ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিটের সার্কুলার রিভিউ।[DU Cha Unit Details]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট পাচটি ইউনিটে ভর্তি পরীক্ষা হয় । তার মধ্যে চ ইউনিট অন্যতম । চারুকলা অনুষদে যারা ভর্তি হতে চাও তারা এই ইউনিটে পরীক্ষা দিবে । তোমরা হয়ত অনেকেই জান না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কোন বিষয় রয়েছে এবং কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কিভাবে হয় হয় । তোমাদের জন্য আমরা তৈরী করেছি সকল বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সার্কুলার রিভিউ । আজকে তোমাদের জন্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট সার্কুলার রিভিউ।
আপনি আর যে ইউনিট সম্পর্কে বিস্তারিত জানতে চান ।
ক-ইউনিট (বিজ্ঞান বিভাগ) | বিস্তারিত |
খ-ইউনিট (মানবিক বিভাগ) | বিস্তারিত |
গ-ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ) | বিস্তারিত |
ঘ-ইউনিট ( সমন্বিত বিভাগ) | বিস্তারিত |
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ঢাকা ইউনিভার্সিটি ভর্তির সময়রেখা |
---|
|
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০১৯-২০
ইউনিট | দক্ষতা | ভর্তি পরীক্ষার তারিখ |
ঢাব ক ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ | বিজ্ঞান অনুষদ | 20 সেপ্টেম্বর (শুক্রবার) 2019 |
ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ | কলা অনুষদ | 21 শে সেপ্টেম্বর (শনিবার) 2019 |
ঢাবি গ ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ | বাণিজ্য অনুষদ | 13 ই সেপ্টেম্বর (শুক্রবার) 2019 |
ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ | সামাজিক বিজ্ঞান অনুষদ | 27 শে সেপ্টেম্বর (শুক্রবার) 2019 |
ঢাবি চ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ | চারুকলা অনুষদ | 14 সেপ্টেম্বর (শুক্রবার) 2019 |
ঢাবির চ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ | অঙ্কন | 28 শে সেপ্টেম্বর (শনিবার) 2019 |
আবেদনের নূন্যতম যোগ্যতাঃ
২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) পরীক্ষায় অংশগ্রহন করা যাবে না।
শিক্ষাগত যোগ্যতাঃ
পরীক্ষার্থীকে অবশ্যই চতুর্থ বিষয় সহ এস.এস.সি/সমমান পরীক্ষায় কমপক্ষে ৩.০ এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় কমপক্ষে ৩.০ এবং দুইটা মিলিয়ে কমপক্ষে ৬.৫ পেতে হবে।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন
ভর্তি পরীক্ষার বিষয় সমূহঃ
ভর্তি পরীক্ষা দুইটি ধাপে অনুষ্ঠিত হবে
১. সাধারন জ্ঞান ৫০ নম্বর
২. অঙ্কন(ফিগার ড্রয়িং) ৭০ নম্বর
মানবন্টনঃ
ভর্তি পরীক্ষা – ১২০ মার্ক । এই ইউনিটে জিপিএ এর উপর কোন মার্ক নির্ধারন হবে না। ভর্তি পরীক্ষা দুইটি অংশে অনুষ্ঠিত হবে।
প্রথম অংশ ভর্তি পরীক্ষায় ৫০ টি এম.সি.কিউ প্রশ্ন থাকবে যার প্রতিটির মান ১ । অর্থাৎ ৫০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট সময় ১ ঘন্টা ।
* প্রতিটা প্রশ্ন উত্তর করার জন্য সময় পাবে মাত্র ৭২ সেকেন্ড।
অতঃপর প্রথমাংশের ফলাফলের ভিত্তিতে প্রথম ১৫০০ জন কে অঙ্কন পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে। এই পরীক্ষার নম্বর ৭০। এবং সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
মোট ১২০ হতে ৪৮ পেলেই কেবল মাত্র পরীক্ষার্থী পাশ করেছে বলে গন্য করা হবে।
মোষ্ট ডিমান্ডেড সাব্জেক্টেঃ
গ্রাফিক ডিজাইন,ভাস্কর্য,কারুশিল্প,প্রিন্টমেকিং,অঙ্কন ও চিত্রায়ন
বিশ্ববিদ্যালয় ভর্তির সহায়ক বইগুলো ডাউনলোড করুন
আসন সংখ্যা:
বিষয় |
আসন সংখ্যা |
অঙ্কন ও চিত্রায়ন |
৩০ |
প্রিন্টমেকিং |
১২ |
কারুশিল্প |
১৫ |
ভাস্কর্য |
১০ |
গ্রাফিক ডিজাইন |
২৫ |
প্রাচ্যকলা |
১৫ |
মৃৎশিল্প |
১০ |
শিল্পকলার ইতিহাস |
১৮ |
মোট আসন |
১৩৫ |
২০১৯-২০ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট বিজ্ঞপ্তিটি নিচ থেকে ডাউনলোড করুন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক তথ্য ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি বইয়ের বিভিন্ন আপডেট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।