জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ৩য় বর্ষ রেজাল্ট ২০১৯ । [সেশন -২০১৭]
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ৩য় বর্ষ রেজাল্ট ২০১৯. ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী রেজাল্ট ওয়েবসাইট nu.edu.bd/results এ প্রকাশ করা হয়েছে । এ বছর ডিগ্রী ৩য় বর্ষ ফলাফলে পাশের হার ৪৯%. নিচে ডিগ্রী ৩য় বর্ষ রেজাল্ট ২০১৯. (Degree 3rd Year Result) নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ৩য় বর্ষ রেজাল্ট ২০১৯ । [সেশন -২০১৭]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২৮/০৪/২০১৮ তারিখে বিকাল ০৪-০০টায় প্রকাশিত হবে। সারা দেশের ৬৯৬টি কেন্দ্রে ১৭৭৩টি কলেজের সর্বমােট ২,২০,৭৮৪ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ইন্টারনেট
ইন্টারনেটের মাধ্যমে আপনি আপনার ডিগ্রী ৩য় বর্ষ রেজাল্ট ২০১৯ দেখতে পারবেন । এজন্য নিচের নিয়মগুলো অনুস্মরণ করুন ।
1. প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইট www.nu.edu.bd/results
2. সাইটে প্রবেশ করার পর আপনি কোর্স অনুসারে রেজাল্ট দেখার অপশন পাবেন ।
3. কোর্স হিসেবে “Degree” সিলেক্ট করুন ।
4.এখন আপনি আপনার বছর হিসেবে “Degree 3rd Year “সিলেক্ট করুন ।
5. যদি আপনি শুধু আপনার রেজাল্ট দেখতে চান তবে “Individual Result” সিলেক্ট করুন ।
6. এখন আপনি আপনার রোল নাম্বার লিখুন ।
7. সর্বশেষ একটি ছবি দেখতে পাবেন । ছবির অক্ষরগলো ছবির নিচের বক্সে লিখুন ।
8. সব তথ্য পুনরায় যাচাই করুন । যদি সব তথ্য ঠিক থাকে তবে “Search Result”
9. এখন আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন ।
এসএমএস
কোন মােবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে NU<space>DEG<space> ROLL no লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
উদাহরণ : NU DEG 654321
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।