বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ ruet.ac.bd ওয়েবসাইট প্রকাশিত হয়েছে । রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার 2019-20 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল ।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি জন্য আবেদন আহবান করা যাচ্ছে।

রুয়েট ভর্তি টাইমলাইন
 আবেদনে শুরু :  ০৮ সেপ্টেম্বর ২০১৯

আবেদন শেষ সময় : ২৫ সেপ্টেম্বর ২০১৯ খ্রি. তারিখ বিকাল ৫:০০ টা

প্রবেশপত্র ডাউনলােড করার তারিখ : ১২ অক্টোবর ২০১৯

ভর্তি পরীক্ষার তারিখ : ২৪ অক্টোবর, ২০১৯

আবেদন লিংক : www.ruet.ac.bd/admission

ভর্তি পরীক্ষার সময়সূচী ও ফরমের মূল্য

গ্রুপ বিভাগ ভর্তি পরীক্ষার তারিখ আবেদন ফি
ক (KHA) ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ এবং আরবান এন্ড রিজিওনাল পানি বিভাগ। ২৪ অক্টোবর, ২০১৯ খ্রি. তারিখ রােজ বৃহস্পতিবার সকাল ৯:০০ টা হতে সকাল ১১:০০ টা পর্যন্ত  ৯০০/- (নয়শত) টাকা
খ (KHA) ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ, আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ এবং স্থাপত্য বিভাগ। ২৪ অক্টোবর, ২০১৯ খ্রি. তারিখ রােজ বৃহস্পতিবার সকাল ৯:০০ টা হতে দুপুর ১২:১০ টা পর্যন্ত ১১০০/- (একহাজার একশত) টাকা।

আবেদনের ন্যূনতম যোগ্যতা

  • প্রার্থীকে ২০১৬ বা তৎপরবর্তী সালের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০ পেয়ে পাশ হতে হবে।
  • প্রার্থীকে ২০১৯ সালের এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী – এই চার বিষয়ে মােট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৮.৫ এবং উল্লেখিত বিষয়গুলাের মধ্যে গণিত, পদার্থবিদ্যা, রসায়নে পৃথকভাবে প্রত্যেক বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০ ও ইংরেজীতে কম পক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫ পেয়ে পাশ হতে হবে।।

অন্যান্য মাধ্যমের আবেদনের ন্যূনতম যোগ্যতা জানতে ভর্তি বিজ্ঞপ্তিটি দেখুন ।

পরীক্ষার পদ্ধতি ও মানবন্টন

সকল আবেদনকারীদের মধ্য থেকে HSC পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী- এই চার বিষয়ে প্রাপ্ত মােট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি তালিকা তৈরী করা হবে। এ তালিকা থেকে প্রথম ৯,০০০ (নয় হাজার) জন প্রার্থীকে ভর্তি
পরীক্ষায় অংশ গ্রহণের সুযােগ দেয়া হবে। ৯,০০০ তম প্রার্থী নির্ধারনের জন্য উল্লেখিত ৪টি বিষয়ে প্রাপ্ত গ্রেডের ভিত্তিতে ৯,০০০তম প্রার্থীদের মধ্যে যথাক্রমে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী বিষয়ে প্রাপ্ত গ্রেডকে অগ্রাধিকারের ক্রম হিসাবে বিবেচনা করা হবে।

  • ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচীর ভিত্তিতে “ক” গ্রুপ-এর জন্য ৩৫০ নম্বরের সম্পূর্ণ লিখিত পরীক্ষা এবং “খ” গ্রুপ-এর জন্য ৩৫০ নম্বরের সম্পূর্ণ লিখিত পরীক্ষা ও ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • কোন বিষয়ে MCQ Type প্রশ্ন থাকবে না।
  • বিষয় ভিত্তিক নম্বর বণ্টন ও গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর করে ৩০০ নম্বর ও ইংরেজীতে (Functional) ৫০ নম্বর সহ মােট ৩৫০ নম্বর এবং মুক্তহস্ত অংকন (আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের
    জন্য) ১০০ নম্বর।

 বিভাগ ও আসন সংখ্যা

  1. সিভিল ইঞ্জিঃ – ১৮০
  2. নগর ও অঞ্চল পরিকল্পনা – ৬০
  3. আর্কিটেকচার – ৩০
  4. বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ও কন্সট্রাকশন ম্যানেজমেন্ট- ৩০
  5. কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং – ১৮০
  6. ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন – ৬০
  7. ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং – ৬০
  8. মেকানিক্যাল – ১৮০
  9. ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিঃ- ৬০
  10. গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিঃ-৬০
  11. মেকাট্রনিক্স ইঞ্জিঃ – ৬০
  12. কেমিক্যাল এন্ড ফুড প্রসেসিং ইঞ্জিঃ – ৩০
  13. ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিঃ – ৬০

কোটাঃ
উপজাতী ও অন্যান্য – ৪
বান্দরবান জেলা – ১

রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯

RUET admission Circular 2019-20

সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯- ২০ দেখুন

অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া

ভর্তির প্রয়ােজনীয় তথ্যাদি (Prospectus) রুয়েট ওয়েবসাইটে (uet.ac.bd/admission) পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মােতাবেক অনলাইনে প্রয়ােজনীয় তথ্যাদি সহ আবেদন ফরম পুরণ করে Submit করতে হবে।

অনলাইনে আবেদনের জন্য যে সকল তথ্যাদি প্রয়ােজন হবে ঃ SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষার রােল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, পাশের সন এবং শিক্ষা বাের্ড। JPG Format এ সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙিন ছবি (Studio Quality, Hight-575 to 625 pixel, Width-415 to 475 pixel, Size-Less than 100 KB)।


আবেদনপত্র Submit করার পর আবেদন ফি পরিশােধের জন্য প্রত্যেক আবেদনকারী একটি Bill Number পাবে। উক্ত Bill Number এর বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে পরিশােধ করতে হবে। উল্লেখ্য যে, আবেদন ফি পরিশােধ না করা পর্যন্ত আবেদনপত্র অপেক্ষমান (Pending) থাকবে এক ফি প্রদান ব্যতিত আবেদন সম্পন্ন হবে না।

আবেদনের আরো বিস্তারিত জানতে রুয়েট ভর্তি বিজ্ঞপ্তিটি দেখুন।

অন্যান্য যে বিষয় গুলো জানা থাকা জরুরী

  • ক্যালকুলেটর ব্যতিত অন্য কোন Device সাথে আনা যাবেনা
  • যে কোন প্রয়োজনেঃ ০১৭৮০৩২৭২৫০,০১৭৮০৩২৭৩৫০ (সকাল ৮.০০ টা হতে রাত ৮.৩০)

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!