১। মােতাহের হােসেন চৌধুরী বৃক্ষের জীবনের কোন দুটি জিনিস উপলব্ধি করার পক্ষপাতী? ।
(ক) সার্থকতা ও সজীবতা (খ) গতি ও বিকাশ
(গ) গতি ও প্রকৃতি (ঘ) স্থৈর্য ও নীরবতা।
উত্তর : খ
নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
বেচারার একটা বেশ দুঃখ ছিল। ছেলেপুলে নেই। সৌদামিনীর স্বামী স্থির করলাে, আর একটি বিয়েই যুক্তযুক্ত; অন্তত চেষ্টা করে দেখা যাক। বংশ তাে গুম করে দেওয়া চলে না।।
২। উদ্দীপকের সৌদামিনীর স্বামীর মধ্যে লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যমান?
(ক) খালেক ব্যাপারীর (খ) দুদু মিয়ার
(গ) মজিদের (ঘ) মতলুব খার
উত্তর : গ
৩। উদ্দীপকে এবং ‘লালসালু’ উপন্যাসে আমাদের সমাজের কোন অসঙ্গতি বিদ্যমান?
(ক) স্বেচ্ছাচারিতা (খ) বহুবিবাহ
(গ) বাল্যবিবাহ (ঘ) পুরুষতান্ত্রিকতা
উত্তর : খ
৪। | “দারােগাবাবু এসে বসে আছেন বাবুর সাথে ।” ‘মাসিপিসি’ গল্পের এ বাক্যে প্রকাশ পায়
i. বাবুর সাথে দারােগাবাবুর সুসম্পর্ক রয়েছে।
ii. দারােগাবাবুর হুকুম পালন করতে হবে।
iii. দারােগাবাবু মাসিপিসির বিচার করতে এসেছেন।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ঘ
৫। বায়ান্নর দিনগুলাে রচনার কথকের সত্তায় কী লক্ষ্য করা যায়?
(ক) দৃঢ়চেতা মনােভাব (খ) ক্ষমতার লােভ।
(গ) পরােপকারের মানসিকতা। (ঘ) আপােসকামিতা।
উত্তর : ক
৬। ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় লক্ষণীয় বিষয়
i. বাঙালীর সংগ্রামী মানসিকতা।
ii. বাঙালীর স্বাধিকার বােধ
iii. সংগ্রাম বাঙালীর ঐতিহ্য
নিচের কোন্টি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ক
৭। এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ধানের গন্ধের।
মতাে অস্ফুট কে?
(ক) শঙ্খচিল। (খ) শঙ্খমালা
(গ) লক্ষ্মীপেঁচা (ঘ)সুদর্শন
উত্তর : গ
নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর
দাও :– দাও –
কালাম ভাড়া করা বাড়িতে বসবাস করে। দীর্ঘদিন এক বেচারার একটা বেশ দুঃখ ছিল। ছেলেপুলে নেই। বাড়িতে থাকার সুবাদে বাড়িওয়ালা আনােয়ারের সাথে সৌদামিনীর স্বামী স্থির করলাে, আর একটি বিয়েই যুক্তযুক্ত; সুসম্পর্ক গড়ে ওঠে। আনােয়ারের চাচাত ভাই জামিল অন্তত চেষ্টা করে দেখা যাক। বংশ তাে গুম করে দেওয়া সম্পত্তির লােভে আনােয়ারকে হত্যা করতে উদ্যত হয়। চলে না। জামিলের এ তৎপরতা অন্যায় জেনে বাধা দেয় কালাম । অবশেষে জামিলের হাতে নিহত হয় কালাম। উদ্দীপকের সৌদামিনীর স্বামীর মধ্যে লালসালু’। উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যমান?
৮। উদ্দীপকের কালামের সাথে সিরাজউদ্দৌলা’ নাটকের। কোন চরিত্রকে তুলনা করা যায়?
(ক) মােহনলাল (খ) মিরমদন
(গ) সাফ্রে (ঘ) উমিচাদ ।
উত্তর : গ
৯। এরূপ তুলনার কারণ, উভয়েই
i. বহিরাগত।
ii. স্বগােত্রীয়ের জন্যে লড়েছে।
iii. ন্যায়ের প্রতিষ্ঠা করতে চেয়েছে।
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii ii.
উত্তর : খ
১০। সেই অস্ত্র কবিতায় কবির কাক্ষিত অস্ত্র উত্তোলিত হলে কী খা খা করবে না?
(ক) ফসলের মাঠ (খ) গৃহস্থালি
(গ) প্রান্তর। (ঘ) দিগন্ত
উত্তর : খ
১১। চুরি করার প্রয়ােজন নেই বলে কারা চুরি করে না?
(ক) সাধুরা। (খ) কৃপণেরা
(গ) ধনীরা। (ঘ) বিচারকেরা।
উত্তর : ক
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও –
আদিব ও শাফিক দুই বন্ধু। আদিব অহংকারী, নির্জীব, পৌরুষশূন্য। অন্যদিকে শাফিক উচ্ছল, রসিক। শাফিক যে কোনাে পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়। সে হয়ে ওঠে আলােচনার মধ্যমণি।
১২। উদ্দীপকের শাফিক ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের।
প্রতিনিধিঃ নিচের কোনটি সঠিক? (খ) i ও iii
(ক) অনুপম (খ) হরিশ
(গ) বিনু। (ঘ) শম্ভুনাথ
উত্তর : খ
১৩। কোন কারণে উদ্দীপকের আদিব ও ‘অপরাজিতা’ গল্পের অনুপম সাদশ্যপূর্ণ?
i.অহমিকায়
ii. নিস্পৃহতায়
iii. মেরুদণ্ডহীনতায়।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : জানা নেই
১৪। “গ্রামের ছেলে গ্রামে বাস করবে।” – “আহ্বান’ গল্পের। এ বাক্যে প্রকাশ পেয়েছে গ্রামের প্রতি/উপর।
(ক) ভালবাসা (খ) দায়িত্ব
(গ) অধিকার। (ঘ) আকর্ষণ।
উত্তর : গ
১৫। মহাজাগতিক কিউরেটর’ গল্পে প্রাণের শুরু হয়েছে যা কোনটি থেকে?
১৯।উদ্দীপকের শম্বুর সাথে আমার পথ’ প্রবন্ধের লেখকের স্বাতন্ত্র্য কীসে?
(ক) মানবিকতায় (খ) উদারতায়
(গ) সংস্কৃতিতে (ঘ) জীবনদর্শনে
উত্তরঃ(ঘ)
২০।কোন নদীর কাজল বুকের পলিতে গলিত হেম?
(ক) পদ্মা (খ) মেঘনা
(গ) যমুনা (ঘ) সুরমা
উত্তরঃ(ঘ)
২১।চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনােযােগ দেয়া হয়ে উঠে না কেন?
(ক) আঘাত সয়ে যাওয়ায়
(খ) মৃত্যু নিশ্চিত জানায়।
(গ) মুক্তিযােদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়।
(ঘ) শরীর অবশ হওয়ায়।
উত্তরঃ(গ)
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
জাতীয় দলের খেলােয়াড় মুন্না তিন বছরের শিশুক হারিয়ে শােকে মােহ্যমান।না ফেরার দেশে চলে যাতে পুত্রের শােক সামলাতে না পেরে সে খেলাধুলা ছেড়ে দিয়েছে।তাই তাে সে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নেয়নি এমনকি খেলা দেখতে ও যায়নি।
২২। উদ্দীপকের মুন্না “তাহারেই পড়ে মনে’ কবিতার কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? |
(ক) কবি (খ) কবিভক্ত।
(গ) কবিরস্বামী, (ঘ) “কবিরপুত্র।
উত্তরঃ(ক)
২৩।উদ্দীপকে ও তাহারেই পড়ে মনে’ কবিতায় যুগপত ভাবে ফুটে উঠেছে —
i.নির্লিপ্ততা
ii. স্মৃতিকাতরতা
iii. প্রিয়জন হারানাের বেদনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ(গ)
২৪। “কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শূল।” কবি কেন এমন উক্তি করেছেন?
(ক) বিবিধ ধর্মগ্রন্থ সংগ্রহ করায়
(খ) ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায় .
(গ) বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ করায়
(ঘ) ধর্মের বাণী প্রচার করায়।
উত্তরঃ গ
২৫। সিরাজউদ্দৌলা প্রজা সাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ, তিনি —
(ক) প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেন নি।
(খ) ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিয়েছেন .
(গ) ঘসেটি বেগমকে অন্তঃপুরে এনে রেখেছেন।
(ঘ) মিরজাফরকে যােগ্য শাস্তি দেননি।
উত্তরঃ(খ)
২৬। ‘ঐকতান’ কবিতার কবি অক্ষয় উৎসাহে কী পড়েন?
(ক) প্রবন্ধ (খ) ছােটগল্প
(গ) ভ্রমণবৃত্তান্ত (ঘ) কাব্য
উত্তরঃ(গ)
২৭।লালসালু উপন্যাসে কোচবিদ্ধ হয়েনি হত হয়কে?
(ক) তাহের (খ) কাদের।
(গ) ছমিরুদ্দিন (ঘ) আবেদ
উত্তরঃ(গ)
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
ধ্বংস দেখে ভয় কেন তাের? প্রলয় নতুন সৃজন বেদন।।
আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন।
২৮।আঠারাে বছর বয়স’ কবিতায় উল্লিখিত আঠারাে বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে?
(ক) আত্মপ্রত্যয় (খ) উদ্যম
(গ) ঔদ্ধত্য (ঘ) সহনশীলতা
উত্তরঃ(ক)
২৯। নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
(ক) এ বয়স জেনাে ভীরু, কাপুরুষ নয়।
(খ) আঠারাে বছর বয়স ভয়ঙ্কর
(গ) এ বয়স বাচে দুর্যোগে আর ঝড়ে।
(ঘ) এ বয়সে তাই নেই কোনাে সংশয়
উত্তর: ক
৩০।নুসরত শাহের আশরাফ পুর শিলালিপি কোন হর ফেলেখা?
(ক) আরবি
(খ) ফার্সি
(গ) তুঘরা
(ঘ) উর্দু
উত্তরঃ(গ)
সকল পরীক্ষার সমাধান পেতে আমাদের ফেইজবুক পেজ লাইক দিয়ে এক্টিভ থাকুন বা গ্রুপে যোগ দিন ।
প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।