৪২তম বিসিএস সার্কুলার ২০২০ ডাউনলোড । bpsc.gov.bd
৪২তম বিসিএস সার্কুলার ২০২০ । 42 তম বিসিএস বিজ্ঞপ্তি 2020 এর প্রজ্ঞাপন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর ওয়েবসাইট bpsc.gov.bd এ প্রকাশিত হয়েছে । ৪২ তম বিসিএস সার্কুলার এর বিস্তারিত আলোচনা করা হল ।
৪২তম বিসিএস প্রিলীমিনারী পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারী ২০২১ এ অনুষ্ঠিত হবে।
৪২তম বিসিএস সার্কুলার ২০২০
বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নলিখিত ক্যাডার শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে ৪২তম বিসিএস এর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ।
বিসিএস টাইমলাইন |
---|
|
৪৩ বিসিএসের বিজ্ঞপ্তিটি দেখুন এখান থেকে
৪২ বিসিএস স্পেশাল হবে কিনা ?
৪২তম স্পেশাল কিনা সেটা নিয়ে চাকরী প্রার্থীদের মধ্যে একটা দ্বিধাদন্দ কাজ করছিল । তবে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন প্রকাশের পর সঠিক তথ্য প্রকাশিত হয়েছে । প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৪২ বিবিএসে শুধুমাত্র স্বাস্থ্য বিভাগের বরাদ্দ থাকবে এবং সর্বমোট শূণ্য আসন সংখ্যা ২০০০।
৪২ বিশেষ বিসিএস এর বয়সসীমা
০১/১১/২০২০ তারিখ পর্যন্ত যে সকল্ম প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর পর্যন্ত শুধু সেসকল প্রার্থীই আবেদন করতে পারবে। অর্থ্যাত যাদের জন্ম ০২/১১/১৯৮৮ বা তার পরে এবং ২/১১/১৯৯৯ তারিখ বা আগে – এই সীমার মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবে।
৪২তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২০
৪২তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২০ ডাউনলোড করুন
প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন
৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন ও বিষয়াবলী প্রকাশ করা হয়েছে । স্পেশাল বিবিএস প্রিলিমিনারি মোট সময় ২ ঘণ্টা ।
- প্রতিটি MCQ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কর্তন করা হবে।
- (৪) লিখিত পরীক্ষায় পাশ নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হবে এবং উহার সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।
- মৌখিক পরীক্ষার পাশ নম্বর হবে ৫০ (পঞ্চাশ)।
পরীক্ষার বিষয় | নম্বর |
মেডিকেল সায়েন্স | ১০০ |
বাংলা | ২০ |
ইংরেজি | ২০ |
বাংলাদেশ বিষয়াবলি | ২০ |
আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ |
মানসিক দক্ষতা | ১০ |
মানসিক দক্ষতা | ১০ |
সর্বমোট | ২০০ |
|
বিসিএস প্রিলিমিনারি টেস্টের বই ডাউনলোড করুন
অনলাইনে আবেদন ফরম পূরণ পদ্ধতি
-
- প্রার্থীকে Teletalk BD Ltd-এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
-
- উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে ৪২তম বিসিএস সার্কুলার, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং ক্যাডার অপশন এর ভিত্তিতে তৈরিকৃত ৩ ক্যাটাগরি পদের জন্য নির্ধারিত Application Form (BPSC Form-1) এর রেডিও বাটন দৃশ্যমান হবে।
- ক্যাডার চয়েস-এর উপর ভিত্তি করে Application Form (BPSC Form-1)-এর ৩টি ক্যাটাগরি রয়েছে, যেমন
1. Application Form for General Cadre
2. Application Form for Technical Cadre/Professional Cadre
3. Application Form for General and Technical/ Professional (both) Cadre
- প্রার্থী শুধু General Cadre এর প্রার্থী হতে ইচ্ছুক হলে General Cadre এর Application Form এর রেডিও বাটন ক্লিক করলে General Cadre এর আবেদনপত্র (BPSC Form-1) দৃশ্যমান হবে। অনুরূপভাবে General and Technical/Professional ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে তাকে both cadre এর জন্য নির্ধারিত ৩য় রেডিও বাটনটি ক্লিক করলে নির্ধারিত both cadre এর জন্য BPSC Form-1 দৃশ্যমান হবে। কাক্ষিত BPSC Form-1 দৃশ্যমান হলে ফরমের প্রতিটি অংশ প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে। BPSC Form-1-এর ৩টি অংশ রয়েছে: Part-1 Personal Information, Part-2 Educational Qualification, Part-3 Cadre Option. BPSC Form-1 পূরণ সংক্রান্ত নির্দেশাবলি অংশের বিস্তারিত নির্দেশনা এবং BPSC Form-1 এর প্রতিটি field এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করে BPSC Form-1 পূরণ করতে হবে।
আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি
প্রথম SMS: BCS <space>User ID লিখে send করুন 16222 নম্বরে।
Example: BCS QRNTCBTP
Reply : Applicant’s Name, Tk-700(100 Tk. for Physically Handicapped, Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be Charged as Application Fee. Your PIN is (8 digit number) 12345678. To Pay Fee, type BCS < Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BCS <space>Yes<Space>PIN লিখে send করুন 16222 নম্বরে।
Example: BCS YES 12345678
Reply : Congratulations! Applicant’s Name, payment completed successfully for 40th BCS
Examination. User ID is (******) and Password (*******).
N.B.: For Lost Password, Please Type BCS<Space>HELP<Space>SSC Board <Space> SSC
Roll<Space>SSC Year and send to 16222.