আইএইচটি ও মেডিক্যাল এ্যাসিসটেন্ট ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

আইএইচটি ও মেডিক্যাল এ্যাসিসটেন্ট ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১. মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT)-তে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি গত ১৮ অক্টোবর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয় ।আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে dghs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন । ম্যাটস ও আইএইচটি ভর্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
আইএইচটি ও মেডিক্যাল এ্যাসিসটেন্ট ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
২০২০-২০২১ খ্রি: শিক্ষাবর্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীন বাগেরহাট, কুষ্টিয়া, নােয়াখালী, সিরাজগঞ্জ, টাংগাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া গােপালগঞ্জ ও নওগাঁয় অবস্থিত ১১টি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS)-এ ৩ (তিন) বৎসর মেয়াদী কোর্স + ০১ (এক) বৎসর ইন্টার্নশীপ সহ ডিপ্লোমা কোর্স এবং ১৫টি ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT) ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি- সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি-জামালপুর, টুঙ্গিপাড়া-গােপালগঞ্জ, গাজীপুর, কাশিয়ানী-গােপালগঞ্জ ও জয়পুরহাট-এ ৩ (তিন) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনােলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্রছাত্রী ভর্তির জন্য নিম্নবর্ণিত শর্তাবলীসহ দরখাস্ত আহবান করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ তথ্য |
---|
আবেদন শুরু : ২১ অক্টোবর ২০২০
আবেদন শেষ : ২২ নভেম্বর ২০২০ প্রবেশ পত্র ডাউনলােড : আবেদন ফি : ৭০০/- টাকা |
আবেদনের যোগ্যতা
২০১৬ থেকে ২০২০ ইং সনে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ এবং নুন্যতম জিপিএ ২.৫ (পয়েন্ট) প্রাপ্ত হতে হবে। জীববিজ্ঞান বিষয় হিসাবে অবশ্যই থাকতে হবে।
ভর্তি পরীক্ষার বিষয়াবলী
প্রত্যেক প্রার্থীকে এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ (একশত) নম্বরের এক ঘন্টা লিখিত পরীক্ষায় (বাংলা-১৫, ইংরেজী- ১৫, অংক-১৫, পদার্থ- ১৫, রসায়ন- ১৫, জীববিজ্ঞার- ১৫, সাধারন জ্ঞান-১০) অংশ গ্রহন করতে হবে। লিখিত পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবং উত্তর পত্র OMR মেশিনে দেখা হবে। MATS এবং IHT উভয় ক্ষেত্রেই ভর্তি পরীক্ষার ফলাফলের সহিত এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA এর ২০ গুন যােগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ এসএসসি GPA X ২০ + লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর । কোন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না ।
[ করোনা পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা হবে কিনা তা পরবর্তীতে নোটিশ আকারে জানানো হবে ।]
আইএইচটি ও ম্যাটস ভর্তি নোটিশ
০২০-২০২১ খ্রি: শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাটস ভর্তি নোটিশ প্রকাশিত হয়েছে । নিচে নোটিশ টি ছবি আকারে দেওয়া হল –
ভর্তি পরীক্ষার সেন্টার কোড
প্রার্থী আবেদনের সময় যে কোন একটি সেন্টার কোড সিলেক্ট করতে পারবে এবং সে সেন্টারেই তার ভর্তি পরীক্ষায় সীট পড়বে ।
IHT | Code | MATS | Code |
Dhaka IHT | 81 | Bagerhat | 91 |
Rajshahi IHT | 82 | Kushtia | 92 |
Bogura IHT | 83 | Noakhali | 93 |
Chattogram IHT | 84 | Sirajgong | 94 |
Barishal IHT | 85 | Tangail | 95 |
Rangpur IHT | 86 | Cumilla | 96 |
Jhenaidah IHT | 87 | Faridpur | 97 |
Sylhet IHT | 88 | Kushtia | 98 |
ম্যাটস আসন সংখ্যা
বিভিন্ন ম্যাটস-এ মােট আসন সংখ্যা: ৮১৮ । প্রশাসনিক বিভাগীয় (Divisional) কোটার ক্ষেত্রে প্রতিটি ম্যাটসে ১৫% আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে বিভাগীয় (Division) কোটা বা মহিলা সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা হতে ঐ আসনগুলি পূরন করা হবে। উপজাতি কোটার ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা ও ভর্তি পরীক্ষা একই হবে। উপজাতীয় প্রার্থীতার স্বপক্ষে গােত্র প্রধান ও জেলা প্রশাসক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র ভর্তির সময় জমা দিতে হবে।
ম্যাটস | মেধা ভিত্তিক | বিভাগীয় আসন | পার্বত্য উপজাতি | মুক্তিযােদ্ধা | মোট আসন |
Bagerhat MATS | 75 | 75 | 1 | 1 | 152 |
Kushtia MATS | 50 | 50 | 1 | 1 | 102 |
Noakhali MATS | 50 | 50 | 1 | 1 | 102 |
Sirajgong MATS | 50 | 50 | 1 | 1 | 102 |
Tangail MATS | 50 | 50 | 1 | 1 | 102 |
Cumilla MATS | 25 | 25 | 1 | 1 | 52 |
Faridpur MATS | 50 | 50 | 1 | 1 | 102 |
Jhenaidah MATS | 25 | 25 | 1 | 1 | 52 |
Satkhira MATS | 25 | 25 | 1 | 1 | 52 |
আইএইচটি আসন সংখ্যা
বিভিন্ন IHT-তে মােট আসন সংখ্যা: ২৭৯১। GIHT তে বর্ণিত অনুষদের মােট সাধারণ আসন সংখ্যার ৭০% জাতীয় মেধার ভিত্তিতে, বাকী ৩০% ৮টি প্রশাসনিক বিভাগের (Division) জনসংখ্যার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। বিভাগীয় (Divisional) প্রার্থীদের কোটার দাবীর ক্ষেত্রে প্রার্থীগনকে আবেদন পত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা মেয়রের স্বাক্ষরিত সনদপত্র ভর্তির সময় দাখিল করতে হবে।
IHT | Subjects | ||||||||||
Laboratory
|
Radiography
|
Physiotherapy | Dentistry | Pharmacy | Radiotherapy | OTA | OCA | Freedom
Fighter |
Tribal | Total | |
Dhaka | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 25 | 25 | 05 | 02 | 327 |
Rajshahi | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 05 | 02 | 277 | ||
Bogura | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 05 | 02 | 307 | ||
Chattogram | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 05 | 02 | 277 | ||
Barishal | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 05 | 02 | 277 | ||
Rangpur | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 05 | 02 | 277 | ||
Jhenaidah | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 05 | 02 | 277 | ||
Sylhet | 50 | 50 | 50 | 50 | 50 | 05 | 01 | 257 | |||
Serajgonj | 50 | 50 | 50 | 02 | 01 | 103 | |||||
Satkhira | 50 | 50 | – | 02 | 01 | 103 | |||||
Jamalpur | 50 | 50 | – | 02 | 01 | 103 | |||||
Gopalgonj | 50 | 50 | 02 | 01 | 103 | ||||||
Gazipur | 50 | 50 | 02 | 01 | 103 |
প্রিপেইড টেলিটকের SMS এর মাধ্যমে ম্যাটস ও আইএইচটি আবেদন প্রক্রিয়া
প্রিপেইড টেলিটকের মেসেজ অপশনে গিয়ে DGHS লিখে, স্পেস দিয়ে SSC Board লিথে, Roll লিখে, Passing Year লিখে, স্পেস দিয়ে choice1,choice2 (পছন্দের ক্রমানুসারে ছক-২ ও ছক-৩ থেকে একটি করে। MATS /IHT যে কোনটি আগে হতে পারে। exanp:513,122 অথবা 133,516 হতে পারে। স্পেস দিয়ে div code ( ছক-৪) স্পেস দিয়ে quota code (ছক-৫) FF বা TR অথবা দুইটি একসাথে FE,TR লিখে Send করতে হবে 16222 নম্বরে। (“ বাের্ড: ঢাকা DHA, DIN, SYL, RAJ, JES, BAR, CUM, CA0, TEC, MAD…)
উদাহরণঃ DGHS<>DHA<>23423<>2017513,145<>6<>FF and send to 16222
আবেদন প্র্রক্রিয়াটি নিশ্চিত করার জন্য পুনরায় প্রিপেইড টেলিটকের মেসেজ অপশনে গিয়ে DGHS লিখে, স্পেস দিয়ে YES লিখে, ফিরতি মেসেজে পাওয়া PIN নম্বর লিখে স্পেস দিয়ে, পরীক্ষা কেন্দ্রের কোড (ছক-১) স্পেস দিয়ে Contact mobile number (যে নম্বরটি সবসময় প্রার্থীর সংগে থাকবে এবং যাহাতে প্রয়ােজনীয় SMS পাঠানাে হবে) লিখে 16222 নম্বরে send করতে হবে। To pay type DGHS<>YES<>pin_no<>exam_centre (Table-1)<>contact_no and send to 16222
উদাহরণঃ DGHS<>YES<>23874576<>85<>072 xxxxxxx (যে কোন মােবাইল অপারেটর) and send to 16222
REPLY: CONGRATS! Name, Fee received successfully for IHT & MATS. Exam center: BarishalIHT.User name (PDFGJEIT), Password (70180345).
Admit card, ছবি ও স্বাক্ষর upload এর জন্য http: //dghs.teletalk.com.bd website এ প্রবেশ করতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত আবেদন নির্দেশিকাটি ভালভাবে পড়ুন ।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন পত্রে যে সমস্ত তথ্য ও সনদ পত্রের উল্লেখ আছে তার মূল কপি ভর্তির সময় অবশ্যই প্রদান করতে হবে।
(ক) এসএসসি অথবা সমমানের পরীক্ষা পাশের প্রমানপত্র হিসাবে প্রধান শিক্ষকের দেওয়া প্রশংসা পত্র।
(খ) এসএসসি অথবা সমমানের পরীক্ষার নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট।
(গ) স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক নাগরিকত্বের সনদপত্র।
(ঘ) সদ্যতােলা পাসপাের্ট সাইজের ৪ (চার) কপি ছবি।
(ঙ) উপজাতীয় প্রার্থীদের বেলায় জেলা প্রশাসক এবং গােত্র প্রধান স্বাক্ষরিত জেলা গােত্র ও চারিত্রিক বৈশিষ্ট সংক্রান্ত সনদপত্র।
(চ) প্রার্থীর পিতা-মাতাদাদা-দাদী/নানা-নানী মুক্তিযােদ্ধা হয়ে থাকলে, মুক্তিযােদ্ধা কোটায় আবেদন করা যাবে।
IHT ও MATS ভর্তি বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ফেজবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।