গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
হোম ইকোনমিক্স বা গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি নোটিশ ২০২০-২০২১ | ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ গার্হস্থ্য অর্থনীতি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ তাদের অফিসিয়াল ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd এ প্রকাশিত হয়েছে। ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখ ও মানবন্টন, আসন সংখ্যা, ভর্তি বিজ্ঞপ্তি সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন গার্হস্থ অর্থনীতির পাচটি কলেজে ৪ বছরের মেয়াদী অনার্স ভর্তির আবেদন শুরু হয়েছে । পাচটি বিষয়ের বিপরীতে বিভিন্ন কলেজে মোট ২৪৭৫ টি আসন রয়েছে । আগ্রহী প্রার্থীরা (শুধুমাত্র মেয়ে) অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন ।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময় |
---|
আবেদন শুরু : ১৫ জুন ২০২১
আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই ২০২১ আবেদন ফি : ৬৫০ টাকা আবদেন ফি জমদোনের শেষ তারিখ : ০১ আগষ্ট ২০২১ ভর্তি পরীক্ষার তারিখ : ১২ নভেম্বর ২০২১ (পরিবর্তিত) আবদন লিংক : collegeadmission.eis.du.ac.bd |
অধিভক্ত কলেজসমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পাচটি কলেজের মধ্যে একটি সরকারি এবং চারটি বেসরকারি কলেজ । নিচের কলেজের ধরন , ঠিকানা ও বাৎসরিক খরচ দেওয়া হল –
কলেজের নাম |
ঠিকানা ও ওয়েবসাইট |
ধরণ |
বার্ষিক খরচ (আনুমানিক) |
গার্হস্থ্য অর্থনীতি কলেজ | আজিমপুর,ঢাকা
www.govhec.edu.bd |
সরকারি | ৬০০০ টাকা |
বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ | গ্রিন রোড, ঢাকা
www.bhec.edu.bd |
বেসরকারি | ৪৫০০০ টাকা
ভর্তি ফি- ৫০০০ টাকা (একবার প্রদেয়) |
ন্যাশানাল কলেজ এব হোম ইকোনমিক্সে | ৮/৫-এ, ব্লক সি, লালমাটিয়া, ঢাকা
www.nche98.com |
বেসরকারি | ৩১৭৫০ টাকা
ভর্তি ফি- ৫০০০ টাকা (একবার প্রদেয়) |
ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ | বাউন্ডারি রোড, ময়মনসিংহ
www.bhec.edu.bd |
বেসরকারি | ৩০০০০ টাকা
ভর্তি ফি- ৫০০০ টাকা (একবার প্রদেয়) |
আকিজ কলেজ এব হোম ইকোনমিক্সে | রোড ৯/এ, ধানমন্ডি, ঢাকা
www.akijhec.edu.bd |
বেসরকারি | ২৭২৫০ টাকা
ভর্তি ফি- ৫০০০ টাকা (একবার প্রদেয়) |
বিষয়সমূহ
গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে স্নাতক (সম্মান) এর নির্ধারিত বিষয়গুলো হল-
- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য)
- বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প ( শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য)
- সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেণরশিপ
- শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক
- শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা
আবেদনের ন্যূনতম যােগ্যতা
- যেকোন শিক্ষাবাের্ড থেকে ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি বা সমমানের পরীক্ষা এবং ২০২০ সালে এইচএসসি বা সমামনের পরীক্ষায় পাশ করতে হবে ।
- বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক যে কোন শাখার শিক্ষার্থীরাই আবেদন করেত পারবেন ।
- এসএসসি ও এইচএসসি বা উভয়ের সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৫.৫০ থাকতে হবে । তবে কোন পরীক্ষায় জিপিএ ২.৫০ এর নিচে থাকলে আবেদন করা যাবে না ।
কলেজ ভিত্তিক যোগ্যতা ও আসনসংখ্যা
কলেজের নাম ও আসনসংখ্যা |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর যােগফল (৪র্থ বিষয় সহ) |
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ( ৮০০) |
(প্রতি শাখায় যেকোনাে পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে)
|
বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (৭৫০) |
|
ন্যাশানাল কলেজ এব হোম ইকোনমিক্সে (৫৫০) |
|
ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (১০০) |
|
আকিজ কলেজ এব হোম ইকোনমিক্সে (২৭৫) |
|
ভর্তি পরীক্ষার মানবন্টন
- ভর্তি পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘণ্টা এবং পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে হবে। মােট ১০০টি প্রশ্নের জন্য মােট নম্বর হবে ১০০ অর্থ্যাৎ প্রতিটি প্রশ্নের মান হবে ১ ।
- ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে ।
- প্রত্যেক প্রার্থীকে বাংলা ও ইংরেজি এবং ২টি নৈর্বাচনিক বিষয়সহ মােট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ৩০।
- ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। যারা ৪০ এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
বিভাগ ভিত্তিক মানবন্টন
আবশ্যিক বিষয় |
যেকোনাে ২টি নৈর্বাচনিক বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে |
|||
বাংলা ও ইংরেজি |
বিজ্ঞান |
ব্যবসায় শিক্ষা |
মানবিক |
গার্হস্থ্য অর্থনীতি |
|
|
|
|
- পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
- পরীক্ষার হলে প্রার্থীর নিকট মােবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযােগাযােগ করা যায় এরূপ যেকোনাে প্রকার ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
হোম ইকোনমিক্স কলেজ ভর্তি নোটিশ
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে collegeadmission.eis.du.ac.bd ওয়েব সাইটের মাধ্যমে ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবেন । ভর্তির আবেদনের জন্য যেসকল তথ্য প্রয়োজন –
- শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য
- বর্তমান ঠিকানা ও মােবাইল নম্বর
- পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক)
- কোটা সংক্রান্ত তথ্য
- স্ক্যান করা একটি ছবি
ভর্তির আবেদন ফি তাৎক্ষনিক অনলাইনে (মােবাইল ব্যাংকিং বা ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে) বা চারটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে (সােনালী, জনতা, অগ্রণী ও রূপালী) নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে। আবেদন ও ফি জমাদানের বিস্তারিত নির্দেশনাবলী ওয়েব সাইটে পাওয়া যাবে।
ভর্তি বিষয়ক যেকোন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবাসাইটে এবং যোগ দিন আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে।