ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনােলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
২০১৯-২০ শিক্ষা বর্ষে প্রথম পর্ব ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন- জুট টেকনােলজি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । গত ১১ মে ২০১৯ তারিখে বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট www.dot.gov.bd এ এই ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় । ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-জুট টেকনােলজি ভর্তির সকল তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হল ।
ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনােলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পরিচালিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট, গৌরনদী, বরিশাল, টেক্সটাইল ইনস্টিটিউট, টাংগাইল, দিনাজপুর, রংপুর, নাটোর, চট্টগ্রাম ও খুলনায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইনস্টিটিউট, টাংগাইলে ডিপ্লোমা-ইন-জুট টেকনােলজি কোর্সে ১ম পর্বে ছাত্র /ছাত্রী ভর্তির জন্য এসএমএস এ আবেদন আহবান করা যাচ্ছে।
ভর্তি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য |
---|
আবেদন শুরু : ১৫ মে ২০১৯ দুপুর ১২.০০ থেকে
আবেদন শেষ : ১৬ জুন ২০১৯ রাত ১২.০০ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ : ২০ জুন ২০১৯ ক্লাশ শুরু : ২০ জুলাই ২০১৯ |
ভর্তির জন্য প্রতিষ্ঠানের নাম, কোর্সের নাম ও আসন সংখ্যা
ক্রমিক নং | কলেজ/ইনস্টিটিউটের নাম ও ঠিকানা | শিফট | শিক্ষা প্রতিষ্ঠানের কোড | কোর্সের নাম | বিষয় কোড | মোট আসন
সংখ্যা |
১
|
টেক্সটাইল ইনস্টিটিউট বাজিতপুর রােড, টাঙ্গাইল। | T | (ক)ডিপ্লোমা-ইন-টেক্সটাইল। ইঞ্জিনিয়ারিং | TE | ১০০ টি | |
(খ) ডিপ্লোমা-ইন-জুট টেকনােলজি | JT | ১০০ টি | ||||
২
|
টেক্সটাইল ইনস্টিটিউট পুলহাট, দিনাজপুর। | ১ম | D | ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | TE | ১০০ টি |
২য় | ১০০ টি | |||||
৩ | টেক্সটাইল ইনস্টিটিউট, নাটোর। আলী নগর (রামাইগাছি), বড় হরিষপুর বাইপাস রােড, নাটোর | N | ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | TE | ১২০ টি | |
৪ | টেক্সটাইল ইনস্টিটিউট, রংপুর আলম নগর (রেল স্টেশন সংলগ্ন) সদর উপজেলা, রংপুর | R | ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | TE | ১২০ টি | |
৫ | টেক্সটাইল ইনস্টিটিউট, চট্টগ্রাম | ষােলশহর, পাঁচশাইল, চট্টগ্রাম। | C | ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | TE | ১২০ টি | |
৬ | শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট, গৌরনদী,
বরিশাল |
B | ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | TE | ১২০ টি | |
৭ | টেক্সটাইল ইনস্টিটিউট, খুলনা।
বিশ্বরােড, লবনচরা, খুলনা |
K | TE | ১২০ টি | ||
সর্বমোট | ১০০০টি |
ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের যােগ্যতা
(ক) প্রার্থীকে অবশ্যই জন্মগতভাবে বা নাগরিকত্ব গ্রহণে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(খ) ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে দেশের সকল শিক্ষা বাের্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/ দাখিল /এসএসসি (ভােকেশনাল)/দাখিল (ভােকেশনাল)/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ছেলেদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ‘ও’ লেভেলের যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যে কোন দুটিবিষয়ে নূন্যতম ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
মােবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া
(ক) শুধু টেলিটক মােবাইল ফোনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রচার, ভর্তি কার্যক্রম, ব্যবস্থাপনা, ফলাফল প্রণয়ন ইত্যাদি ব্যয় বাবদ সর্বমােট আবেদন ফি ৩৩০/- (তিনশত ত্রিশ ) টাকা মাত্র কেটে নেয়ার জন্য সংশ্লিষ্ট মােবাইলে পর্যাপ্ত টাকা থাকতে হবে।
(খ) ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মােবাইল ফোন থেকে 16222 নম্বরে SMS করতে হবে।
(গ) একটি টেলিটক প্রিপেইড মােবাইল ফোনের মাধ্যমে Message অপশনে গিয়ে DOT লিখে, স্পেস দিয়ে SSC শিক্ষাবাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে স্পেস দিয়ে বাের্ড রােল নম্বর লিখে, স্পেস দিয়ে SSC পাসের সাল লিখে, স্পেস দিয়ে যে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক সেই শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ অনুযায়ী নামের কোড লিখে স্পেস দিয়ে পছন্দের কোর্সের নামের কোড লিখে, স্পেস দিয়ে কোটার শব্দ সংক্ষেপ লিখে 16222 নম্বরে SMS করতে হবে।।
উদাহরণ: DOT<>DHA<> 123456<>2019<>BDTNRCK<>TE<>FF
ঘ) উপরের SMS টি পাঠানাের পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তির ফি ও একটি PIN জানিয়ে সম্মতি | চাওয়া হবে। তখন 16222 নম্বরে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানাের জন্য প্রথমে DOT লিখে, স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে PIN লিখে, স্পেস দিয়ে আবেদনকারীর যােগাযােগের জন্য নিজের ব্যবহৃত (যে কোন অপারেটর এর) একটি মােবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণ:: DOT<>YES<> 654321<>01XXXXXXXXX
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভর্তি বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন ।
ডিপ্লোমা-ইন-জুট টেকনােলজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ডিপ্লোমা-ইন-জুট টেকনােলজি ও ডিপ্লোমা-ইন- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিষয়ে আরো বিস্তারিত জানতে আমদের ফেজবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।