মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯ -২০ প্রকাশিত হয়েছে । আজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০১৯ -২০ ও যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে A, B, C ও D ইউনিটসমূহে অন্তর্ভুক্ত বিভাগগুলােতে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (ইঞ্জিঃ/সম্মান), বি.বি.এ. ও ৫ (পাঁচ) বছর মেয়াদি বি.ফার্ম, প্রফেশনাল প্রােগ্রামে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। ভর্তির আবেদন mbstu-admission.org ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন ফি বিকাশ (bKash)/রকেট (ক্রেট)/শিওরক্যাশ (SureCash) মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রহণ করা হবে ।
মাভাপ্রবি ভর্তি টাইমলাইন |
---|
আবেদন শুরু : ২১ সেপ্টেম্বর ২০১৯ সকাল ০৯:০০
আবেদন শেষ : ৩১ অক্টোবর ২০১৯ রাত ১১:৫৯ আবেদন ফি : ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা ভর্তি পরীক্ষার তারিখ: ০৬-০৭ ডিসেম্বর ২০১৯ (পরিবর্তিত তারিখ) |
ভর্তি পরীক্ষার রুটিন
ইউনিট | তারিখ | সময় |
A | ০৬ ডিসেম্বর ২০১৯ | ১০.৩০ থেকে ১২.০০ পর্যন্ত |
B | ০৬ ডিসেম্বর ২০১৯ | ৩.০০ থেকে ৪.৩০ পর্যন্ত |
C | ০৭ ডিসেম্বর ২০১৯ | ১০.৩০ থেকে ১২.০০ পর্যন্ত |
D | ০৭ ডিসেম্বর ২০১৯ | ৩.০০ টা থেকে ৪.৩০ পর্যন্ত |
আবেদন করার ন্যূনতম যোগ্যতা
- ২০১৬ বা ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ আবেদন করতে পারবে। তবে আবেদনকারীর অবশ্যই উভয় পরীক্ষায় পৃথকভাবে ৪র্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সর্বমােট ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে।
- বিজ্ঞান শাখা হতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ A, B, C ও D ইউনিটে এবং মানবিক শাখা ও বাণিজ্য শাখা হতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ শুধুমাত্র D ইউনিটে আবেদন করতে পারবে।
- A ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর এইচএসসি/সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
- B ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর এইচএসসি/সমমানের পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। অধিকন্তু ফার্মেসি বিভাগে এবং বায়ােকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়ােলজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের এইচএসসি/ সমমানের পরীক্ষায় গণিতেও ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে।
- C ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর এইচএসসি/সমমানের পরীক্ষায় রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে
পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টন
- মোট নাম্বার ২০০ (এমসিকিউ পরীক্ষা – ১০০ , জিপিএ – ১০০)
- ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
- মোট প্রশ্ন ১০০ টি । প্রতিটির মান ১ ।
- আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে ন্যূনতম পাশ মার্ক ৪০।
এ ইউনিট ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন |
|||||
বিষয় | ই্ংরেজী | পদার্থ | রসায়ন- | গণিত | মোট – ১০০ |
নম্বর | ১০ | ২০ | ৩৫, | ৩৫ |
বি ইউনিট ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন |
|||||
বিষয় | ই্ংরেজী | পদার্থ | রসায়ন- | গণিত | মোট – ১০০ |
নম্বর | ১০ | ২০ | ৩৫ | ৩৫ |
সি ইউনিট ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন |
|||||
বিষয় | ই্ংরেজী | পদার্থ | রসায়ন- | গণিত | মোট – ১০০ |
নম্বর | ১০ | ৩০ | ৩০ | ৩০ |
ডি ইউনিট ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন ( বিজ্ঞান শাখা) |
|||||
বিষয় | ই্ংরেজী | পদার্থ | রসায়ন- | গণিত | মোট – ১০০ |
নম্বর | ৪০ | ৩০ | ৩০ | ৩০ | |
পদার্থ ,রসায়ন ও গণিত এর যেকোন ২ টির উত্তর করতে হবে। |
ডি ইউনিট ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন (বানিজ্য শাখা) |
||||
বিষয় | ই্ংরেজী | ব্যবসায় সংগঠন | হিসাব বিজ্ঞান | মোট – ১০০ |
নম্বর | ৪০ | ৩০ | ৩০ | |
পদার্থ ,রসায়ন ও গণিত এর যেকন ২ টির উত্তর করতে হবে। |
ডি ইউনিট ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন (মানবিক শাখা) |
|||||
বিষয় | ই্ংরেজী | বাংলা | অর্থনীতি | পৌরনীতি | মোট – ১০০ |
নম্বর | ৪০ | ৩০ | ৩০ | ৩০ | |
অর্থনীতি , পৌরনীতি এর যে কোন একটি উত্তর করতে পারবে। |
A ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ০৩ নম্বর (৩০%) এবং পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম ১৪ নম্বর (৪০%), B ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ০৩ নম্বর (৩০%) এবং রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম ১৪ নম্বর (৪০%), C ইউনিটে প্রত্যেক বিষয়ে ন্যূনতম ৩০% নম্বরসহ সর্বমােট ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে এবং D ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ১৬ নম্বর (৪০%) অবশ্যই পেতে হবে। সকল ইউনিটে লিখিত পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৪০। কোটায় আবেদনকারীদের ক্ষেত্রেও লিখিত পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম ৪০। ১০০ নম্বরের প্রশ্নের উত্তরের জন্য ০১ ঘন্টা (৬০ মিনিট) সময় বরাদ্দ থাকবে, তবে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2019-20
আবেদন প্রক্রিয়া
আবেদন সম্পন্ন হবে ৩ ধাপেঃ
ধাপ-১ mbstu-admission.org ওয়েবসাইটে গিয়ে ফরম পূরন করতে হবে এবং Bill Number সংগ্রহ করতে হবে।
ধাপ-২ রকেট এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফী প্রদান করে Transaction ID (Tnxid)টি সংগ্রহ করতে হবে।
ধাপ-৩ mbstu-admission.org ওয়েবসাইটে গিয়ে Bill Number ও Transaction ID দিয়ে প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে