বিশ্ববিদ্যালয় ভর্তিবিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১  । যবিপ্রবি ভর্তি সার্কুলার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.just.edu.bd এ প্রকাশ করা হয় । যবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।

যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

 

যবিপ্রবি ভর্তি টাইমলাইন
আবেদন শুরু : ১০ নভেম্বর ২০২১

আবেদনের শেষ সময় : ২৮ নভেম্বর ২০২১

ভর্তি পরীক্ষার তারিখ : গুচ্ছ পরীক্ষা অনুযায়ী

আবেদন ফিঃ ৬৫০ টাকা

ক্লাস শুরু : ২৫ জানুয়ারী ২০২১

জিএসটি ভর্তি পরিক্ষার তারিখ

সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর GST ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুপুর ১২.০০ টায় শুরু হয় এবং ১.০০ টায় শেষ হয়।

A ইউনিট – (বিজ্ঞান) ১৭ অক্টোবর ২০২১
B ইউনিট – (মানবিক) ২৪ অক্টোবর ২০২১
C ইউনিট -(বানিজ্য) ০১ নভেম্বর ২০২১

যবিপ্রবি ভর্তি সার্কুলার ২০২০-২১

যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ নিচে প্রকাশ করা হয়েছে। সকল তথ্য অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ২০২২ সালের ২৫শে জানুয়ারী থেকে ক্লাশ শুরু হবে।

01
02

ইউনিট পরিচিতি

ইউনিট অনুষদের নাম ন্যূনতম জিপিএ
A ইউনিট প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এসএসসি/সমমান ও এইচএসসি/  সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ পৃথকভাবে ৩.৫০সহ  জিপিএ ৮.০০ থাকতে হবে
B ইউনিট জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ , স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মােট জিপিএ ৮.০০
C ইউনিট ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ পৃথকভাবে ৩.৫০ সহ  জিপিএ ৮.০০ থাকতে হবে
D ইউনিট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট  জিপিএ ৭.৫০ থাকতে হবে
E ইউনিট স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ বিভাগ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ পৃথকভাবে ৩.০০সহ  জিপিএ ৬.৫০ থাকতে হবে
F ইউনিট ব্যবসায় শিক্ষা অনুষদ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে  চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৩.৫০সহ মােট জিপিএ ৮.০০ থাকতে হবে

   আবেদন করার নিয়মাবলি

  • ভর্তির প্রয়ােজনীয় তথ্যাবলি http://just.bigmsoft.com-লিঙ্ক- এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মােতাবেক অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে।
  • Submit করা শেষে একটি APPLICATION ID নম্বর প্রদান করা হবে এবং পরবর্তীতে এই APPLICATION ID নম্বরের অনুকূলে রকেট মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি পরীক্ষা বাবদ নির্ধারিত ফি জমা দিতে হবে
  •  APPLICATION ID No, সম্বলিত ডকুমেন্টটি প্রিন্ট করে রাখতে হবে। আবেদন ফি (টাকা) জমা দেওয়া ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য এ APPLICATION ID No. প্রয়ােজন হবে

বিশেষ নির্দেশনা

  • আবেদনকারীর ছবি admission.just.edu.bd ওয়েবসাইটে একবার মাত্র পরিবর্তন করা যাবে;
  •  ভর্তি পরীক্ষার Admit Card হারিয়ে গেলে admission.just.edu.bdয়েবসাইটে গিয়ে পুনরায় প্রিন্ট করা যাবে ।
  •  ভর্তি পরীক্ষার কেন্দ্র ভুলে গেলে www.just.edu.bd এবং admission.just.edu.bd ওয়েবসাইট থেকে জানা যাবে;
  • ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য www.just.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।। Help Line:০১৭০৯৮১৮১৫৫,০১৭০৯৮১৮১৫৬ ও ০১৭০৯৮১৮১৫৭ (সকাল ১০:০০ টা থেকে রাত ০৮:০০ টা পর্যন্ত Help Line খােলা থাকবে)।

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!