ফলাফল

জেএসসি রেজাল্ট ২০১৯। জেডিসি ফলাফল 2019 মার্কশীট সহ

জেএসসি ফলাফল ২০১৯ ও জেডিসি রেজাল্ট 2019 মার্কশীটসহ .  ৩১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে জে.ডি.সি ও জে.এস.সি রেজাল্ট প্রকাশিত হবে । তাই জে এস সি পরীক্ষার রেজাল্ট 2019 কিভাবে মার্কশীট দেখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।

 জেডিসি ফলাফল 2019। জেএসসি রেজাল্ট ২০১৯

গত ১ নভেম্বর জে এস সি পরিক্ষা শুরু হয় এবং সমাপ্ত হয় ১৫ নভেম্বর। জে এস সি পরিক্ষা অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে।এই পরীক্ষায় মোট ২৯ হাজার ৬৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশনিয়েছে। এতেসর্বচ্চ ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। সকলেই উদগ্রীব হয়েঅপেক্ষা করে আছে ফলাফলের জন্য। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রি নুরুল ইসলাম নাহিদ বলেছেন ফলালফল প্রকাশ করা হবে আগামী ২৪ ডিসেম্বর বেলা ১২ টার পর।

মোট ৯ টি বোর্ডে (৮ টি সাধারণ বোর্ড এবং একটি মাদ্রাসা বোর্ড) ২৬০ টি পরিক্ষা কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠীত হয়।

ফলাফল প্রকাশের জন্য সর্বপ্রথম ফলাফলটি মাননীয় প্রধান মন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার কাছে প্রদান করা হবে। তারপর জনসম্মুখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিছু প্রতিষ্ঠানের সাথে কথা বলবেন। তারকিছুক্ষণ পর ফলফল সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে যাবে। সেখান থেকে সকল শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবে। এছাড়াও বিভিন্নভাবে ফলাফল সংগ্রহ করা যাবে।


জে এস সি ফলাফল ২০১৯ মার্কশীটসহ

বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায়জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দ্বিতীয় পাবলিক এবং সবচেয়ে বড় পরিসরে পরীক্ষা।ইন্টারনেটে ফলাফল পেতে ক্লিক করুন http://eboardresults.com .এই লিঙ্কে।এই সাইটে গিয়ে সর্বপ্রথম আপনি প্রতিটি তথ্য পূরণ করবেন। যেভাবে পূরণ করবেন তার নমুনা দেয়া হলোঃ

১।Examination এ গিয়ে পরীক্ষার নাম অর্থাৎ জে এস সি/ জে ডি সি সিলেক্ট করবেন

২। তারপর  Year এ গিয়ে ২০১৯ সাল দিবেন

৩।Board এ গিয়ে আপনি যেই বোর্ডের অধীনে পরিক্ষা দিয়েছেন সেটি নির্ধারন করবেন।

৪। Result Type এ গিয়ে Individual Result দিবেন।

৫। Roll Number  এখানে আপনি ৬ ডিজিটের রোল নাম্বার লিখবেন

৬। Registration No এ রেজিস্ট্রাশন নং দিবেন।

৭। এরপর আসবে সিকিউরিটি চেক। এখানে আপনাকে একটি শব্দ দেখে দেখে লিখতে হবে।

৮। এরপর Submit Button এ ক্লিক করে অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন আপনার রেজাল্ট।

পূর্ববর্তী বছর গুলোর অভিজ্ঞতার আলোকে দেখা গেছে সারা দেশ থেকে একই সময় লক্ষ লক্ষ মানুষবোর্ডের রেজাল্ট সাইট ঢোকার চেষ্টা করে । যার ফলে সার্ভার জ্যাম থাকে এবং লোড হয় না।তাই রেজাল্টের দিন সবাই বিকল্প উপায়ে রেজাল্ট পাওয়ার  চেষ্টা করেথাকেন। তবে অনেকেই হয়তো জানে না যেশিক্ষা বোর্ডের এর এই ওয়েবসাইট ছাড়াও প্রতিটা বোর্ড তাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটেজেএসসি পরিক্ষার ফলাফলপ্র কাশ করে থাকে। তাই আপনি স্বল্প সময়ে রেজাল্ট নিতে  চাইলে খুব সহজে নিচের সকল বোর্ডের লিংক থেকে দেখে নিতে পারেন আপনার কাঙ্খিত রেজাল্ট মার্কশীটসহ দেখতে পারবেন ।

ঢাকা বোর্ড-জে এস সি ফলাফল ২০১৯ মার্কশীটসহ

যশোর বোর্ড-জে.এস.সি রেজাল্ট 2019

বরিশাল বোর্ড-জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯

চট্টগ্রাম বোর্ড-জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৯

সিলেট বোর্ড-জে এস সি ফলাফল 2019

দিনাজপুর বোর্ড-জেএসসি ফলাফল ২০১৯

কুমিল্লা বোর্ড-জেএসসি রেজাল্ট ২০১৯

রাজশাহী বোর্ড-জে.এস.সি রেজাল্ট ২০১৯

মাদ্রাসা বোর্ড জেডিসি রেজাল্ট ২০১৯

এসএমএস এর মাধ্যমে জেএসসি রেজাল্ট ২০১৯

যেহেতু রেজাল্টের দিন সার্ভারে সমস্যা থাকে তাই খুব সহজেই মোবাইলের এসএমএস এর মাধ্যমে পেতে পারেন আপনার পরীক্ষার ফলাফল। এসএমএস এর মাধ্যমে জে এস সি রেজাল্টপেতে অনুসরণ করুন এই নিয়ম।

১। সর্বপ্রথম মোবাইলের মেসেজ অপসনে যান।

২। তারপর টাইপ করুন JSCতারপর একটি স্পেস দিন

৩। লিখুনআপনার বোর্ডের প্রথম তিনটি অক্ষরএরপর আরেকটি স্পেস দিন

৪। লিখুন জেএসসি রোলনংএরপর আবারো একটি স্পেসদিন

৫। সর্বশেষ পরীক্ষারসাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে।

 উদাহরণ: JSC <স্পেস>JES <স্পেস>789456 <স্পেস>2019

মাদ্রাসা বোর্ড এর জেডিসি রেজাল্ট এর ক্ষেত্রে

JDC<স্পেস>MAD<স্পেস>789456<স্পেস>2019

৬। কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্ট পেয়ে যাবেন।


আপনি যেকোনো অপারেটরের মাধ্যমে রেজাল্টের জন্য এসএমএস দিতে পারেন। এতে আপনার ২.৪৪ টাকা কেটে যাবে প্রতি এসএমএস এ।

সকল বোর্ডের সংক্ষিপ্ত রূপঃ

  • ঢাকা বোর্ড : DHA
  • দিনাজপুর বোর্ড : DIN
  • চট্টগ্রাম বোর্ড     : CHI
  • কুমিল্লা বোর্ড        : COM
  • রাজশাহী বোর্ড     : RAJ
  • যশোর বোর্ড   : JES
  • সিলেট বোর্ড      : SYL
  • বরিশাল বোর্ড : BAR

অ্যাপস দিয়ে দেখুন  জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯

এখন আপনি চাইলে অর্থ খরচ না করে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস দিয়ে জেএসসি রেজাল্ট ২০১৯ দেখতে পারেন। স্মার্টফোনে টেলিটকের এডুকেশন বোর্ড রেজাল্ট অ্যাপস দিয়ে যে কেউ সহজেই পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন।কিন্তু লক্ষ্য রাখবেন ভুল কোনো অ্যাপস ডাউনলোড করবেন না। এতে করে আপনি ঝামেলার সম্মুখিন হতে পারেন। তাই সঠিক অ্যাপস ডাউনলোড করতে হলে আপনাকে যা করতে হবে তা হলঃ

Google Play Store এ যান এবং সার্চ করুন “JSC Result BD ” লিখে । All Result BD (অফিসিয়াল অ্যাপস) – ইন্সটল করতে হলে আপনার একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। তবেই আপনি অ্যাপসটি ডাউনলোদ করতে পারেন।

শিক্ষা বোর্ড কর্তৃক ২০১৯ সালের ফলাফলটি হবে জিপিএ সিস্টেমে। বাংলাদেশের সকল রেজাল্ট প্রকাশ পায় এই পদ্ধতি তে। আপনাদের সুবিধার জন্য গ্রেড সিস্টেমের বিবরণ দেয়া হলোঃ

Marks Within Grade Point Letter Grade
0 to 32 0.00 F
33 to 39 1.00 D
40 to 49 2.00 C
50 to 59 3.00 B
60 to 69 3.50 A-
70 to 79 4.00 A
80 to 100 5.00 A+

 

জেডিসি ও জেএসসি বৃত্তির ফলাফল ২০১৯

প্রতি বছর জেডিসি ও জেএসসি পরীক্ষায় যারা ভাল ফলাফল করে তাদের বৃত্তির প্রদান করা হয় । সাধারনত জেডিসি ও জেএসসি রেজাল্ট এর দুই বা তিন মাস পর বৃত্তির রেজাল্ট প্রকাশ করা হয় । বৃত্তি রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরই আমাদের  Admissionwar.com   থেকে জেএসসি বৃত্তি ফলাফল দেখতে পারবেন ।

সারা বাংলাদেশ একযোগে অপেক্ষা করছে জে এস সি ও জেডিসি  পরিক্ষার ফলাফলের জন্য। সকল পরিক্ষার্থীর জন্য রইলো শুভেচ্ছা। তোমরা তোমাদের রোল নম্বর দিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!