যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ । যবিপ্রবি ভর্তি সার্কুলার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.just.edu.bd এ প্রকাশ করা হয় । যবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
যবিপ্রবি ভর্তি টাইমলাইন |
---|
আবেদন শুরু : ১০ নভেম্বর ২০২১
আবেদনের শেষ সময় : ২৮ নভেম্বর ২০২১ ভর্তি পরীক্ষার তারিখ : গুচ্ছ পরীক্ষা অনুযায়ী আবেদন ফিঃ ৬৫০ টাকা ক্লাস শুরু : ২৫ জানুয়ারী ২০২১ |
জিএসটি ভর্তি পরিক্ষার তারিখ
সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর GST ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুপুর ১২.০০ টায় শুরু হয় এবং ১.০০ টায় শেষ হয়।
A ইউনিট – (বিজ্ঞান) | ১৭ অক্টোবর ২০২১ |
B ইউনিট – (মানবিক) | ২৪ অক্টোবর ২০২১ |
C ইউনিট -(বানিজ্য) | ০১ নভেম্বর ২০২১ |
যবিপ্রবি ভর্তি সার্কুলার ২০২০-২১
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ নিচে প্রকাশ করা হয়েছে। সকল তথ্য অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ২০২২ সালের ২৫শে জানুয়ারী থেকে ক্লাশ শুরু হবে।
ইউনিট পরিচিতি
ইউনিট | অনুষদের নাম | ন্যূনতম জিপিএ | |
A ইউনিট | প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ | এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ পৃথকভাবে ৩.৫০সহ জিপিএ ৮.০০ থাকতে হবে | |
B ইউনিট | জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ , স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মােট জিপিএ ৮.০০ | |
C ইউনিট | ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ পৃথকভাবে ৩.৫০ সহ জিপিএ ৮.০০ থাকতে হবে | |
D ইউনিট | কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে | |
E ইউনিট | স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ বিভাগ | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ পৃথকভাবে ৩.০০সহ জিপিএ ৬.৫০ থাকতে হবে | |
F ইউনিট | ব্যবসায় শিক্ষা অনুষদ | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৩.৫০সহ মােট জিপিএ ৮.০০ থাকতে হবে |
আবেদন করার নিয়মাবলি
- ভর্তির প্রয়ােজনীয় তথ্যাবলি http://just.bigmsoft.com-লিঙ্ক- এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মােতাবেক অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে।
- Submit করা শেষে একটি APPLICATION ID নম্বর প্রদান করা হবে এবং পরবর্তীতে এই APPLICATION ID নম্বরের অনুকূলে রকেট মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি পরীক্ষা বাবদ নির্ধারিত ফি জমা দিতে হবে
- APPLICATION ID No, সম্বলিত ডকুমেন্টটি প্রিন্ট করে রাখতে হবে। আবেদন ফি (টাকা) জমা দেওয়া ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য এ APPLICATION ID No. প্রয়ােজন হবে
বিশেষ নির্দেশনা
- আবেদনকারীর ছবি admission.just.edu.bd ওয়েবসাইটে একবার মাত্র পরিবর্তন করা যাবে;
- ভর্তি পরীক্ষার Admit Card হারিয়ে গেলে admission.just.edu.bdয়েবসাইটে গিয়ে পুনরায় প্রিন্ট করা যাবে ।
- ভর্তি পরীক্ষার কেন্দ্র ভুলে গেলে www.just.edu.bd এবং admission.just.edu.bd ওয়েবসাইট থেকে জানা যাবে;
- ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য www.just.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।। Help Line:০১৭০৯৮১৮১৫৫,০১৭০৯৮১৮১৫৬ ও ০১৭০৯৮১৮১৫৭ (সকাল ১০:০০ টা থেকে রাত ০৮:০০ টা পর্যন্ত Help Line খােলা থাকবে)।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।