বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার 2019-20 প্রকাশিত হয়েছে । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য brur.ac.bd এই ওয়েব সাইটে পাওয়া যাবে । আজকে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ০৬ (ছয়) টি অনুষদের ২১ (একুশ)টি বিভাগে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রােগ্রামে শিক্ষার্থী ভর্তির আবেদন আহ্বান করা হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন brur.admissionreg.net -এ আবেদন করতে হবে
বেরোবি ভর্তি টাইমলাইন |
---|
আবেদন শুরুর তারিখ : ০৩ অক্টোবর ২০১৯
আবেদনের শেষ সময় : ২৫ অক্টোবর ২০১৯ ভর্তি পরীক্ষা : ১০-১৪ নভেম্বর ২০১৯ আবেদন লিংক : brur.admissionreg.net |
ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন নোটিশ
ইউনিট পরিচিতি
ইউনিটের নাম |
অনুষদের নাম |
ফরমের মূল্য |
A ইউনিট | কলা অনুষদ |
৪৪০ টাকা |
B ইউনিট | সমাজ বিজ্ঞান অনুষদ |
৬০৫ টাকা |
C ইউনিট | বিজনেস স্টাডিজ অনুষদ |
৪৯৫ টাকা |
D ইউনিট | বিজ্ঞান অনুষদ |
৪৯৫ টাকা |
E ইউনিট | প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ |
৩৮৫ টাকা |
F ইউনিট | জীব ও ভূবিজ্ঞান অনুষদ |
৩৮৫ টাকা |
আবেদনের ন্যূনতম যোগ্যতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে প্রতিটি ইউনিটের জন্য াবভাগ ভিত্তিক আলাদা আলাদা পয়েন্ট নির্ধারণ করা হয়েছে ।
ইউনিট | বিভাগ |
নূন্যতম জিপিএ ( ৪র্থ বিষয় সহ) |
মোট জিপিএ | |
এসএসসি | এইচএসসি | |||
A Unit | মানবিক | 3.00 | 3.00 | 6.50 |
বিজ্ঞান | 3.00 | 3.00 | 6.50 | |
ব্যবসায় শিক্ষা | 3.00 | 3.00 | 6.50 | |
B Unit | মানবিক | 3.50 | 3.00 | 7.00 |
বিজ্ঞান | 3.50 | 3.50 | 7.50 | |
ব্যবসায় শিক্ষা | 3.50 | 3.50 | 7.50 | |
C Unit | মানবিক | 3.00 | 3.50 | 7.00 |
বিজ্ঞান | 3.50 | 3.50 | 7.50 | |
ব্যবসায় শিক্ষা | 3.00 | 3.50 | 7.00 | |
D Unit | বিজ্ঞান | 3.50 | 3.50 | 7.00 |
E Unit | বিজ্ঞান | 3.50 | 3.50 | 7.50 |
F Unit | বিজ্ঞান | 3.50 | 3.50 | 7.50 |
মানবিক /ব্যবসায় | 3.50 | 3.00 | 7.00 |
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯-২০
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন
ভর্তি পরীক্ষার আবেদনের পদ্ধতি
- ভর্তির আবেদনপত্র পূরন করার জন্য আবেদনকারীকে brur.admissionreg.net এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে ।
- যে কোন ইউনিটে ভর্তির আবেদন করার জন্য বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটের http://brur.admissionreg.net লিঙ্কে গিয়ে ‘HSC/Equivalent Application’ বাটনে ক্লিক করতে হবে ‘HSC/Equivalent Application’ বাটনে ক্লিক করার পর আবেদনকারীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন। প্রয়ােজনীয় সকল তথ্য সঠিক ভাবে পুরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
- আবেদনকারীর তথ্যসমূহ সঠিক হলে পরবর্তী পেইজে আবেদনকারীর ব্যক্তিগত মােবাইল নম্বর চাওয়া হবে। মােবাইল নম্বর সঠিক ভাবে প্রদান করে ‘Submit’ করলে আবেদনকারীর মােবাইলে একটি ‘Confirmation Code’ পাঠানাে হবে।
- আবেদনের সময় যেই মােবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্যই শিক্ষার্থীর মােবাইল নম্বর হতে হবে। উক্ত মােবাইল নম্বরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল নােটিফিকেশন বিশ্ববিদ্যালয় থেকে প্রেরণ করা হবে।
- এই ধাপে Confirmation Code টি চাওয়া হবে এবং সঠিকভাবে তা প্রদান করলেই কেবলমাত্র আবেদনের মূল পেইজে যেতে পারবে।
- Confirmation Code প্রদান করে ‘Submit’ করার পর Confirmation Code টি সঠিক হলে আবেদনকারীর একটি প্রােফাইল তৈরি হবে এবং সেখানে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি প্রদর্শিত হবে। আবেদনকারীর যদি কোন কোটা থাকে এবং তিনি সেটা আবেদনে যুক্ত করতে চান তাহলে তার প্রােফাইলে কোটা যুক্ত করার অপশন থেকে তার কাঙ্খিত এক বা একাধিক কোটা যুক্ত করতে পারবেন।
- ভর্তির ওয়েবসাইটে লগইন করার সময় কোন শিক্ষার্থী যদি Invalid Information সমস্যা সম্মুখীন হয়ে থাকেন, তাহলে উক্ত ওয়েবপেজে থাকা ‘Click here if you face Invalid Information’ বাটনে ক্লিক করতে হবে। উক্ত বাটনে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। এই পেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তথ্য প্রদান করে ‘Claim’ বাটনে ক্লিক করে অভিযােগ জমা দিতে হবে। অভিযােগ জমা হওয়ার পর Helpdesk এ প্রদত্ত মােবাইল নম্বরে যােগাযােগ করতে হবে।
- আবেদনকারীকে তার প্রােফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সঠিক মাপের সদ্য তােলা একটি পরিষ্কার ফরমাল ছবি আপলােড করতে হবে।
- আবেদনকারী তার প্রােফাইল এ Apply অপশনে ক্লিক করে তিনি কোন কোন ইউনিটে আবেদনের যােগ্য তার একটি তালিকা দেখতে পাবেন। উক্ত তালিকায় স্ব স্ব ইউনিটের আবেদনের যােগ্যতা দেখতে পাওয়া যাবে। কিন্তু ছবি ও স্বাক্ষর আপলােড সম্পন্ন না হলে আবেদনকারী কোনাে ইউনিটে আবেদন করতে পারবে না।
- আবেদনকারী যে ইউনিটে আবেদন করতে ইচ্ছুক সেই ইউনিটের Apply বাটনে ক্লিক করলে একটি Private Key পাবেন। উক্ত Private Key টি ব্যবহার করে Mobile Financial Service Operator ‘রকেট’ অথবা ‘শিওর ক্যাশ অথবা বিকাশ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।
- মােবাইল নম্বর প্রদানের ক্ষেত্রে নির্দেশিকা: আবেদনকারীর ব্যক্তিগত মােবাইল নম্বরের ক্ষেত্রে নম্বর প্রদানের সময় কোন চিহ্ন ব্যবহার করা যাবে না। মােবাইল নম্বরের ডিজিট হবে ১১ সংখ্যার(যেমন ০১xxxxxxxxx)। এছাড়া পরবর্তী যােগাযােগের ক্ষেত্রে মােবাইল নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় মােবাইল নম্বর প্রদানের ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর দেয়া বাঞ্ছনীয়। কোন কারণে সেটি সম্ভব না হলে পিতামাতার মােবাইল নম্বর প্রদান করা যেতে পারে।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।