বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তির বিস্তারিত তথ্য

জীববিজ্ঞান অনুষদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদ সম্পর্কিত ইউনিট হল “ডি ইউনিট” । জাবি ডি ইউনিট এর অধীনে মোট ৭ টি বিভাগ রয়েছে । নূন্যতম যোগ্যতা থাকলেই বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া যায় তবে প্রতিটি বিভাগে ভর্তির জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন হয় । আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের বিস্তারিত আলোচনা করব।

গুরুত্বপূর্ণ  তথ্যাবলী

মোট আসন সংখ্যা : ৩৬৭ টি

মোট বিভাগ : ৭ টি

প্রযোজ্য বিভাগ : বিজ্ঞান  বিভাগ

ভর্তি বিজ্ঞপ্তি লিঙ্ক

আবেদনের নূন্যতম যোগ্যতা

  • ২০১৭ সাল ও এর পরবর্তী সালে এসএসসি ও সমমান পরীক্ষায় এবং ২০১৯ ও ২০২০ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় ‍উত্তীর্ণরা আবদেন করতে পারবেন ।
  • ভর্তি পরীক্ষার আবেদনের জন্য  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার বিষয় ও মানবন্টন

জীববিজ্ঞান অনুষদ বা ডি ইউনিট ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই অংশগ্রহন করতে পারবেন । ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০ । যার মধ্যে ৮০ নম্বর এমসিকিউ লিখিত পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসির জিপিএর উপর ২০ নম্বর ।

বিষয়ের নাম নম্বর
বাংলা ও ইংরেজী ০৮
রসায়ন বিজ্ঞান ২৪
উদ্ভিদ বিজ্ঞান ২২
প্রাণিবিদ্যা ২২
আইকিউ
লিখিত পরীক্ষা নম্বর ৮০
জিপিএ নম্বর  এসএসসি জিপিএ x ১.৫ ২০
এইচএসসি জিপিএ x ২.৫
মোট ১০০
  • ভর্তি পরীক্ষার সময় – ১ ঘন্টা
  • প্রতিটা প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার হতে ০.২০ করে কেটে নেওয়া হবে এবং পাশ মার্ক ২৭।
  • কোন বিষয়ে আলাদা ভাবে পাশ করতে হবেনা।

বিভাগ ভিত্তিক ভর্তির যোগ্যতা

জীববিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় ভিত্তিক নূন্যতম যোগ্যতা অর্জন করতে হবে ।

উদ্ভিদবিজ্ঞান মােট জিপিএ ৯.০০ জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
প্রাণিবিদ্যা মােট জিপিএ ৯.০০ জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
ফার্মেসী মােট জিপিএ ৯.০০ রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে A- (মাইনাস) গ্রেড
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান মােট জিপিএ ৯.০০ রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
মাইক্রোবায়ােলজি মােট জিপিএ ৯.০০ রসায়ন ও জীববিজ্ঞান A+ (প্লাস) ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং মােট জিপিএ ৯.০০  রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A গ্রেড
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স মােট জিপিএ ৯.০০ রসায়ন ও জীববিজ্ঞান ও গণিতে A গ্রেড

সকল বিশ্ববিদ্যালযের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট ও ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য আমাদের ফেইজবুক পেইজ ও গ্রুপে যোগ দিন।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button