বাংলাদেশ পুলিশ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ও আবেদন প্রক্রিয়া
বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। এসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর নোটিশ গত ৭ অক্টোবর ২০২১ তারিখে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েব সাইট www.police.gov.bd -এ প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুসারে এস আই পদে চাকুরী করতে ইচ্ছুক প্রার্থীগন আগামী ৮ অক্টোবর থেকে আবেদন করতে পারবে। আজকে আমরা এসআই সার্কুলার ২০২১ নিয়ে আলোচনা করব ।
বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর এস আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
দেশের সেবায় সবসময় নিয়োজিত থাকার এক সুবর্ণ সুযোগ দিয়েছে বাংলাদেশ সরকার। সৎ, সাহসী এবং দেশের সেবায় যেকোনো ঝুকি নিতে সক্ষম প্রার্থীদের সাব -ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন করার আহবান জানানো হয়েছে।
একনজরে |
---|
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ
চাকরির ধরনঃ সরকারি চাকরি চাকরির পদঃ পুলিশ সাব-ইনস্পেক্টর আবেদন শুরুঃ ০৮ অক্টোবর ২০২১ আবেদন শেষঃ ০৪ নভেম্বর ২০২১ ওয়েবসাইটঃ police.teletalk.com.bd |
পুলিশ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ও আবেদন পদ্ধতি
বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবে। আবেদনের পূর্বে অসৎ উপায় অবলম্বনের সকল চিন্তাধারা থেকে দূরে থাকাটাই শ্রেয়, এবিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কঠোরভাবে উল্লেখ করা হয়েছে যে, “ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে” ।
প্রার্থীর যোগ্যতা
পুলিশ এসআই পদে অনলাইনে আবেদনের সময়সীমা ৮ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ৪ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত। নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে আগ্রহী প্রার্থীরা আবেদনের আর সুযোগ পাবেন না। আবেদনের পূর্বে প্রার্থীদেরকে নিজস্ব যোগ্যতা মূল্যায়নের অনুরোধ করা হলো।
বয়সসীমা | বয়সসীমা নির্ধারণের তারিখ |
১৯ হতে ২৭ বছর | যে সকল প্রার্থীর বয়স ৮ অক্টোবর ২০২১ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম করেছে, তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। |
*এসএসসি বা সমমান সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে।
তথ্য
সারা দেশে বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বমোট ৬৫১টি কর্মকেন্দ্র রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতাঃ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারি এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।
জাতীয়তাঃ পুরুষ ও নারী উভয় প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
বৈবাহিক অবস্থাঃ প্রার্থীকে অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত / তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।
শারীরিক যোগ্যতা
বিবরণ | পুরুষ প্রার্থী | নারী প্রার্থী |
উচ্চতা | কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি | কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি |
বুকের মাপ | বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি | —————– |
ওজন | বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে | বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে |
দৃষ্টিশক্তি | ৬/৬ | ৬/৬ |
এসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পুলিশ এসআই পদে আবেদনের পদ্ধতি
বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণকালে সকল জটিলতা এড়িয়ে চলার জন্য নিম্নে বর্ণিত পদ্ধতিসমূহ অবলম্বন করুনঃ
- প্রথমে বাংলাদেশ পুলিশ বাহিনীর টেলিটক ওয়েবসাইট http://police.teletalk.com.bd/ – এ প্রবেশ করুন।
- উক্ত লিঙ্কে প্রবেশের পর Application Form for Cadet Sub-Inspector of Police [Unarmed] – এই বাটনে ক্লিক করুন।
- এবার Application Form বাটনে ক্লিক করুন।
- Cadet Sub-Inspector of Police [Unarmed] -এর পাশে বৃত্ততে ক্লিক করে Next বাটনের মাধ্যমে আবেদন ফরম পূরণের পেজে যেতে পারবেন।
- এবার আবেদন ফরমটি পূরণ করুন। অবশ্যই সকল তথ্য আসল এবং সঠিক হতে হবে।
- ফরমে লাল (*) তারকা চিহ্নিত তথ্যগুলো প্রদান করা বাধ্যতামূলক।
- ফরমে যেই মোবাইল নম্বর প্রদান করা হবে, সেটি সর্বদা চালু রাখতে হবে। কারণ নিয়োগ সংক্রান্ত সকল তথ্য উল্লেখিত মোবাইল নম্বরে প্রেরণ করা হবে।
- এরপর নিচের বাক্সতে ভেলিডেশন কোড প্রদান করে ফরমের নিচে ছোট ঘর চিহ্নিত করে (টিক চিহ্ন দিয়ে) Next বাটনে ক্লিক করুন।
- ফরমে প্রদত্ত কোনো তথ্য ভুল পরিলক্ষিত হলে ফরমের নিচে Click here to edit the application বাটনে ক্লিক করে পুনরায় সঠিকভাবে ফরমটি পূরণ করুন।
- সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে Upload Photo & Signature এর স্থানে 300×300 Pixel নিজস্ব রঙিন ছবি এবং 300×80 Pixel স্বাক্ষর প্রদান করতে হবে।
অনলাইন আবেদন ফরম পূরণের পর ফরমের PDF কপি ডাউনলোড করুন এবং একটি রঙিন কপি ছাপিয়ে নিজ সংগ্রহে রাখুন।
আবেদনের পরবর্তী ধাপ
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। সঠিকভাবে আবেদনের প্রক্রিয়া পূর্বেই উল্লেখ করা হয়েছে। এখন আমরা আবেদন ফরম পূরণের পরবর্তী ধাপ সম্পর্কে আলোচনা করব।
- আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী তার ব্যবহৃত মোবাইল নম্বরে একটি USER ID পাবে।
- এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদনফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক নম্বর প্রিপেইড মোবাইল নম্বর হতে ৩০ টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে।
SMS প্রেরণের পদ্ধতি
প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৩০ টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস করতে হবে।
প্রথম এসএমএসঃ SIP<space>USER ID লিখে 16222 নম্বরে প্রেরণ করতে হবে।
ঊদাহরনঃ SIP ABCDEF
ফিরতি এসএমএস- এর মাধ্যমে প্রার্থীকে PIN সরবরাহ করা হবে। এই PIN সহ আরও একটি এসএমএস প্রেরণ করতে হবে।
দ্বিতীয় এসএমএসঃ SIP<space>YES<space>PIN লিখে 16222 নম্বরে প্রেরণ করতে হবে।
ঊদাহরনঃ SIP YES 123456
পরবর্তীতে প্রদত্ত USER ID এবং PIN দ্বারা আপনার নিয়োগ সংক্রান্ত অ্যাকাউন্ট- এ প্রবেশ করে পুলিশ সাব-ইন্সপেক্টর পরীক্ষার প্রবেশ পত্র নামিয়ে নিতে পারবেন।
পুলিশ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ও আবেদন পদ্ধতি সংবলিত সকল তথ্য বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আরও নতুন নতুন চাকরির খবর জানতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন, আমরা নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য প্রকাশ করে থাকি।