জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ৩য় বর্ষ রেজাল্ট ২০১৯ । [সেশন -২০১৭]

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ৩য় বর্ষ রেজাল্ট ২০১৯. ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী রেজাল্ট ওয়েবসাইট nu.edu.bd/results এ প্রকাশ করা হয়েছে । এ বছর ডিগ্রী ৩য় বর্ষ ফলাফলে পাশের হার ৪৯%. নিচে  ডিগ্রী ৩য় বর্ষ রেজাল্ট ২০১৯. (Degree 3rd Year Result) নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ৩য় বর্ষ রেজাল্ট ২০১৯ । [সেশন -২০১৭]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২৮/০৪/২০১৮ তারিখে বিকাল ০৪-০০টায় প্রকাশিত হবে। সারা দেশের ৬৯৬টি কেন্দ্রে ১৭৭৩টি কলেজের সর্বমােট ২,২০,৭৮৪ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

রেজাল্ট লিংক ১

রেজাল্ট লিংক ২

ইন্টারনেট

ইন্টারনেটের মাধ্যমে আপনি আপনার ডিগ্রী ৩য় বর্ষ রেজাল্ট ২০১৯ দেখতে পারবেন । এজন্য নিচের নিয়মগুলো অনুস্মরণ করুন ।

NU degree result 2019

1. প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইট www.nu.edu.bd/results

2. সাইটে প্রবেশ করার পর আপনি কোর্স অনুসারে রেজাল্ট দেখার অপশন পাবেন ।

3. কোর্স হিসেবে  “Degree” সিলেক্ট করুন ।

4.এখন আপনি আপনার বছর হিসেবে “Degree 3rd Year “সিলেক্ট করুন ।

5.  যদি আপনি শুধু আপনার রেজাল্ট দেখতে চান তবে “Individual Result” সিলেক্ট করুন ।

6. এখন আপনি আপনার রোল নাম্বার লিখুন ।

7. সর্বশেষ একটি ছবি দেখতে পাবেন । ছবির অক্ষরগলো ছবির নিচের বক্সে লিখুন ।

8. সব তথ্য পুনরায় যাচাই করুন । যদি সব তথ্য ঠিক থাকে তবে “Search Result”

9. এখন আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন ।

এসএমএস

কোন মােবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে NU<space>DEG<space> ROLL no লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।

উদাহরণ :  NU DEG 654321


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button