জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ফলাফল ২০২৩-২০২৪ (১ম মেধা তালিকা)
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ফলাফল ২০২৩-২০২৪ । ডিগ্রি ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল আগামী ৩০ অক্টোবর ২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/admission এ প্রকাশ করা হবে । যারা ১ম মেধা তালিকায় স্থান পাবে না তাদের জন্য পরবর্তীতে ২য় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে । আজকে আমরা ডিগ্রি ভর্তি ফলাফল ২০২৩-২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ১ম মেধা তালিকা ২০২৩-২০২৪
ডিগ্রি ভর্তির আবেদন গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শেষ হয় । জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ মোতাবেক , আগামী ২০ অক্টোবর ২০২৪ তারিখে ডিগ্রি ভর্তির ১ম মেধা তালিকা রেজাল্ট প্রকাশ করা হবে । যারা ১ম মেধা তালিকায় স্থান পায়নি না তাদের নিরাশ হওয়ার কোন কারন নেই । জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছরের মত এবছরও ডিগ্রি ভর্তি ২য় মেধা তালিকার ফলাফল প্রকাশ করবে । মেধা তালিকায় থেকেও যারা ভর্তি হতে পারবে না তারা আবার ” ডিগ্রি রিলিজ স্লিপ” এর জন্য আবেদন করতে পারবে । তাই ডিগ্রি ভর্তিচ্ছুদের বলছি নিরাশ হওয়ার কোন কারন নেই।
টাইমলাইন | |
১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ: প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) | থেকে। Applicant Login অপশনে Degree Pass Login ক্লিক করে ভর্তি ফরম পূরণ করতে হবে। |
২০ অক্টোবর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৪ |
১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি ৪৮৫/-(চারশত পঁচাশি) টাকাসহ চূড়ান্ত ভর্তি ফরমের প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখ । | ২১ অক্টোবর ২০২৪ থেকে ০৩ নভেম্বর ২০২৪ |
কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের তারিখ: | ২১ অক্টোবর ২০২৪ থেকে ০৪ নভেম্বর ২০২৪ |
কলেজকে ভর্তিকৃত প্রার্থীদের রেজিস্ট্রেশন ফি [প্রার্থী প্রতি ৪৮৫/- (চারশত পঁচাশি) টাকা| হারে] সােনালী সেবার মাধ্যমে যে কোন সােনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ:
থেকে। এ লক্ষ্যে কলেজ Login এর মাধ্যমে Admission Payment Info (Pass) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলােড করবে। Pay Slip এ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে “রেজিস্ট্রেশন ফি” খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 0218100000134 উল্লেখপূর্বক মােট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সােনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করবে। |
০৫ নভেম্বর ২০২৪ থেকে ১১ নভেম্বর ২০২৪ |
অনলাইনে ফলাফল দেখার নিয়ম
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ফলাফল দেখতে আপনাকে দুটি উপায় অবলম্বন করতে হবে। উপায় দুটি হল অনলাইন ও এস এম এস। নিচে অনলাইনের মাধ্যমে ফলাফল দেখার প্রক্রিয়া আলোচনা করা হল।
- প্রথমে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি বিষয়ক লিংক এ প্রবেশ করতে হবে: www.nu.ac.bd/admissions
- ২. Applicant Login অপশনে ক্লিক করতে হবে।
- ৩. Degree Pass Login লিংকে প্রবেশ করতে হবে।
- ৪. এবার আপনার ভর্তি রোল এবং পিন নম্বর সঠিকভাবে এন্ট্রি করুন।
- ৫. Login অপশনে ক্লিক করুন।
- ৬. অবশেষে আপনার ফলাফল প্রদর্শিত হবে।
এসএমএস এ রেজাল্ট দেখার উপায়
খুব সহজেই মোবাইলের এসএমএস এর মাধ্যমে পেতে পারেন আপনার ডিগ্রি ভর্তি পরীক্ষার রেজাল্ট । এসএমএস এর মাধ্যমে ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২৪ পেতে নিচের নিয়ম অনুসরণ করুন।
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ NU স্পেস atdg স্পেস আপনার রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নম্বরে।
nu<space>atdg<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে ।
উল্লেখ্য যে, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে আমাদের ওয়েব সাইট এর সাথেই থাকুন ।