উন্মুক্ত বিশ্ববিদ্যালয়এইচএসসি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০. বাউবি এইচএসসি ভর্তি ২০১৯-২০২০ এর নোটিশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইট www.bou.edu.bd তে প্রকাশ করা হয় । বাউবি এইচএসসি ভর্তি 2019 আবেদনের বিস্তারিত নিচে আলোচনা করা হল ।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ওপেন স্কুল পরিচালিত হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট (এইচএসসি) প্রেমে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিচ্ছু প্রার্থীগণের নিকট থেকে http:\osaps.bou.edu.bd এর মাধ্যমে শুধুমাত্র Online এ আবেদন আহ্বান করা হচ্ছে।

অনলাইন ভর্তি ফরম পূরণের সময় : ১৮ মার্চ ২০১৯ থেকে ১৭জুন ২০১৯ পর্যন্ত

বিলম্ব ফি (১০০ টাকা) সহ ভর্তির সময়সীমা :১৮ জুন ২০১৯ থেকে ২ জুলাই ২০১৯ পর্যন্ত

ওরিয়েন্টেশন ক্লাশ : ২৬ জুলাই ২০১৯

ভর্তি ন্যূনতম যোগ্যতা : এসএসসি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

ফি জমাদানের মাধ্যম:

• bkash merchant account number: +8801756045166 :

• SureCash merchant account number: +88017865249175

• DBBL Nexus Debit card অথবা রকেট এর মাধ্যমে

প্রযােজ্য ফিসমূহ:

১, Online আবেদন ফি- ১০০/-

২. রেজিস্ট্রেশন ফি = ১৫০/

৩. কোর্স ফি (প্রতি কোর্স ৫৮৮/- টাকা হারে এটির জন্য)= ৩,৫২৮/

8. ‘তথ্য ও যোগাযােগ প্রযুক্তি (আবশ্যিক) ব্যবহারিক ফি = ১২৫

৫. একাডেমিক ক্যালেন্ডার ফি =৫০/

৬, ডিজিটালপ্লাস্টিক আইডি কার্ড ফি = ২০০/

৭. পরীক্ষা ফি (প্রতি কোর্স ৫০/-টাকা হারে এটির জন্য) = ৩০০/

৮, প্রথমবর্ষ নম্বরপত্র ফি = ৭০/

[ ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ও পরীক্ষা ফি ৬৩৮ টাকা এবং ব্যবহারিক কোর্স | প্রতি অতিরিক্ত ১২৫/- টাকা করে জমা দিতে হবে।]

বাউবি এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

বাউবি এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

আবেদনের বিস্তারিত

  • অনলাইনে ভর্তির জন্য OSAPS site এর Online Form এ ভর্তি সংক্রান্ত তথ্যাদি পূরণ শেষে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে User ID ও Password পাওয়া যাবে।
  • পরবর্তীতে Student Service এর Course Enrollment অপশনে গিয়ে Course সমূহ নির্ধারণ করে দিলে প্রদেয় অর্থের পরিমাণ প্রদর্শিত হবে যা প্রযােজ্য চার্জসহ Bkash/Sure Cash/DBBL যে কোনো একটির মাধ্যমে Payment করে সংশ্লিষ্ট Payment সংক্রান্ত তথ্য পরবর্তী পর্যায়ে Proceed to Payment Option এ গিয়ে Submit করলে Successful Message প্রাপ্তির মাধ্যমে Online প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে প্রদর্শিত পূরণকৃত আবেদনপত্র {Profile) ও Transaction History এর কপি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ ও ছবিসহ প্রত্যাশিত স্টাডি সেন্টারে ১৮ মার্চ, ২০১৯ গ্বেকে ১৭ জুন, ২০১৯ তারিখের মধ্যে জমা দিতে হবে।
  • Online আবেদনপত্র ও সনদপত্রসমূহ ভর্তির শেষ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সেন্টারের সমন্বয়কারীর নিকট জমাদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • ভর্তিচ্ছু প্রার্থীগণকে Online ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনাে তথ্যের জন্য http:\osaps.bou.edu.bd এর হেল্প লাইন এ উল্লিখিত মােবাইল নম্বরসমূহে অথবা বাউবি’র আঞ্চলিক বা উপ-আঞ্চলিক কেন্দ্র/স্টাডি সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলাে।
  • ভবিষ্যৎ প্রয়ােজনে User ID, Password, Motile Number, Transaction ID ও। Payment hate সংরক্ষণে রাখতে হবে।

ভর্তি বিষয়ক যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন :

Available Time: 9:00 am to 1:00 pm 01635832845, 01705897988, 01907451614;
Available Time: 2:00 pm to 6:00 pm 01635832846, 01907451612, 01705897917


ভর্তি বিষয়ক সকল তথ্যের আপডেট জানতে আমাদের স্যোসাল কমিউনিটিতে যুক্ত হোন ।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button