বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯ প্রকাশিত হয়েছে । ভর্তি সার্কুলার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট bsmrau.edu.bd তে প্রকাশ করা হয় । আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানব ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ও কৃষি অর্থনীতি এবং গ্রামীণ উন্নয়ন অনুষদে সামার ২০১৯ টার্মে কোর্স ক্রেডিট পদ্ধতিতে ৪ (চার) বছর মেয়াদী বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি) এবং ৫ (পাঁচ) বছর মেয়াদী ডিভিএম প্রােগ্রামে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদের নিকট হইতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কেবলমাত্র অন-লাইনে আবেদন আহবান করা যাইতেছে।

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু:  ১১/০৯/২০১৮ তারিখ, রােজ মঙ্গলবার।

আবেদনের শেষ তারিখ : ১১/১১/২০১৮ তারিখ, রােজ রবিবার, রাত ১২:০০ টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য আবেদনকারীর তালিকা প্রকাশ :    ১৮/১১/২০১৮ তারিখ

প্রবেশপত্র ডাউনলােড করার সময়সীমা : ১৯/১১/২০১৮ তারিখ হইতে ২৪/১১/২০১৮ তারিখ পর্যন্ত।

ফলাফল প্রকাশ : ২৫/১১/২০১৮ তারিখ, রােজ রবিবার, সন্ধ্যা ৭:০০ ঘটিকা

 লিখিত পরীক্ষার তারিখ :  ২৫ নভেম্বর ২০১৮  সকাল ১২-০০ টায়

অনুষদ ও আসন সংখ্যা

অনুষদের নাম আসন সংখ্যা
কৃষি অনুষদ ১১০
ফিশারিজ অনুষদ ৬০
ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ ৬০
কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ ১০০
মোট আসন সংখ্যা ৩৩০

আবেদনের ন্যূনতম যোগ্যতা

  • বিজ্ঞান গ্রুপে ২০১৫ বা ২০১৬ সালে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
  • ২০১৭ বা ২০১৮ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত,জীববিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে “B” গ্রেড থাকিতে হইবে।
  • এসএসসি/সমমানের এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে ৩.৫০ (তিন দশমিক পাঁচ শূন্য) জিপিএসহ উভয় পরীক্ষার জিপিএ’র যােগফল ৭.৫০ (সাত দশমিক পাঁচ শূন্য) থাকিতে হইবে।
  • “O” লেভেল এবং “A” লেভেল পাশ প্রার্থীদের ক্ষেত্রে “O” লেভেল পরীক্ষার চারটি পেপারে প্রত্যেকটিতে কমপক্ষে ” B গ্রেড থাকিতে হইবে এবং “A” লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান
    প্রত্যেকটিতে কমপক্ষে ” B গ্রেড থাকিতে হইবে।

ভর্তি পরীক্ষার মানবন্টন

জীববিজ্ঞান। ২০
রসায়ন ২০
পদার্থ বিজ্ঞান ২০
গণিত ১৫
ইংরেজি ১৫
সাধারণ জ্ঞান ১০

মেধাস্কোর

ক) মােট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাস্কোর নিরূপণ করা হইবে। লিখিত নির্বাচনী পরীক্ষার জন্য ১০০ নম্বর এবং | বাকি ১০০ নম্বরের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার ফলাফল হইতে ৪০ নম্বর এবং এইচএসসি/সমমানের
পরীক্ষার ফলাফল হইতে ৬০ নম্বর ধরা হইবে।

খ) সাধারণ ও সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য একই পদ্ধতিতে নিরূপিত মেধাক্রম অনুযায়ী পৃথক পৃথকভাবে
চূড়ান্ত ও অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হইবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৮-১৯

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!