
ঢাকা বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস ২০২৪-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার সকল ইউুনট ইউনিট সিট প্ল্যান ২০২৪-২০২৫। ঢাবি আসন বিন্যাস ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.eis.edu.bd এ প্রকাশ করা হবে। এই নিবন্ধে ঢাবি ভর্তি পরীক্ষার সকল ইউনিটের আসন বিন্যাস দেখার প্রক্রিয়া ও অন্যান্য বিষয় আলোচনা করা হল। ইংরেজীতে দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ইউনিট আসন বিন্যাস ২০২৪-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের সকল ইউনিটে অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর ২০২৪ (রাত ১১.৫৯) তারিখে শেষ হয়। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৪ জানুয়ারী, ২০২৫ থেকে চলবে ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ পর্যন্ত । চারুকলা ইউনিট ব্যতীত অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচী
ইউনিট | তারিখ | সময় |
কলা, আইন ও সামাজিক ইউনিট | ২৫ জানুয়ারী, ২০২৫ | সকাল ১১.০০ থেকে ১২.৩০ |
বিজ্ঞান ইউনিট | ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ | সকাল ১১.০০ থেকে ১২.৩০ |
ব্যবসায় শিক্ষা ইউনিট | ৮ ফেব্রুয়ারী, ২০২৫ | সকাল ১১.০০ থেকে ১২.৩০ |
চারুকলা ইউনিট | ৪ জানুয়ারী, ২০২৫ | সকাল ১১.০০ থেকে ১২.৩০ |
ঢাকা বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস ২০২৫
পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আসন বিন্যাস জেনে নেওয়া প্রয়োজন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সম্পর্কে বিস্তারিত আমাদের এই পোস্ট এ আলোচনা করব। আমরা SMS এর মাধ্যমে আসন বিন্যাস জানার প্রক্রিয়া এবং তার পাশাপাশি অনলাইনে ঢাবি সিটপ্ল্যান ২০২৫ জানার প্রক্রিয়া উল্লেখ করা হলো।
আরও পড়ুন: ঢাবি সকল ইউনিটের প্রশ্নব্যাংক পিডিএফ
অনলাইনে ঢাবি সিটপ্ল্যান জানার প্রক্রিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা সম্পর্কিত ওয়েবসাইট এ এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস ২০২৫ জানার জন্য নিচে উল্লেখিত পদক্ষেপ অনুসরণ করুনঃ
✓ প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা সম্পর্কিত ওয়েবসাইট admission.eis.edu.bd এ প্রবেশ করুন।
✓ এবার ওয়েবসাইট এর উপরে বাম পাশে লগইন বাটনে ক্লিক করুন।
✓ তারপর আপনার এইচএসসি রোল নাম্বার, এইচএসসি বোর্ড, এইচএসসি পাসের সন এবং এসএসসি রোল প্রদানের মাধ্যমে ওয়েবসাইট এ প্রবেশ করুন।
✓ লগইন করার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আসন বিন্যাস পেয়ে যাবেন।
আপনি জানেন কি?
২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে তিন লাখ ২৯ হাজার ৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ এর কেন্দ্র তালিকা সম্পর্কিত একটি ছক নিচে প্রকাশ করা হলো। এসকল কেন্দ্রের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আসন বিন্যাস তালিকা প্রকাশ করা হবে।
স্থান | কেন্দ্রের নাম |
ঢাকা | ঢাকা বিশ্ববিদ্যালয় |
রাজশাহী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
সিলেট | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
বরিশাল | বরিশাল বিশ্ববিদ্যালয় |
খুলনা | খুলনা বিশ্ববিদ্যালয় |
রংপুর | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় |
ময়মনসিংহ | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
উল্লেখ্য যে, বিভাগ ভিত্তিক উল্লেখিত কেন্দ্রসমূহ ছাড়াও এর পার্শ্ববর্তী স্কুল ও কলেজকে পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে।
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত এবং এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। আসুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এর সকল ইউনিট এর নম্বর বন্টন সম্পর্কে জেনে নেই।
ইউনিট | এমসিকিউ পরীক্ষা | লিখিত পরীক্ষা | ||
নম্বর | সময় | নম্বর | সময় | |
বিজ্ঞান ইউনিট | ৬০ | ৪৫ মিনিট | ৪০ | ৪৫ মিনিট |
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ৬০ | ৪৫ মিনিট | ৪০ | ৪৫ মিনিট |
ব্যবসায় শিক্ষা ইউনিট | ৬০ | ৪৫ মিনিট | ৪০ | ৪৫ মিনিট |
চারুকলা ইউনিট | ৪০(সাধারণ জ্ঞান) | ৩০ মিনিট | ৬০ (অংকন) | ৬০ মিনিট |
আপনি কি জানেন ?
ঢাকা বিশ্ববিদ্যালয় Asiaweek এর শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয় তালিকায় অবস্থান করে নেয়।
ঢাকা ভর্তি পরীক্ষা ২০২৫ এর নিয়মবিধি
১. যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং অতিরিক্ত মাস্ক নিজের সাথে বহন করবে।
২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. শিক্ষার্থীরা নিজ আসন গ্রহণের পূর্বে খেয়াল রাখতে হবে যেনো পরীক্ষার কেন্দে তারা মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক ডিভাইস, স্মার্ট ঘড়ি এসবের কোনো কিছুই বহন না করে। পরীক্ষার হলে এসবের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
Vaiya….amr hsc hair math A-
Physics A+
Ekhon Du admission e amar merit list 1000 er modde thakle ki physics department pete pari??….kindly janaben vai
4000-5000 পযন্ত physics পাওয়া যায়
thanks