বিশ্ববিদ্যালয় ভর্তিবিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

দেখে নিন যে সকল বিশ্ববিদ্যালয়ে আইকিউ (IQ) থেকে প্রশ্ন আসে । (PDF সহ)

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আইকিউ(IQ) বা মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসে কিনা সেটা নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে চিন্তার শেষ নেই । তাই সর্বপ্রথম জানার প্রয়োজন কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোন কোন ইউনিটে আইকিউ থেকে প্রশ্ন আসে । একজন বিশ্ব্যবিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য এসব তথ্য খুজে বের করা অরেক সময়ের ব্যাপার । তাই তোমাদের সুবিধার্থে আইকিউ বা মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসে এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করেছি যাতে এক ঝলকে তোমার সকল কনফিউশন দূর হয়ে যায় । তাহলে দেরী না করে দেখে নাও সেসব বিশ্ববিদ্যালয়ের তালিকা ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বই ডাউনলোড করুন

০১. IBA DU (Analytical Ability-20 number)

০২. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU) :
A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ)-বুদ্ধিমত্তা (IQ)- ৮ নাম্বার
B ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)-বুদ্ধিমত্তা (IQ)- ১৫ নাম্বার
C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)-(দর্শন, IQ)- ১০ নাম্বার
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)-বুদ্ধিমত্তা (IQ)- ৪ নাম্বর।
F ইউনিট ( আইন অনুষদ)-সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা (IQ)- ৩০ নাম্বার
G ইউনিট (IBA)-Mathematical Aptitude & IQ- ৩০ নাম্বার
Ci, E, I, H ইউনিটেও কয়েকটি প্রশ্ন আসে IQ থেকে।

০৩. খুলনা বিশ্ববিদ্যালয় (KU):

B ইউনিট (BBA)- Analytical Ability & IQ- ১০ নাম্বার
E ইউনিট- Aptitude- ১৫ নাম্বার ০৪, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU):
D ইউনিট বিশ্লেষণ দক্ষতা- ২০ নাম্বার

০৫, রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU):
B ইউনিট (Law) সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা- ২০ নাম্বার।
J ইউনিট (IBA) বুদ্ধিমত্তা (IQ), সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত-৫০ নাম্বার
K ইউনিট (শিক্ষা ও গবেষণা (IER)]: বুদ্ধিমত্তা (IQ)- ৩০ নাম্বার।
এছাড়াও E ইউনিট সহ আরাে কিছু ইউনিটেও IQ থেকে প্রশ্ন করা হয়।

০৬, জগন্নাথ বিশ্ববিদ্যালয়(JNU):
B ইউনিট: সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা(IQ)- ২৪ নাম্বার।
C ইউনিট : গাণিতিক বুদ্ধিমত্তা পরীক্ষা (Math + IQ)- ২৪ নাম্বার
D ইউনিট ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা(IQ)- ২৪ নাম্বার
E ইউনিট

০৭. ইসলামি বিশ্ববিদ্যালয় 
G ইউনিট (BBA)- সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা- ২৫ নাম্বার (বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য)

০৮, বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (BRUR):
B ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)- সাধারণ জ্ঞান ও দক্ষতা নিরুপণ- ৪০ নাম্বার
C ইউনিট (BBA)- সাধারণ জ্ঞান ও IQ- ৪০ নাম্বার (মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা C ইউনিটে এই পদ্ধতিতে পরীক্ষা দিবে)
F ইউনিট (জীব ও ভূবিজ্ঞান অনুষদ)-দক্ষতা নিরুপণ পরীক্ষা- ৪০ নাম্বার

সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৮-১৯ দেখুন

০৯, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (CoU).
C ইউনিট (BBA)- Analytical Ability and Critical Reasoning- ২০ নাম্বার। ( কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য)।

১০. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়(JKKNIU):
D Unit (সামাজিক বিজ্ঞান অনুষদ) : গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা-১৫ নাম্বার

১১.পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(PSTU):
B Unit (BBA)- Analytical Ability-৩০ নাম্বার

১২. যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST):
F ইউনিট (BBA)- Analytical Ability-৩০ নাম্বার

১৩.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
F ইউনিট (BBA)- GK ও গাণিতিক যুক্তি-২০ নাম্বার

বিশ্ববিদ্যালয় ভর্তি আইকিউ বইটি ডাউনলোড 

Download PDF

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!