বেসিক ইংরেজী কোর্স

শুরু হতে যাচ্ছে AdmissionWar বেসিক ইংরেজী কোর্স সম্পূর্ন বিনামূল্যে।

শুধুমাত্র রেজিষ্ট্রার্ড ইউজারদের জন্য।

বর্তমান যুগে ইংরেজীতে পারদর্শী হওয়ার বিকল্প আর কিছু নেই । বর্তমান প্রতিযোগিতার যুগে নিজের ভাল অবস্থান তৈরি করতে চাইলে ইংরেজীতে দক্ষ হওয়া আবশ্যক । একজন মানুষ যদি বেসিক ইংরেজীতে দূর্বল হয় তবে সে কখনই ভাল করতে পারবে না ্ আমাদের যখন বেসিক ্ইংরেজী শেখার বয়স থাকে তখন আমরা হেলা ফেলায় সময় গুলোকে নষ্ট করে ফেলি । তাই পরবর্তীতে চাকুরি বা অন্যান্য ক্ষেত্রে নিজের অবস্থান নিয়ে টানাপোরন শুরু হয় । সব বিষয়ে ভাল করলেও ইংরেজীতে পাশ না করার কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে প্রতিটি জব সেক্টরে ব্যর্থতার প্রমান দিতে হয় ।

আমাদের বেসিক ইংরেজী শেখার সঠিক সময় হল স্কুল লেভেল ।  কিন্তু তখন আমরা হয়ত অনেকেই ইংরেজী শেখার ব্যাপারটাকে এরিয়ে চলি । এভাবে এড়িয়ে এড়িয়ে চলতে চলতে একটা সময় অনেক দেরী হয়ে যায় । অনেকের হয়ত আরও অনেক দেরী হয়ে গেছে । আর এমন অনেক দেরী করা অনেক মানুষের চিন্তা করেই  AdmissionWar শুরু করতে যাচ্ছে বেসিক ইংরেজী কোর্স । এই কোর্সের মাধ্যমে আপনি নতুন করে সব কিছু শেখার সুযোগ পাচ্ছেন ।

[is_logged_in][/is_logged_in]

AdmissionWar বেসিক ইংরেজী কোর্স (বিনামূল্যে)

  • আপনি এই কোর্সের মাধ্যমে বেসিক ইংরেজী শেখার সুযোগ পাচ্ছেন।
  •  কোর্সের প্রতিটি লেসন অত্যন্ত সহজ ভাষায় দেওয়া হবে যা কিনা আপনি সহজেই বুঝতে পারবেন ।
  • বুঝতে কোন সমস্যা হলে সরাসরি হ্যাল্পলাইনে যোগাযোগ করতে পারবেন।

AdmissionWar বেসিক ইংরেজী কোর্সে যেসকল বিষয় থাকছে-

  • Part’s of Speech 
  • Degree
  • Narration
  • Tag Question
  • Tense
  • Right From of Verbs
  • Gender
  • Person
  • Article
  • Transformation 
  • Voice
  • Clause
  • Completing Sentence 
  • Rule Of Sentence Connectors
  • Punctuation and Capitalization

[বি:দ্র: AdmissionWar বেসিক ইংরেজী কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে । কোর্সে অংশগ্রহন করার জন্য আপনাকে অবশ্যই আমাদের সাইটে লগইন করে পোষ্টগুলা পড়তে হবে।]

আশা করা যায় AdmissionWar বেসিক ইংরেজী কোর্সের মাধ্যমে আপনি আপনার ইংরেজী ভীতি কাটাতে পারবেন । সবার প্রতি রইল শুভ কামনা ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!