পলিটেকনিক

পলিটেকনিক ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৪

পলিটেকনিক ভর্তি ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা ফলাফল হাতে পাওয়ার পর এখন চিন্তিত কিভাবে পলিটেকনিক ভর্তি নিশ্চায়ন করবে এ নিয়ে। চিন্তা করার কিছু নেই আমাদের এ পোষ্টে আমরা বলব কিভাবে ভর্তি নিশ্চায়ন করতে হয়। নিচে আমরা বলে দিব কিভাবে আপনি ঘরে বসে নিজের মোবাইল থেকেই পলিটেকনি ভর্তি নিশ্চায়ন করবেন।তাহলে আর দেরী না করে জেনে নিই পলিটেকনিক ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৪ ও Polytechnic admission confirmation Process or system 2024.

পলিটেকনিক ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৪

আজকের পোস্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা এখানে আমরা পলিটেকনিক ভর্তি নিশ্চায়ন -যেভাবে করবেন? পলিটেকনিক ভর্তি নিশ্চায়নের সময়সীমা, ভর্তি নিশ্চায়ন ফি, নিশ্চায়নের জন্য বোর্ডের নামের কোড, ভর্তি নিশ্চায়নের প্রোগ্রাম কোড ও ভর্তি নিশ্চায়ন ফি নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আরও পড়ুন: পলিটেকনিক ভর্তি বাতিল হওয়ার কারণ ও অটো মাইগ্রেশন বন্ধের উপায় ২০২৪

পলিটেকনিক ভর্তি নিশ্চায়নের সময়সীমা

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি অনুসারে পলিটেকনিক ভর্তি ফলাফলের দিন থেকেই ভর্তি নিশ্চায়ন করা যাবে। আর আমরা জানি যে এ বছর পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি ফলাফল প্রকাশিত হবে ০১ জুলাই ২০২৪ তারিখে সুতরাং ১ম পর্যায়ের   ভর্তি  নিশ্চায়ন করা যাবে  ১ জুলাই ২০২৪ থেকে ৫ জুলাই ২০২৪ পর্যন্ত। ২য় পর্যায়ের নিশ্চায়নের সময়সীমা হল ১৫ জুলাই ২০২৪ থেকে ১৮ জুলাই ২০২৪ পর্যন্ত,৩য় পর্যায়ের নিশ্চায়নের সময়সীমা হল ২৯ জুলাই ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত । এভাবে ৪র্থ পর্যায়ের নিশ্চায়নের সময়সীমা হল ০১ আগষ্ট ২০২৪ থেকে ০৩ আগষ্ট ২০২৪ পর্যন্ত আর সর্বশেষ ৫ম পর্যায়ের নিশ্চায়নের সময়সীমা হল ০৪ আগষ্ট ২০২৪ থেকে ০৬ আগষ্ট ২০২৪ পর্যন্ত। একটি কথা মাথায় রাখতে হবে যে ভর্তি নিশ্চায়ন না করলে ভর্তি বাতিল হবে।

পলিটেকনিক ভর্তি নিশ্চায়ন ফি কত?

নিচে ডিপ্লোমা পর্যায়ের সরকারী পলিটেকনিক ও মেরিন ইনস্টিটিউটসমুহের ও এস এস সি ও সমমান পর্যায়ের ভর্তি নিশ্চায়ন ফির তালিকা প্রধান করা হল। ভর্তি নিশ্চায়ন না করলে এই আবেদনের আওতায় ভর্তির আর কোন সুযোগ থাকবে না।


nissayon-fee

আরও পড়ুন: পলিটেকনিকে Waiting লিস্টে থাকা শিক্ষার্থীদের করণীয়

ভর্তি নিশ্চায়নের জন্য বোর্ডের নামের কোড

মোবইল ব্যাংকিং তথা বিকাশ, নগদ, রকেট, উপায় এর মাধ্যমে পলিটেকনিক তথা ডিপ্লোমা ভর্তি নিশ্চায়নের ফি জমা দিতে হবে। বিকাশ দিয়ে পেমেন্ট করলে বোর্ড নামের কোড প্রয়োজন পড়ে যদিও নগদের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। তাই আমরা নিচে প্রত্যেক বোর্ডের নামের শর্ট কোড দিয়ে দিয়েছি।

সকল শিক্ষাবোর্ডের নাম শর্ট কোড
ঢাকা শিক্ষা বোর্ড DHA
চট্টগ্রাম শিক্ষা বোর্ড CHA
কুমিল্লা শিক্ষা বোর্ড CUM
যশোর শিক্ষা বোর্ড JAS
রাজশাহি শিক্ষা বোর্ড RAJ
সিলেট শিক্ষা বোর্ড SYL
দিনাজপুর শিক্ষা বোর্ড DIN
বরিশাল শিক্ষা বোর্ড BAR
ময়মনসিংহ শিক্ষা বোর্ড MYM
কারিগরি শিক্ষা বোর্ড TEC
মাদ্রাসা শিক্ষা বোর্ড MAD
BOU এবং অন্যান্য ক্ষেত্রে OTH

ভর্তি নিশ্চায়নের প্রোগ্রাম কোড

পলিটেকিনিক ভর্তি নিশ্চায়নের ক্ষেত্রে প্রোগ্রাম কোড ব্যবহার করতে হয় । অনলাইনে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য নিচের প্রোগ্রাম কোড গুলো স্ব স্ব ক্ষেত্রে ব্যবহার করতে হবে। নিচের প্রোগ্রাম কোডগুলো দেয়া হলোঃ

Diploma in Engineering (Govt. 1st Shift) GDRC
Diploma in Engineering (Govt. 2nd Shift) GDRC
Diploma in Engineering (Govt. Both Shift) GDRC
Diploma in Marine and Shipbuilding (Govt.) GMSC
Diploma in Engineering (Private) PENC
Diploma in Textile (Govt.) GTXC
Diploma in Textile (Private PTXC
Diploma in Agriculture (Govt.) GAGC
Diploma in Agriculture (Private) PAGC
Diploma in Forestry (Govt.) GFRC
Diploma in Forestry (Private) GRFC
Diploma in Fisheries (Govt.) GFSC
Diploma in Fisheries (Private) PFSC
Diploma in Livestock (Govt.) GLSC
Certificate in Marine Trade (Govt.) CMTC
HSC-BMT (Business Management and Technology) BMTC
HSC-VOC (Vocational) VOCC

নগদ দিয়ে ভর্তি নিশ্চায়ন ফি


নগদ এর মাধ্যমে ভর্তি নিশ্চায়ন করতে হলে নিচের নির্দেশনা অনুসরণ করতে হবে

  • নগদ এপস এ পিন দিয়ে প্রবেশ করতে হবে
  • বিল পে বাটনে ক্লিক করতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ক্লিক করে নিচের তালিকা থেকে বিলের আইডি 1308 দিয়ে সার্চ দিলে Bangladesh Technical Education Board আসবে এবং সেটি সিলেক্ট করতে হবে
  • প্রোগ্রাম কোড বসাতে হবে। উপরে প্রোগ্রাম কোড এর তালিকা দেওয়া হয়েছে। রোল নাম্বার টাইপ করে নিচে বোর্ড সিলেক্ট করতে হবে।
  • তথ্য যাচাই করুন
  • পিন টাইপ করুন (এটা কিন্তু নগদের যে পিন সেটা)
  • ট্যাপ করে ধরে রাখতে হবে।
  • রিসিট ডাউনলোড করে রাখতে হবে ।


4

বিকাশ এর মাধ্যমে ভর্তি নিশ্চায়ন ফি

বিকাশ দিয়ে ভর্তি নিশ্চায়ন ফি দেওয়া যায়। নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

  • বিকাশ এপস এর লগ ইন করে Pay Bill অপশন সিলেক্ট করতে হবে।
  • বিলার তালিকা থেকে BTEB সিলেক্ট করতে হবে।
  • Payment Code এর জায়গায় যেভাবে লিখতে হবে সেটি হলো: প্রোগ্রাম কোড>পাশেরবছর>বোর্ডকোড>রোলনম্বর> (কোনো স্পেস হবে না) উদাহরণস্বরূপ: GDRC2022TEC245973
  • কন্ট্যাক্ট নাম্বার এর জায়গায় আপনার মোবাইল নাম্বার দিন
  • বিলের পরিমাণ 385 টাকা অথবা 238 টাকা উপরের যার যত দেখে বসান
  • নেক্সট এ যেতে এ্যারো বাটন টিতে ট্যাপ করে বিকাশ পিন নম্বর দিন
  • স্কীনের নিচের বাটন ট্যাপ করে ধরে রাখুন
  • কনফার্মেশনের সার সংক্ষেপ দেখে নিন এবং ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন


5

পলিটেকনিক ভর্তি নিশ্চায়ন সহ সকল ধরনের শিক্ষা বিষয়ক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!