প্রার্থীতা নিশ্চিত করতে হবে।

২/ ভর্তিচ্ছু প্রার্থী যদি তার বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়ের অটোমাইগ্রেশন বন্ধ করতে চায় তবে তাকে অবশ্যই ভর্তির পর অনলাইনে (acas.edu.bd) অটোমাইগ্রেশন অপশনটি বন্ধ করে দিতে হবে। একবার অটোমাইগ্রেশন বন্ধ করলে তা আর কোনভাবে চালু করা যাবে না।

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৩-২০২৪ সালের ভর্তি বিজ্ঞপ্তি ছবি আকারে নিচে যুক্ত করা হয়েছে। আপনার প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলো দেখে নিন। ২০২৪ সালের ভর্তি নোটিশ প্রকাশ হওয়ার সাতে সাথে এখানে যুক্ত করা হবে ।


agri-1-c

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

গুচ্ছ পরিক্ষা পদ্ধতিতে অংশ নেওয়া ০৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা অনুষদ/ইস্টিটিউট অনুযায়ী নিম্নে দেওয়া হলো।

১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

অনুষদ/ইনস্টিটিউট ডিগ্রির নাম আসন সংখ্যা
ভেটেরিনারি অনুষদ ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ১৮০
কৃষি অনুষদ বি.এসসি.ইন এগ্রিকালচার (অনার্স) ৩২০
পশু পালন অনুষদ বি.এসসি.ইন এ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স) ১৮০
কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ বি.এসসি.ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) ১০৬
কৃষি প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদ বি.এসসি.ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং  ১০০
বি.এসসি.ইনফুড ইঞ্জিনিয়ারিং ৫০
বি.এসসি.ইন বায়োইনফমেটিক্স ইঞ্জিনিয়ারিং ৩০
ফিশারিজ অনুষদ বি.এসসি.ইন ফিশারিজ (অনার্স) ১২০
ইন্টার ডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি বি.এসসি.ইন ফুড সেফটি ম্যানেজমেন্ট ৩০

সর্বমোট = 

১১১৬

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় 

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
কৃষি অনুষদ বিএস (কৃষি) ১২০
ফিশারিজ অনুষদ বিএস (ফিশারিজ) ৬০
ভেটেরিনারি মেডিসিন এ্যান্ড এ্যানিমেল অনুষদ ডিভিএম (ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন) ৭০
কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ বিএস (কৃষি অর্থনীতি)  ১০০

সর্বমোট = 

৩৩০

৩. শেরাবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
কৃষি অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচার (অনার্স) ৩৮৭
এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ বি.এসসি. ইন এগ্রিবিজনেস ৭১
বি.এসসি. ইন এগ্রিকালচার ইকোনমিক্স (অনার্স) ৭১
এ্যানিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ বি.এসসি ইন ভেটিরিনারি সাইন্স এন্ড এ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স) ১১৪
ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সাইন্স অনুষদ বি.এসসি ইন ফিশারিজ (অনার্স) ৬১

সর্বমোট = 

৭০৪

৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
ভেটিরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ১০০
কৃষি অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচার (অনার্স) ৮৮
মাৎসবিজ্ঞান অনুষদ বি.এসসি. ইন ফিসারিজ (অনার্স) ৭৫
কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) ৬৪
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচারাল  ইঞ্জিনিয়ারিং ৬৪
বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ বি.এসসি. ইন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (অনার্স) ৪০

সর্বমোট = 

৪৩১

৫. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
কৃষি অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচার (অনার্স) ২২৭
মাৎস্যবিজ্ঞান অনুষদ বি.এসসি. ইন  ফিশারিজ (অনার্স) ৭২
এ্যানিমেল সায়েন্স এ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৭২
বি.এসসি. ইন  এ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স) ৭২

সর্বমোট = 

৪৪৩

৬. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
ভেটেরিনারি মেডিসিন অনুষদ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ১০০
ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদ বি.এসসি. ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি (অনার্স) ৮০
ফিশারিজ অনুষদ বি.এসসি. ইন ফিশারিজ (অনার্স) ৬৫

সর্বমোট = 

২৪৫

৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ বি.এসসি. ইন ভেটেরিনারি সাইন্স এন্ড এ্যানিমেল হাজবেন্ড্রি ৩০
এগ্রিকালচার অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচার (অনার্স) ৩০
ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ বি.এসসি. ইন ফিশারিজ (অনার্স) ৩০
এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড এগ্রি বিজনেস স্টাডিজ অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) ৩০
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ৩০

সর্বমোট = 

১৫০

কৃষি ভর্তি বিজ্ঞপ্তি সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ ও ও গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!