উন্মুক্ত বিশ্ববিদ্যালয়এইচএসসি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০. বাউবি এইচএসসি ভর্তি ২০১৯-২০২০ এর নোটিশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইট www.bou.edu.bd তে প্রকাশ করা হয় । বাউবি এইচএসসি ভর্তি 2019 আবেদনের বিস্তারিত নিচে আলোচনা করা হল ।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ওপেন স্কুল পরিচালিত হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট (এইচএসসি) প্রেমে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিচ্ছু প্রার্থীগণের নিকট থেকে http:\osaps.bou.edu.bd এর মাধ্যমে শুধুমাত্র Online এ আবেদন আহ্বান করা হচ্ছে।

অনলাইন ভর্তি ফরম পূরণের সময় : ১৮ মার্চ ২০১৯ থেকে ১৭জুন ২০১৯ পর্যন্ত

বিলম্ব ফি (১০০ টাকা) সহ ভর্তির সময়সীমা :১৮ জুন ২০১৯ থেকে ২ জুলাই ২০১৯ পর্যন্ত

ওরিয়েন্টেশন ক্লাশ : ২৬ জুলাই ২০১৯

ভর্তি ন্যূনতম যোগ্যতা : এসএসসি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

ফি জমাদানের মাধ্যম:

• bkash merchant account number: +8801756045166 :

• SureCash merchant account number: +88017865249175

• DBBL Nexus Debit card অথবা রকেট এর মাধ্যমে

প্রযােজ্য ফিসমূহ:

১, Online আবেদন ফি- ১০০/-

২. রেজিস্ট্রেশন ফি = ১৫০/

৩. কোর্স ফি (প্রতি কোর্স ৫৮৮/- টাকা হারে এটির জন্য)= ৩,৫২৮/

8. ‘তথ্য ও যোগাযােগ প্রযুক্তি (আবশ্যিক) ব্যবহারিক ফি = ১২৫

৫. একাডেমিক ক্যালেন্ডার ফি =৫০/

৬, ডিজিটালপ্লাস্টিক আইডি কার্ড ফি = ২০০/

৭. পরীক্ষা ফি (প্রতি কোর্স ৫০/-টাকা হারে এটির জন্য) = ৩০০/

৮, প্রথমবর্ষ নম্বরপত্র ফি = ৭০/

[ ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ও পরীক্ষা ফি ৬৩৮ টাকা এবং ব্যবহারিক কোর্স | প্রতি অতিরিক্ত ১২৫/- টাকা করে জমা দিতে হবে।]

বাউবি এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

বাউবি এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

আবেদনের বিস্তারিত

  • অনলাইনে ভর্তির জন্য OSAPS site এর Online Form এ ভর্তি সংক্রান্ত তথ্যাদি পূরণ শেষে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে User ID ও Password পাওয়া যাবে।
  • পরবর্তীতে Student Service এর Course Enrollment অপশনে গিয়ে Course সমূহ নির্ধারণ করে দিলে প্রদেয় অর্থের পরিমাণ প্রদর্শিত হবে যা প্রযােজ্য চার্জসহ Bkash/Sure Cash/DBBL যে কোনো একটির মাধ্যমে Payment করে সংশ্লিষ্ট Payment সংক্রান্ত তথ্য পরবর্তী পর্যায়ে Proceed to Payment Option এ গিয়ে Submit করলে Successful Message প্রাপ্তির মাধ্যমে Online প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে প্রদর্শিত পূরণকৃত আবেদনপত্র {Profile) ও Transaction History এর কপি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ ও ছবিসহ প্রত্যাশিত স্টাডি সেন্টারে ১৮ মার্চ, ২০১৯ গ্বেকে ১৭ জুন, ২০১৯ তারিখের মধ্যে জমা দিতে হবে।
  • Online আবেদনপত্র ও সনদপত্রসমূহ ভর্তির শেষ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সেন্টারের সমন্বয়কারীর নিকট জমাদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • ভর্তিচ্ছু প্রার্থীগণকে Online ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনাে তথ্যের জন্য http:\osaps.bou.edu.bd এর হেল্প লাইন এ উল্লিখিত মােবাইল নম্বরসমূহে অথবা বাউবি’র আঞ্চলিক বা উপ-আঞ্চলিক কেন্দ্র/স্টাডি সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলাে।
  • ভবিষ্যৎ প্রয়ােজনে User ID, Password, Motile Number, Transaction ID ও। Payment hate সংরক্ষণে রাখতে হবে।

ভর্তি বিষয়ক যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন :

Available Time: 9:00 am to 1:00 pm 01635832845, 01705897988, 01907451614;
Available Time: 2:00 pm to 6:00 pm 01635832846, 01907451612, 01705897917


ভর্তি বিষয়ক সকল তথ্যের আপডেট জানতে আমাদের স্যোসাল কমিউনিটিতে যুক্ত হোন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!